X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

পিছিয়ে গেল ট্রাম্প পরিকল্পিত ভেটেরান্স ডে প্যারেড

বিদেশ ডেস্ক
১৭ আগস্ট ২০১৮, ০৯:৩৩আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ১০:১২

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের রাজপথে সাবেক সামরিক কর্মকর্তাদের সম্মানে অনুষ্ঠিতব্য কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে। চলতি বছর ১১ নভেম্বর ভেটেরান্স ডে উপলক্ষ্যে বার্ষিক ওই কুচকাওয়াজ হওয়ার কথা ছিলো। কিন্তু অন্তত ২০১৯ সাল পর্যন্ত তা পিছিয়ে দিয়েছেন দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

পিছিয়ে গেল ট্রাম্প পরিকল্পিত ভেটেরান্স ডে প্যারেড

ভেটেরেন্স ডে বা আর্মিস্ট ডে ১৯১৮ সালের ১১ই নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধের প্রতীকী সমাপ্তি উদযাপনকারী বার্ষিকী হিসেবে পালন করা হয়। এই দিনে উত্তর ফ্রান্সের ওয়াজ দেপার্ত্যমঁ-র র‌্যতোঁদ গ্রামে জার্মান শক্তি ও মিত্রশক্তির মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি স্মরণ করা হয়। চুক্তিটি ঐ দিন সকাল ১১টা, অর্থাৎ ১১শ মাসের ১১শ দিনের ১১শ ঘটিকা থেকে কার্যকর হয়। চুক্তিটির ফলে বিশ্বযুদ্ধের পশ্চিম অঞ্চলের যুদ্ধ বন্ধ হয়। অনেক মিত্র দেশ এদিন জাতীয় ছুটির দিন হিসেবে পালন করে। এই দিনে যুদ্ধে নিহত সেনাদের স্মরণ করা হয়। এটি পোল্যান্ডে একটি জাতীয় দিবস হিসেবে পরিগণিত এবং সেখানে এর নাম পোলীয় স্বাধীনতা দিবস। ২য় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রে এর নাম বদলে রাখা হয় ভেটেরান্‌স ডে এবং ব্রিটিশ কমওয়েলথভুক্ত দেশগুলিতে এর নাম রিমেমব্রেন্স ডে। 

পেন্টাগনের এক কর্মকর্তা জানান, এই বছর যুক্তরাষ্ট্রে দিবসটিতে কুচকাওয়াজ আয়োজন করা হচ্ছে না। অন্তত একবছর পিছিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জানানো হয়, এই কুচকাওয়াজ আয়োজনে ৯ কোটি ডলার ব্যয় হতো। সাধারণের তুলনায় যা প্রায় তিনগুণ। ফ্রান্সের বাস্তিল দিবসে অংশ নেওয়ার পর ট্রাম্প জানিয়েছিলেন তার চেয়েও ভালো কিছু তিনি ভেটেরান্স ডেতে করে দেখাতে চান।

পেন্টাগনের মুখপাত্র কর্নেল রব ম্যানিং এক বিবৃতিতে বলেন, হোয়াইট হাউস ও প্রতিরক্ষা দফতর ২০১৯ সালে এই বিষয়টি নিয়ে কাজ করতে চায়।

বৃহস্পতিবার সকালে এক মার্কিন কর্মকর্তা এএফপিকে বলেছিলেন, এই পরিকল্পনায় ৯ কোটি ২০ লাখ ডলার খরচ হতে পারে। তবে প্যারেডেরে বাজেট পরিচালক ৩ কোটির ডলারের প্রস্তাব দিয়েছে। মেমোতে বলা হয়, কুচকাওয়াজে কোনও ট্যাংক ব্যবহার করা হবে না। এতে করে রাজধানীর রাজপথের ক্ষতি হতে পারে।

এই পরিকল্পনা ঘোষণার সময় অসন্তোষ প্রকাশ করেছে শহরের ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া কাউন্সিল।সন্দিহান ছিলো ডেমোক্রেট সদস্যরাও। কংগ্রেসম্যান জিম ম্যাকগভার্ন বলেছিলেন, এটা অনেক বড় অপচয়। ট্রাম্প স্বৈরাচারের মতো আচরণ করছেন। বিশেষজ্ঞরাও এই পরিকল্পনারও সমালোচনা করেছিলেন।

সামাজিক মাধ্যমে অনেকে সমালোচনা করে বলেছিলেন, এই অর্থ অপচয় না করে সরাসরি যুদ্ধে হতাহতের সহায়তা করাই ভালো হবে।

পেন্টাগন জানায়, কুচকাওয়াজটি দারুণ ভাবগম্ভীর্যের মধ্য দিয়েহোয়াইট হাউস থেকে ক্যাপিটোল পর্যণ্ত হওয়ার কথা ছিলো। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের বিভিন্ন যুগে তুলে ধরা হতো।

মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, ট্রাম্প দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া বন্ধ করার পর ভেবেছিলেন কিছু অর্থ সঞ্চয় হবে।

১৯৯১ সালে সাদ্দাম হুসেনের সেনাদের কুয়েত থেকে উচ্ছেদের পর একবার যুক্তরাষ্ট্র এমন কুচকাওয়াজের আয়োজন করেছিল। 

/এমএইচ/
সম্পর্কিত
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
সর্বশেষ খবর
ঢাকা সেনানিবাসে এএফআইপি ও সেনাপ্রাঙ্গণ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢাকা সেনানিবাসে এএফআইপি ও সেনাপ্রাঙ্গণ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
চালককে ঘুমের ওষুধ খাইয়ে রিকশা ছিনতাই করতো তারা
চালককে ঘুমের ওষুধ খাইয়ে রিকশা ছিনতাই করতো তারা
হলফনামায় তথ্য গোপন, ওবায়দুল কাদেরের ভাইয়ের মনোনয়নপত্র বাতিল
হলফনামায় তথ্য গোপন, ওবায়দুল কাদেরের ভাইয়ের মনোনয়নপত্র বাতিল
মানবপাচার: মিল্টন সমাদ্দার আবার ৪ দিনের রিমান্ডে
মানবপাচার: মিল্টন সমাদ্দার আবার ৪ দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি