X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

হাজিদের ‘ন্যাপ পডস’ সরবরাহ করছে সৌদি আরব

বিদেশ ডেস্ক
১৮ আগস্ট ২০১৮, ২১:০৪আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ২১:৩৫

চলতি বছর হাজিদের জন্য বিনামূল্যে ‘ন্যাপ পড’ সরবরাহের উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। এটি ক্যাপসুল রুম বা স্লিপ পড নামেও পরিচিত। হাজিদের মধ্যে এটি বিতরণের উদ্যোগ জাপানের বিখ্যাত ক্যাপস্যুল হোটেলের কথা মনে করিয়ে দেয়। পরিকল্পনা অনুযায়ী, পশ্চিমাঞ্চলীয় নগরী মিনায় এ ক্যাপসুল রুমের ব্যবস্থা করা হবে। হজ ব্যবস্থাপনা আধুনিকায়নের উদ্যোগের অংশ হিসেবেই এমন পদক্ষেপ।

হাজিদের ‘ন্যাপ পডস’ সরবরাহ করছে সৌদি আরব জাপান থেকে আমদানিকৃত এসব ন্যাপ পডের একেকটির দাম পড়েছে এক হাজার ১১৪ ডলার করে। এসব ন্যাপ পড ছাড়াও হাজীদের যোগাযোগের সুবিধার্থে তাৎক্ষণিক অনুবাদ এবং জরুরি চিকিৎসা সেবা দিতে নতুন একটি অ্যাপ চালু করা হয়েছে।

হাজিদের ঘুমানোর জন্য ১৮ থেকে ২৪টি ন্যাপ পড বা ক্যাপসুল হোটেল দেবে সৌদি দাতব্য সংস্থা দ্য হাজি অ্যান্ড মুতারেম গিফট চ্যারিট্যাবল এসোসিয়েশন। এগুলোর মধ্যে থাকবে ম্যাট্রেস, পরিচ্ছন্ন চাদর, এয়ার কন্ডিশনিং ও বড় একটি আয়না।

দ্য হাজি অ্যান্ড মুতারেম গিফট চ্যারিট্যাবল এসোসিয়েশনের প্রধান মানসুর আল-আমের বলেন, ‘সব সময়ই আমাদের চিন্তা থাকে হজ পালনকে কিভাবে আরও আরামদায়ক করা যায়। এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।’

স্বাস্থ্যগত কারণে হজের আনুষ্ঠানিকতা পালনের মাঝে যাদের বিশ্রাম দরকার তাদের জন্য এই ব্যবস্থা বেশ উপকারে আসবে। প্রতি ওয়াক্ত নামাজের পর ন্যাপ পডগুলো জীবাণুমুক্ত করে একজনের কাছ থেকে অন্যজনের হাতে তুলে দেওয়া হবে।

দ্য হাজি অ্যান্ড মুতারেম গিফট চ্যারিট্যাবল এসোসিয়েশনের প্রধান মানসুর আল-আমের বলেন, এই ধারণা নতুন নয়। দুনিয়ার অন্যত্র এমন দৃষ্টান্ত রয়েছে। উদাহরণস্বরূপ জাপানের কথা বলা যায়। এছাড়া বিশ্বের আরও অনেক শহরে এমন উদাহরণ রয়েছে। আমাদের বিশ্বাস, পবিত্র স্থাপনাগুলো এবং মক্কার মতো কোলাহলপূর্ণ স্থানে এটা ভালো কাজে লাগবে।

উল্লেখ্য, ২০ আগস্ট থেকে শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। এ বছর হজ পালনের জন্য সৌদি আরবে জমায়েত হয়েছেন অন্তত ২০ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। সূত্র: এনডিটিভি।

/এমপি/
সম্পর্কিত
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
সর্বশেষ খবর
মনজিল হত্যা: সৎমা-ভাইসহ ৬ জনের যুক্তিতর্ক অব্যাহত
মনজিল হত্যা: সৎমা-ভাইসহ ৬ জনের যুক্তিতর্ক অব্যাহত
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
টস হেরে ব্যাট করছে বাংলাদেশ
টস হেরে ব্যাট করছে বাংলাদেশ
বজ্রাঘাতে পদ্মা সেতুর টোলপ্লাজায় কারিগরি ত্রুটি, দীর্ঘ যানজট
বজ্রাঘাতে পদ্মা সেতুর টোলপ্লাজায় কারিগরি ত্রুটি, দীর্ঘ যানজট
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র