X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

মার্কিন দূতাবাসে হামলাকে ‘‌উস্কানি’ বলছে তুরস্ক, আটক ২

বিদেশ ডেস্ক
২১ আগস্ট ২০১৮, ০৩:৪৯আপডেট : ২১ আগস্ট ২০১৮, ০৩:৫৩

আঙ্কারায় মার্কিন দূতাবাস লক্ষ্য করে গাড়ি থেকে গুলি চালানোর অভিযোগে দুই সন্দেহভাজনকে আটক করেছে তুরস্ক। আঙ্কারার গভর্নরের কার্যালয় থেকে জানানো হয়েছে ৩০-এর কোঠায় থাকা ওই দুই ব্যক্তির কাছ থেকে গাড়ি ও পিস্তল জব্দ করা হয়েছে। দুই দেশের চলমান উত্তেজনায় উস্কানি দিতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তুরস্কের ক্ষমতাসীন দল। এক ধর্মযাজককে গ্রেফতার নিয়ে দুই ন্যাটো মিত্রের উত্তেজনা চলছে। সন্দেহভাজনদের আটকের পর তুরস্ককে ধন্যবাদ জানিয়েছে মার্কিন দূতাবাস। হামলার পর তুরস্কের মার্কিন দূতাবাস
সোমবার রাজধানী আঙ্কারায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বন্ধ থাকা মার্কিন দূতাবাস লক্ষ্য করে একটি গাড়ি থেকে গুলি চালিয়ে পালিয়ে যায় বন্দুকধারীরা। স্থানীয় সময় ভোর পাঁচটায় ছয়টি গুলি ছোঁড়া হলে তার তিনটি একটি লোহার দরজা ও একটি জানালায় আঘাত করে। তবে এতে কেউ হতাহত হয়নি।

আঙ্কারার গভর্নরের কার্যালয় থেকে জানানো হয়েছে আটক হওয়া দুই ব্যক্তি হামলা চালানোর কথা স্বীকার করেছে। দুই জনেরই অতীতে অপরাধে জড়িত থাকার নজির রয়েছে জানিয়ে ওই কার্যালয় থেকে বলা হয়েছে, কেন এই হামলা চালানো হচ্ছে তা খুঁজে দেখা হচ্ছে।

মার্কিন খ্রিস্টান ধর্মযাজক অ্যান্ড্রুব্রানসনকে গ্রেফতারের জের ধরে গত সপ্তাহে তুরস্কের কয়েকটি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক ও নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। আশঙ্কাজনকভাবে পড়ে যায় তুরস্কের মুদ্রা লিরার দর। এই নিয়ে দুই দেশের উত্তেজনা চলছে। ব্রানসন’র মুক্তি দাবি করছে যুক্তরাষ্ট্র আর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলে আসছেন, বিনিময়ে ফেতুল্লাহ গুলেনকে ফেরত চায় আঙ্কারা। গুলেনকে ২০১৬ সালের ব্যর্থ অভ্যুত্থানের মূল পরিকল্পনাকারী হিসেবে অভিহিত করে থাকে তুরস্কের সরকার।

সোমবারের ঘটনার পর তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সইলু প্রশ্ন রেখে বলেছেন, ‘এটা কি সাম্প্রতিক ঘটনায় উস্কানি, অথবা এটা কি সাধারণ কোনও অপরাধ, নাকি এটা ছোট অপরাধ দিয়ে বড় কোনও অপরাধের পরিকল্পনার চেষ্টা?’ তিনি কোনও উত্তর না দিলেও তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বলছে, এই হামলা ছিল পরিস্কার উস্কানি। কূটনৈতিক মিশনকে দেশের অতিথি আখ্যা দিয়ে দলটির কর্মকর্তা ওমর সেলিক বলেন, ‘তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সংবেদনশীলতা দেখানো হবে। তুরস্ক একটি নিরাপদ দেশ।’ আর প্রেসিডেন্টের মুখপাত্র ইবরাহিম কালিন টুইটারে এই ঘটনাকে ‘বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা’ অভিহিত করেছেন।

সন্দেহভাজনদের আটকের পর এক টুইটার পোস্টে ধন্যবাদ জানিয়েছে তুরস্কের মার্কিন দূতাবাস। টুইটারে লেখা হয়, ‘সকালে আমাদের দূতাবাসে হামলা চালানো সন্দেহভাজন দুই ব্যক্তিকে দ্রুত ও পেশাদারভাবে আটক করায় তুরস্কের পুলিশ ও সরকারকে ধন্যবাদ। তাদের সমর্থন ও সুরক্ষাকে আমরা প্রশংসা করি।’ তবে অতীতেও হামলার শিকার ও বেশ কয়েকবার নিরাপত্তা হুমকি পেয়েছে আঙ্কারার মার্কিন দুতাবাস ও ইস্তানবুলের কনস্যুলেট ভবন।

/জেজে/
সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
সর্বশেষ খবর
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ