X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ভারতজুড়ে অ্যাকটিভিস্টদের বিরুদ্ধে অভিযান, গ্রেফতার ৫

বিদেশ ডেস্ক
২৯ আগস্ট ২০১৮, ০০:৩৯আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ০০:৪২

ভারতজুড়ে প্রখ্যাত অ্যাকটিভিস্টদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। এই বছরের শুরুতে মহারাষ্ট্র রাজ্যে বর্ণভিত্তিক সহিংসতায় উস্কানির অভিযোগে এখন পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে শীর্ষ মানবাধিকার সংগঠন পিপলস ইউনিয়ন অফ সিভিল লিবার্টিজ বা পিইউসিএলের প্রধান সুধা ভরদ্বাজ, প্রাবন্ধিক ও মানবাধিকার কর্মী গৌতম নওলাখা, মাওবাদীদের সমব্যথী বলে পরিচিত কবি ভারভারা রাওকে ভারতের বিভিন্ন শহরে নিজেদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। পরে পুনে পুলিশ নিশ্চিত করে অরুণ ফেরেরা ও ভেনন গঞ্জালভেজকেও আটক করা হয়েছে। এছাড়া ওই সহিংসতার ঘটনা তদন্তের অংশ হিসেবে বামপন্থি আইনজীবী ও বুদ্ধিজীবীদের বাড়িতে অভিযান চালানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত জুনে একই ঘটনা তদন্তের অংশ হিসেবে মাওবাদীদের বিদ্রোহী সংশ্লিষ্ট আরও ৫ জনকে আটক করা হয়। প্রাবন্ধিক ও মানবাধিকার কর্মী গৌতম নওলাখাকে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে
ভারতের পুলিশ বলছে, এই অ্যাকটিভিস্টরা গত বছরের ৩১ ডিসেম্বর ভারতের উচ্চ বর্ণের হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এক সময়ের অচ্ছুত দলিত সম্প্রদায়ের এক গণজমায়েতে উস্কানি দিয়েছিলেন। ওই জমায়েতের পর সৃষ্ট এক সহিংসতায় একজন মারা যায়। কোরেগাও যুদ্ধের ২০০ বছর পূর্তি স্মরণে মহারাষ্ট্রের পুনে শহরে জড়ো হয় দলিত সম্প্রদায়ের বিভিন্ন গ্রুপ। ওই যুদ্ধকে ধরা হয় উচ্চ বর্ণের হিন্দুদের বিরুদ্ধে দলিত সম্প্রদায়ের প্রথম যুদ্ধ। ওই যুদ্ধে ব্রিটিশ ওপনিবেশিক শাসকদের পক্ষ নিয়ে উচ্চ বর্ণের হিন্দুদের সঙ্গেও সশস্ত্র লড়াই করেছিল দলিত সম্প্রদায়ের মানুষ।

ওই যুদ্ধের ২০০তম বার্ষিকী স্মরণ অনুষ্ঠানের বিরোধিতা করেছিল ডানপন্থি কয়েকটি গ্রুপ। স্মরণ অনুষ্ঠানের পরদিন দলিত সম্প্রদায় ও ডানপন্থি গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে অন্তত একজন নিহত হয়।

পুনে শহরের পুলিশ বলছে ওই ঘটনা তদন্তের সূত্রে এর আগে কয়েকজন সামাজিক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছিল। তাদের কাছ থেকেই যেসব ব্যক্তির নাম পাওয়া গেছে তাদের বাড়িতেই মঙ্গলবার তল্লাশী অভিযান চালানো হয়।

তবে সমালোচকরা বলছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) চ্যালেঞ্জ করাদের বিরুদ্ধে এই অভিযান চালানো হচ্ছে। বুকারজয়ী লেখক অরুন্ধতী রায় বিবিসিকে বলেছেন, যারা ন্যায়বিচার ও হিন্দু আধিপত্যের বিরুদ্ধে লড়াই করছেন কর্মকর্তারা তাদরেই গ্রেফতার করছে। তিনি বলেন, যারা প্রকাশ্যে মানুষ পিটিয়ে হত্যা করেছে তাদের গ্রেফতার না করে পুলিশ দলিতদের অধিকার রক্ষায় লড়াই করা আইনজীবী, লেখক, কবিদের গ্রেফতার করছে। এটিই বলে দিচ্ছে ভারত কোন দিকে অগ্রসর হচ্ছে।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এসব গ্রেফতারের ঘটনাকে উদ্বেগজনক আখ্যা দিয়েছে। গ্রুপটি বলছে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে সরকার এই কাজ করছে কি না সে প্রশ্নও উঠেছে। অ্যামনেষ্টি বলেছে,  একটি ভয়ের পরিবেশ সৃষ্টির পরিবর্তে সরকারের উচিৎ মানুষের মতপ্রকাশের অধিকার এবং শান্তিপূর্ণভাবে সমাবেশের অধিকার রক্ষা করা।

পুলিশ বলছে তাদের তদন্ত চলমান রয়েছে আর তারা দিল্লি, হায়দারাবাদ, মুম্বাই ও রাঁচি শহরে তাদের বুদ্ধিজীবী ও অ্যাকটিভিস্টদের বাড়িতে তল্লাশি চালিয়েছে।

অ্যাকটিভিস্ট ভেনন গঞ্জালভেজের ছেলে সুনিল গঞ্জালভেজ বিবিসিকে বলেছেন, পুলিশ তাদের বাড়িতে পাঁচ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েছে। তিনি বলেন, ‘তারা আমাদের পুরো বাড়ি তল্লাশি করেছে। আমাদের পেনড্রাইভ তল্লাশি করেছে, কম্পিউটার থেকে হার্ডডিস্ক ও মোবাইল ফোন নিয়ে গেছে। এছাড়া তারা সহজে পাওয়া যায় এমন বইও নিয়ে গেছে। এই পরিস্থিতিতে আমরা অসহায় বোধ করছি।’

/জেজে/
সম্পর্কিত
ভারতে আজ তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে
জনপ্রিয়তার তুঙ্গে থেকেও হিন্দুত্ববাদে ভরসা মোদির?
লোকসভা নির্বাচনবিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
সর্বশেষ খবর
বাংলাদেশের কৃষির পরিবর্তনে বৈশ্বিক অংশীদারত্বের সহযোগিতা করার অঙ্গীকার
বাংলাদেশের কৃষির পরিবর্তনে বৈশ্বিক অংশীদারত্বের সহযোগিতা করার অঙ্গীকার
সড়ক সম্প্রসারণকাজে ৩৪৩ গাছের মৃত্যু, জনমনে ক্ষোভ
সড়ক সম্প্রসারণকাজে ৩৪৩ গাছের মৃত্যু, জনমনে ক্ষোভ
ভারতে আজ তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে
ভারতে আজ তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস