X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

জার্মানিতে বর্ণবাদবিরোধী কনসার্টে হাজার হাজার মানুষের সমাগম

বিদেশ ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৩:২৪আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৩৩
image

বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এক অভিনব উদ্যোগ দেখা গেলো জার্মানির পূর্বাঞ্চলীয় শহর শেমনিৎস-এ। সোমবার (৩ সেপ্টেম্বর) বর্ণবাদবিরোধিতায় সেখানে আযোজন করা হয় এক উন্মুক্ত কনসার্টের। আর তাতে যোগ দেন প্রায় ৬৫ হাজার মানুষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ কথা জানা গেছে।

জার্মানির শেমনিৎস শহরে বর্ণবাদবিরোধী কনসার্ট
গত মাসে শেমনিৎস শহরে ৩৫ বছর বয়সী এক জার্মান নাগরিককে মারাত্মকভাবে ছুরিকাঘাতের জন্য দুই অভিবাসীকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে। এর পর থেকে শহরটিতে উগ্র ডানপন্থীদের সমাবেশ এবং এর বিরুদ্ধে পাল্টা বিক্ষোভ দেখা যাচ্ছে। উগ্র ডানপন্থীরা নিজেদেরকে অন্য মানুষদের থেকে আলাদা বিবেচনা করে স্লোগান দিচ্ছে: ‘আমরা মানুষ’। সোমবার (৩ সেপ্টেম্বর) বর্ণবাদবিরোধীদের উদ্যোগে আয়োজিত কনসার্টে পাল্টা স্লোগান দেওয়া হয়। বলা হয়, ‘আমরা আরও অনেকে আছি’। অনেকে আবার স্লোগান দিতে থাকে-‘নাৎসিরা বেরিয়ে যাও’।

সোমবার সন্ধ্যায় ছুরিকাঘাতে আহতদের জন্য এক মিনিটের নীরবতা পালন শেষে কনসার্ট শুরু হয়। কিছুক্ষণ পরই ক্রাফটক্লুব ব্যান্ড দলের এক গায়ক উপস্থিত দর্শক-শ্রোতাদের উদ্দেশে বক্তৃতা দেন। তিনি বলেন: ‘আমরা এখানকার স্থানীয় নই। আমরা এমন কোনও ভ্রান্ত ধারণা নিয়ে বসে নেই যে ভাবব একটি কনসার্ট করলেই পুরো বিশ্ব বেঁচে যাবে। কিন্তু কখনও কখনও আপনারা যে একা নন তা দেখানোটা জরুরি হয়ে পড়ে।’

অবশ্য, কনসার্টের বিরোধিতাও দেখা গেছে। নিজের ফেসবুক পেজে কনসার্টের ইভেন্টটি পোস্ট করায় কতিপয় কনজারভেটিভের সমালোচনার শিকার হন জার্মান প্রেসিডেন্ট ফ্র্যাংক ওয়াল্টার স্টেইনমিয়ার। অভিযোগ করা হয়, কনসার্টে অংশগ্রহণকারী ব্যান্ড দলগুলোর একটিকে অতীতে উগ্র বামপন্থী সহিংসতায় উসকানি দেওয়ার জন্য বিচারের মুখোমুখি করা হয়েছিল।

 

/এফইউ/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়