X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ার খনিতে মিললো বিপুল স্বর্ণমিশ্রিত দুটি পাথর খণ্ড

বিদেশ ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩৪আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ২০:০০

সাধারণত খনিতে সরাসরি সোনা পাওয়া যায় না। অনেক পাথরের মধ্য থেকে সামান্য পরিমাণে সোনা খুঁজে বের করতে হয়। তবে এবার অস্ট্রেলিয়ার এক সোনার খনিতে মিলেছে বিপুল পরিমাণ সরাসরি সোনামিশ্রিত দুটি বিশাল আকৃতির পাথর খণ্ড। পশ্চিম অস্ট্রেলিয়ার বেটা হান্ট খনিতে পাওয়া সোনামিশ্রিত বড় পাথর খণ্ডটির ওজন প্রায় ৯৫ কেজি। স্ফটিক মিশ্রিত পাথর খণ্ডটিতে প্রায় ২৪০০ আউন্স সোনা রয়েছে বলে দাবি করেছে কানাডীয় খনি কোম্পানি আরএনসি।

অস্ট্রেলিয়ার খনিতে মিললো বিপুল স্বর্ণমিশ্রিত দুটি পাথর খণ্ড

 আরএনসি জানিয়েছে, পশ্চিম অস্ট্রেলিয়ার কালগোরলির কাছের ওই খনি থেকে গত সপ্তাহে সোনামিশ্রিত পাথর খণ্ডগুলো উত্তোলন করা হয়। এই সোনার বাজার মূল্য প্রায় দেড় কোটি কানাডীয় ডলার বা এক কোটি ১০ লাখ মার্কিন ডলার। কোম্পানিটি বড় সোনার খণ্ডটির দাম নির্ধারণ করেছে প্রায় ৪০ লাখ কানাডীয় ডলার। প্রতিষ্ঠানটি বলেছে, দ্বিতীয় বড় সোনামিশ্রিত পাথর খণ্ডটির ওজন প্রায় ৬৩ কেজি আর এতে প্রায় ১৬০০ আউন্স সোনা রয়েছে। এই সোনার দামও প্রায় ২৬ লাখ কানাডীয় ডলার। সোনার খণ্ডগুলোতে সোনা ছাড়াও স্ফটিক রয়েছে।

কার্টিন বিশ্ববিদ্যালয়ের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া স্কুল অব মাইনের পরিচালক প্রফেসর স্যাম স্প্রিং বলেছেন, ‘সোনার খনি থেকে এখনও সোনামিশ্রিত পাথর খণ্ড উদ্ধারের ঘটনা ঘটে। তবে তা কয়েক আউন্সেরও কম হয়ে থাকে।’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে প্রফেসর স্যাম স্প্রিং বলেন, অস্ট্রেলিয়ার খনিগুলোতে সাধারণত প্রতি টন পাথরের মধ্যে ২ গ্রামের মতো সোনা পাওয়া যায়। আর আরএনসি জানিয়েছে, তারা প্রতি টন পাথরের মধ্য থেকে ২২০০ গ্রামের মতো সোনা পেয়ে থাকে। স্পিং বলেন, ‘আমরা খুব কম সময়ই এত বেশি সোনা পাওয়ার ঘটনা দেখি। এটা খুবই বিরল আবিষ্কার আর খুবই রোমাঞ্চকর ব্যাপার’। তিনি বলেন, সোনার উপাদানগুলো সাধারণত এতই ক্ষুদ্র হয়ে থাকে, মানুষের চোখে তা ধরাই পড়ে না।

অস্ট্রেলিয়ার খনিতে মিললো বিপুল স্বর্ণমিশ্রিত দুটি পাথর খণ্ড

গত সপ্তাহে এই সোনা আবিষ্কারের আগ পর্যন্ত বেটা হান্ট খনিতে স্বল্পমাত্রায় খনন চলছিল। খনি কোম্পানিটি জানিয়েছে, তারা মাটির প্রায় ৫০০ মিটার বা ১৬০০ ফুট নিচ থেকে এই পাথরগুলো আবিষ্কার করেছে। এর আগে গত জুন মাসে তারা ভূ-পৃষ্ঠের আরও কাছে সোনার সন্ধান পেয়েছিল। খনি কোম্পানি আরএনসির প্রধান নির্বাহী মার্ক সেলবাই বলেন, সংগ্রাহক বস্তু হিসেবে বড় পাথর খণ্ডটি নিলামে তোলা হবে।

/আরএ/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্বারোপ
অস্ট্রেলিয়ান নাগরিক প্রবেশ নিষিদ্ধ করলো রাশিয়া
সর্বশেষ খবর
ব্রাজিলে বৃষ্টি ও বন্যায় নিহত অন্তত ৩৯
ব্রাজিলে বৃষ্টি ও বন্যায় নিহত অন্তত ৩৯
গণমাধ্যম তথ্য চাইলে যেকোনও প্রতিষ্ঠান তা দিতে বাধ্য: প্রতিমন্ত্রী
গণমাধ্যম তথ্য চাইলে যেকোনও প্রতিষ্ঠান তা দিতে বাধ্য: প্রতিমন্ত্রী
ঢাকা-রাজবাড়ী রুটে দুই কমিউটার ট্রেনের উদ্বোধন
ঢাকা-রাজবাড়ী রুটে দুই কমিউটার ট্রেনের উদ্বোধন
মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি
মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত