X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

স্ত্রীর জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন নওয়াজ

বিদেশ ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০১আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১০
image

স্ত্রী কুলসুম নওয়াজের জানাজায় অংশ নিতে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল থেকে প্যারোলে মুক্তি পেয়েছেন পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। পাশাপাশি নওয়াজের মেয়ে মরিয়ম ও জামাতা ক্যাপ্টেন মোহাম্মদ সফদারকেও প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। ১২ ঘণ্টার জন্য তাদের প্যারোল দেওয়া হলেও নওয়াজ-পত্নী কুলসুম নওয়াজকে সমাহিত করা পর্যন্ত এ সময়সীমা বাড়ানো হতে পারে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

বামে মরিয়ম ও সফদার এবং ডান পাশের ছবিতে নওয়াজ গত বছরের আগস্টে কুলসুম নওয়াজের গলায় ক্যান্সার ধরা পড়ে। এর জন্য লন্ডনে চিকিৎসারত থাকা অবস্থাতেই গত ১৫ জুন হৃদরোগে আক্রান্ত হন কুলসুম। তাকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং তখন থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পারিবারিক সূত্রকে উদ্ধৃত করে ডন জানায়, রবিবার (৯ সেপ্টেম্বর) রাত থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কুলসুম। লন্ডনে কেনা বিলাসবহুল চারটি ফ্ল্যাটের মূল্য পরিশোধে দেওয়া অর্থের উৎস দেখাতে ব্যর্থ হওয়ার দায়ে গত জুলাই থেকে ১০ বছরের কারাদণ্ড ভোগ করছেন নওয়াজ। একই অভিযোগে মেয়ে মরিয়মকে দেওয়া হয় ৭ বছরের কারাদণ্ড। আর তার স্বামী সফদার ভোগ করছেন এক বছরের কারাদণ্ড।

কুলসুম নওয়াজের মৃত্যুকে কেন্দ্র করে নওয়াজ, মরিয়ম ও সফদারকে ৫ দিনের জন্য প্যারোলে মুক্তি দিতে আবেদন জানিয়েছিলেন নওয়াজের ভাই ও পিএমএল-সভাপতি শাহবাজ শরিফ। তবে শেষ পর্যন্ত তাদের ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর তাদের পুলিশি পাহারায় বিমানে নেওয়া হয় লাহোরে। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) নওয়াজ পরিবারের জাতি উমরা বাসভবনস্থ পারিবারিক কবরস্থানে কুলসুমকে সমাহিত করার কথা। সরকারি সূত্রকে উদ্ধৃত করে ডন জানিয়েছে, কুলসুমকে সমাহিত করা পর্যন্ত নওয়াজ, মরিয়ম ও সফদারের প্যারোলের সময়সীমা বাড়ানো হতে পারে।

পিএমএল-এন জানিয়েছে, নওয়াজ পরিবারের জাতি উমরাহ বাসভবনকে সাবজেল ঘোষণার জন্য তারা আরেকটি আবেদন করবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শাহবাজ শরিফ ও তার ছেলে হামজা বৃহস্পতিবার লন্ডনে রিজেন্ট পার্ক মসজিদে কুলসুমের জানাজায় অংশ নেবেন। এরপর মৃতদেহ লাহোরে আনা হবে। তবে কুলসুমের দুই ছেলে লন্ডনে থেকে যাবেন।

/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
রাইসির জন্য খামেনির প্রার্থনা
রাখাইনের বুথিডাউং শহর দখলে নিলো আরাকান আর্মি
চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন পুতিন
সর্বশেষ খবর
সাপ্তাহিক ডিজিটাল সেভিংস সেবা চালু করলো বিকাশ
সাপ্তাহিক ডিজিটাল সেভিংস সেবা চালু করলো বিকাশ
একান্ত আলাপে অস্কারজয়ীর মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
কান উৎসব ২০২৪সোনার বাংলা, আই ওয়ান্ট টু ভালোবাসি: এ আর রাহমান
প্রবাসীর স্বর্ণ ছিনতাই: পুলিশের এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
প্রবাসীর স্বর্ণ ছিনতাই: পুলিশের এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
এক এজেন্সির ২৬০ হজযাত্রীর কারও ভিসা হয়নি, কারণ দর্শানো নির্দেশ
এক এজেন্সির ২৬০ হজযাত্রীর কারও ভিসা হয়নি, কারণ দর্শানো নির্দেশ
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা