X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

নেহেরু বিশ্ববিদ্যালয়ে বামপন্থী জোটের জয়, ক্যাম্পাসে উত্তেজনা

বিদেশ ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০৫আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১২:১০
image

ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে আবারও জয়জয়কার বামপন্থী জোটের (এআইএসএ-এসএফআই-এআইএসএফ-ডিএসএফ)। রবিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘোষিত ফলাফলে দেখা গেছে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সম্পাদক- সবকটি আসনেই জয়ী হয়েছেন বাম প্রার্থীরা। এদিকে ফলাফল ঘোষণার পর থেকে ক্যাম্পাসে সংঘর্ষ ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে সহিংসতা ও হামলার অভিযোগ এনেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

জেএনইউতে বামপন্থীদের জয়
শুক্রবার নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ক্ষমতাসীন দল বিজেপি সমর্থিত এবিভিপি-র প্রধান প্রতিপক্ষ ছিল চারটি বামপন্থী ছাত্র সংগঠনের জোট। শুক্রবার রাত থেকেই ভোট গণনা শুরু হয়। তারপর গণনাকেন্দ্রে এবিভিপি-র সদস্যরা জোর করে ঢুকে পরে বন্ধ ব্যালট বাক্স ও পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। এরপরই গণনা প্রক্রিয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় ১৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের শুরু হয় গণনা। যদিও এবিভিপির সদস্যরা তাদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। তারা পাল্টা দাবি করেন, তাদের না জানিয়েই ভোটগণনা শুরু করে দেওয়া হয়। রবিবার (১৬ সেপ্টেম্বর) রাতে ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল।

ছাত্র সংসদের সভাপতি পদে এন সাই বালাজি ২১৫১ ভোট পেয়ে, সহ সভাপতি পদে সারিকা চৌধুরী ২৫৯২ ভোট পেয়ে, সাধারণ সম্পাদকের পদে আইজাজ আহমেদ ২৪২৬ ভোট পেয়ে এবং যুগ্ম সম্পাদকের পদে অমুথা জয়দীপ ২০৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। চূড়ান্ত ফলাফল ঘোষণার পর আবারও ক্যাম্পাস উত্তপ্ত হয়ে উঠেছে। জেএনইউ ছাত্র সংসদের নবনির্বাচিত প্রেসিডেন্ট এন সাই বালাজিঅভিযোগ করেছেন, এবিভিপি ভোর চারটার দিকে শিক্ষার্থীদের ওপর এলোপাথাড়ি আক্রমণ চালায়।

তিনি বলেন, ‘ওরা আমাকে, গীতা (বিদায়ী ছাত্র সংসদ সভাপতি)-কে এবং অন্য ছাত্রছাত্রীদের হুমকি দিতে থাকে যে ওদের থামাতে গেলে পরিণতি খুব খারাপ হবে। ওরা দল বেঁধে ঝিলম হোস্টেলে প্রাক্তন জেএনইউ ছাত্র অভিনয়ের উপর চড়াও হয়ে ওর উপরে হামলা চালায়। আমি অন্য ছাত্রছাত্রীদের সঙ্গে অভিনয়কে বাঁচাতে ছুটে যাই। গিয়ে দেখি অভিনয় জ্ঞান হারিয়ে পড়ে আছে। আমরা ওকে অ্যাম্বুল্যান্সে তুলে চিকিৎসার জন্য পাঠাই।’

সোমবার সকালে বালাজি বসন্ত কুঞ্জ থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করেছেন। নবনির্বাচিত পদাধিকারীরা লোকজন জড়ো করে ক্যাম্পাস থেকে মিছিল করে থানায় যান যাতে এ ঘটনায় এফআইআর দায়ের করা হয়।

তবে এবিভিপি-ও অভিযোগ করেছে তাদের তিন কর্মীকে মারধর করা হয়েছে।

এবিভিপি-র মুখপাত্র মনিকা চৌধুরী অভিযোগ করেন, ‘জেএনইউয়ের এবিভিপি ছাত্রছাত্রীদের উপর কমিউনিস্ট মতাদর্শের আড়ালে থাকা ক্রিমিন্যালরা হামলা চালায়। পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায় ১৫-২০ জন। তাদের মধ্যে বিশ্ববিদ্যালয় ছাত্র নয়, এমন লোকজনও রয়েছে। তাদের নেতৃত্বে ছিল গীতা কুমারী এবং তার বন্ধু অঙ্কিত সিং। তারা সুজল যাদবের ঘরে ঢুকে তাকে ঘুঁষি মারে, লাঠি দিয়েও আঘাত করা হয় তাকে। বামপন্থী দলের কর্মীরা গতকালই তার হাত ভেঙে দিয়েছিল। ৩০ ঘণ্টায় এই নিয়ে তার উপর দুবার হামলা হল।’

নিউ দিল্লি রেঞ্জ পুলিশের জয়েন্ট কমিশনার অজয় চৌধুরীসহ উচ্চপদমর্যাদার পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। কলেজ কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীদের সঙ্গে বৈঠকে করেছেন তারা। উচ্চপদস্থ এক পুলিশ কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত কোনও আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি। শিক্ষার্থীদের সবার বয়ান রেকর্ড করা হচ্ছে।’

 

/এফইউ/
সম্পর্কিত
কাঁটাতার পেরিয়ে ভোট দিলেন তারা
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
আমি মুসলিম ও ইসলামবিরোধী নই: মোদি
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট