X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

দিল্লি অভিমুখে কৃষকদের পদযাত্রায় পুলিশি বাধা, স্কুল বন্ধের ঘোষণা

বিদেশ ডেস্ক
০২ অক্টোবর ২০১৮, ২১:৩৩আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ২২:২৩

ভারতে কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন দাবিতে ‘কিষাণ ক্রান্তি পদযাত্রায়’ অংশগ্রহণকারীরা দিল্লিতে প্রবেশে পুলিশি বাধার মুখে পড়েছেন। গাজিয়াবাদে পুলিসের ব্যারিকেড ভেঙে কৃষকরা রাজধানীতে ঢুকতে চাইলে সংঘর্ষ শুরু হয়ে যায়। লাঠিচার্যের পাশাপাশি পুলিস কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে কৃষকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। বেশ কয়েকজন কৃষক এতে মারাত্মক আহত হন। উদ্ভূত পরিস্থিতিতে আগামীকাল বুধবার গাজিয়াবাদ এলাকার সরকারি-বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

দিল্লি অভিমুখে কৃষকদের পদযাত্রায় পুলিশি বাধা, স্কুল বন্ধের ঘোষণা ঋণ মওকুফ, সস্তায় বিদ্যুৎ, ফসলের ন্যায্য দামসহ একাধিক দাবিতে গত ২৩ সেপ্টেম্বর হরিদ্বারের টিকায়েত ঘাট থেকে কিষাণ কান্তি পদযাত্রা শুরু করে উত্তরপ্রদেশসহ একাধিক রাজ্যের কৃষক সংগঠনগুলো। মঙ্গলবার রাজধানীতে ওইসব কৃষক সংগঠনের ডাকে রাজধানীতে ঢোকার চেষ্টা করে ৭০,০০০ কৃষক।

বড়সড় জমায়েত হবে অনুমান করেই পুলিশ আগে থেকেই দিল্লি-গাজিয়াবাদ সীমানায় ১৪৪ ধারা জারি করে। সেই ধারা অমান্য করে রাজধানীতে ঢোকার চেষ্টা করতেই পুলিশের সঙ্গে কৃষকদের মারামারি লেগে যায়। কৃষকরা এসেছিলেন উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব ও হরিয়ানা থেকে।

কৃষকদের ওই পদযাত্রার মূল আয়োজক ভারতীয় কিষাণ ইউনিয়ন। পদযাত্রা শেষ হওয়ার কথা ছিল রাজঘাটে। সংগঠনের সভাপতি নরেশ টিকায়েত সংবাদমাধ্যমে বলেন, ‘কেন আমাদের থামানো হবে? পদযাত্রা শান্তিপূর্ণ ছিল। সরকারকে যদি কৃষকদের সমস্যার কথা বলতে না পারে তাহলে কাকে বলবে? আমরা কী পাকিস্তান কিংবা বাংলাদেশে গিয়ে আমাদের সমস্যার কথা বলব?’

কৃষকদের বাধা দেওয়া ও লাঠিচার্জের ঘটনায় ক্ষোভ জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীসহ অনেকে। অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, সরকারের এই পদক্ষেপ ঠিক নয়। কৃষকদের রাজধানীতে ঢুকতে দেওয়া উচিত। আমি তাদের সঙ্গে আছি।

টুইটারে দেওয়া এক পোস্টে মহাত্মা গান্ধীর জন্মদিনে কৃষকদের ওপর লাঠিচার্জকে নিষ্ঠুর ঘটনা হিসেবে উল্লেখ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন, সরকার কৃষকদেরকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি। ফলে তাদের প্রতিবাদ স্বাভাবিক বিষয়। কৃষকদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। সূত্র: জি নিউজ, এনডিটিভি।

/এমপি/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত
নিজ্জার হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
সর্বশেষ খবর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ