X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

সৌদি যুবরাজের সঙ্গে মার্কিন মন্ত্রীর রুদ্ধদ্বার বৈঠক

বিদেশ ডেস্ক
২৩ অক্টোবর ২০১৮, ১৩:৩৬আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ১৪:২৫
image

জামাল খাশোগিকে হত্যার ঘটনা প্রকাশ্যে আসার ঘটনায় সৌদি-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক যখন প্রশ্নের মুখে, তখন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মুচিন। সোমবার (২২ অক্টোবর) রিয়াদে ওই রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জামাল খাশোগির হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয়েছে। তবে দুই দেশের কেউই আলোচনার বিস্তারিত প্রকাশ করেনি।

খাশোগির সন্ধান চেয়ে বিক্ষোভ
২ অক্টোবর ইস্তানবুলে সৌদি কনস্যুলেট ভবনে প্রবেশের পর নিখোঁজ হন সৌদি অনুসন্ধানী সাংবাদিক জামাল খাশোগি। শুরুতে সৌদি আরব দাবি করেছিল তিনি ভবন থেকে জীবিত বের হয়ে গেছেন। তুরস্ক দাবি করে, ১৫ সদস্যের একটি গোয়েন্দা স্কোয়াড কনস্যুলেট ভবনের ভেতরেই খাশোগিকে হত্যা করেছে। সৌদি আরব এই অভিযোগ অস্বীকার করে এলেও শুক্রবার (১৯ অক্টোবর) মধ্যরাতে প্রথমবারের মতো তারা খাশোগি নিহত হওয়ার কথা স্বীকার করে। তবে সৌদি আরবের দাবি, খাশোগিকে হত্যার উদ্দেশ্য তাদের ছিল না। খাশোগি কনস্যুলেট ভবনের ভেতরে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন এবং ধস্তাধস্তির একপর্যায়ে তার মৃত্যু হয়। রবিবার (২২ অক্টোবর) ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর দাবি করেন, ‘নীতিবিবর্জিত এ অভিযানের’ ব্যাপারে সৌদি নেতৃত্ব জানতো না। তবে সৌদি আরবের এসব ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারছে না আন্তর্জাতিক বিশ্ব।

মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মুচিন সোমবার রিয়াদে সৌদি যুবরাজের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, বৈঠকে অর্থনৈতিক ও সন্ত্রাসবাদবিরোধী ইস্যু ছাড়াও জামাল খাশোগির হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করেছেন তারা। তবে সেই আলোচনার বিস্তারিত জানায়নি ওয়াশিংটন। সৌদি যুবরাজের সঙ্গে বৈঠকে যোগ দেওয়া মার্কিন অর্থমন্ত্রী মুচিনও অপরাপর অনেক পশ্চিমা কূটনীতিকের সঙ্গে সামিল হয়ে সে দেশে আয়োজিত বিনিয়োগ সম্মেলন বর্জন করেছেন। তবে বৈঠকে তিনি খাশোগি হত্যাকাণ্ডের প্রশ্নে সৌদি যুবরাজের সঙ্গে কী আলোচনা করেছেন, কোনও সৌদি সূত্র থেকেও তা নিশ্চিত হওয়া যায়নি। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, বৈঠকে সৌদি যুবরাজ ও মার্কিন অর্থমন্ত্রী ‘সৌদি-যুক্তরাষ্ট্র কৌশলগত অংশীদারত্বের’ গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

জামাল খাশোগির হত্যা রহস্য পরিষ্কারভাবে উন্মোচিত না হলে সৌদি আরবে অস্ত্র রফতানি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও সৌদি আরবের সঙ্গে কোটি কোটি ডলার মূল্যের প্রতিরক্ষা চুক্তি বাতিলের হুমকি দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের ব্যাখ্যায় সন্তুষ্ট নন বলে জানালেও দেশটির সঙ্গে অস্ত্র চুক্তি বাতিলে নারাজ তিনি। শুরু থেকেই ট্রাম্প বলে আসছেন, সৌদি আরবের সঙ্গে কোটি কোটি ডলারের অস্ত্র চুক্তি থেকে তিনি সরবেন না। কুয়েত, মিসরসহ বেশ কয়েকটি আঞ্চলিক মিত্র দেশ সৌদি আরবের পাশে রয়েছে।

 

/এফইউ/বিএ/
সম্পর্কিত
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
সর্বশেষ খবর
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মেধাসম্পদ সুরক্ষা মানে দেশ ও জাতিকে রক্ষা করা
মেধাসম্পদ সুরক্ষা মানে দেশ ও জাতিকে রক্ষা করা
অভিষেকে আস্থার প্রতিদান দিলেন তানজিদ
অভিষেকে আস্থার প্রতিদান দিলেন তানজিদ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা