X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

খাশোগি হত্যাকাণ্ডকে রাজনীতির ঊর্ধ্বে স্থান দিতে ট্রাম্পকে হাতিসের আহ্বান

বিদেশ ডেস্ক
৩১ অক্টোবর ২০১৮, ১৯:৫০আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ২০:৩১
image

খাশোগিকে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তা চেয়েছেন তার (খাশোগি) বাগদত্তা হাতিস চেঙ্গিস। এর জন্য ট্রাম্পকে আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতির ঊর্ধ্বে ওঠার আহ্বান জানিয়েছেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের প্রতি এসব অনুরোধ জানান খাশোগির বাগদত্তা।

হাতিস ও ট্রাম্প
সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠতম কৌশলগত মিত্র সৌদি আরবকে নিয়ে বিপাকেই আছেন ট্রাম্প। সৌদি আরবের ওপর নির্ভর করেই মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনবিরোধী ‘শতাব্দীর চুক্তি’ বাস্তবায়নের আশাও করছেন তিনি। তবে খাশোগি হত্যাকাণ্ডের পর সেই ঘনিষ্ঠ মিত্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ট্রাম্পের ওপর চাপ বাড়ছে। প্রধান মিত্র দেশগুলোর পাশাপাশি দেশের আইনপ্রণেতারাও সৌদি আরবের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। তাই খাশোগি ইস্যুতে প্রথম থেকেই সৌদি আরবকে নীরবে সমর্থন করে গেলেও চাপের মুখে এখন প্রকাশ্যে আর সমর্থন জানাতে পারছেন না ট্রাম্প।

এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পকে উদ্দেশ করে হাতিস বলেন, ‘মার্কিন প্রেসিডেন্টকে মানবিক দৃষ্টিকোণ থেকে এ ঘটনার দিকে মনোযোগী হতে হবে এবং একে আন্তর্জাতিক ট্র্যাজেডি বিবেচনা করতে হবে। আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতির ঊর্ধ্বে উঠে বিষয়টিকে বিবেচনা করতে হবে।’

শেষ পর্যন্ত রাজনীতির দাপটে সত্যের মৃত্যু হবে- এমন কোনও শঙ্কা করছেন কিনা; এবিসি নিউজের এমন প্রশ্নের জবাবে হ্যাঁ সূচক জবাব দেন হাতিস।

এর আগে সোমবার (২৯ অক্টোবর) খাশোগির জন্য আয়োজিত এক শোকসভায় দেওয়া বক্তব্যেও ট্রাম্পের পদক্ষেপের সমালোচনা করেছিলেন হাতিস। তিনি বলেন, ‘সারা বিশ্বের মানুষ আমার সঙ্গে একাত্মতা প্রকাশ করায় আমি কৃতজ্ঞ। তবে আমি অনেক দেশের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বের পদক্ষেপে অসন্তুষ্ট।’ তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের সত্য উন্মোচন আর ন্যায়বিচার নিশ্চিত করা উচিত। আমার বাগদত্তার হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার সুযোগ করে দেওয়া তার উচিত হবে না। অর্থ যাতে আমাদের বিবেককে কলঙ্কিত করতে না পারে আর মূল্যবোধের সঙ্গে যেন আপস করতে না হয়।’

উল্লেখ্য, ২ অক্টোবর ইস্তানবুলে সৌদি কনস্যুলেট ভবনে প্রবেশের পর নিখোঁজ হন সৌদি অনুসন্ধানী সাংবাদিক জামাল খাশোগি। ১৯ অক্টোবর মধ্যরাতে প্রথমবারের মতো সাংবাদিক জামাল খাশোগি নিহত হওয়ার কথা স্বীকার করে সৌদি আরব। তবে তারা দাবি করে, সৌদি কর্মকর্তারা খাশোগিকে দেশে ফিরিয়ে আনতে গিয়েছিলেন। তাকে হত্যার কোনও উদ্দেশ্য ছিল না। আর হত্যাকাণ্ডের সঙ্গে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সংশ্লিষ্টতার অভিযোগ নাকচ করে দিয়েছে দেশটি। তবে সৌদি আরবের এমন দাবি মানছে না তুরস্কসহ আন্তর্জাতিক সম্প্রদায়। তদন্ত অব্যাহত রেখেছেন ইস্তানবুলের চিফ প্রসিকিউটর।

/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
উ. কোরিয়ার হুমকির মুখে কূটনৈতিক সতর্কতা বাড়ালো দ. কোরিয়া
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা