X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে বিচারের মুখে মেক্সিকোর মাদক সম্রাট ‘এল চাপো’

বিদেশ ডেস্ক
০৫ নভেম্বর ২০১৮, ১৩:৪৬আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ১৪:০১

যুক্তরাষ্ট্রে মেক্সিকোর মাদক সম্রাট ‘এল চাপো’র বিচার শুরু হচ্ছে। সোমবার নিউ ইয়র্কের আদালতে তার বিচারকাজ শুরুর কথা রয়েছে। জোকুইন আর্চিভালদো গুজম্যান লোরা ওরফে এল চাপো’র বিরুদ্ধে ১৭টি অভিযোগ আনা হয়েছে। এসবের মধ্যে হত্যার ষড়যন্ত্র, মাদক পাচার এবং মানি লন্ডারিংয়ের মতো অভিযোগ রয়েছে।

যুক্তরাষ্ট্রে বিচারের মুখে মেক্সিকোর মাদক সম্রাট ‘এল চাপো’ ব্রুকলিন ফেডারেল কোর্টে চার মাসেরও বেশি সময় ধরে তার বিচারকাজ চলবে বলে প্রতীয়মান হচ্ছে।

১৯৮৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত হাজার হাজার সদস্য নিয়ে গঠিত বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ও সংগঠিত মাদক পাচার চক্র সিনালোয়া কার্টেলের নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মার্কিন প্রসিকিউটরদের অভিযোগ, ওই সময়ে চক্রটি যুক্তরাষ্ট্রে অন্তত এক লাখ ৫৪ হাজার ৬২৬ কেজি কোকেইন পাচার করেছিল। একই সময়ে সিনালোয়া কার্টেলের মাধ্যমে দেশটিতে ১৪ বিলিয়ন ডলারের হেরোইন, মেথামফেটামিন ও গাঁজা পাচার করেছিল চক্রটি।

জোকুইন আর্চিভালদো গুজম্যান লোরা ওরফে এল চাপো’র দাবি বিচারে তাকে অপরাধী সাব্যস্ত করা যাবে না। তবে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ এরইমধ্যে তার বিচারের জন্য প্রয়োজনীয় নানা তথ্যপ্রমাণ হাজির করেছে। তারা তিন লাখ পৃষ্ঠারও বেশি প্রমাণাদি হাজির করেছে। আর প্রমাণ হিসেবে তাদের সংগৃহীত অডিও রেকর্ডিংয়ের সংখ্যা এক লাখ ১৭ হাজার। প্রসিকিউটররা বলছেন, এসবের মাধ্যমে তাকে দোষী সাব্যস্ত করা সম্ভব।

১৯৯৩ সালে প্রথম দফায় গুয়াতেমালায় গ্রেফতার হয়েছিলেন জোকুইন আর্চিভালদো গুজম্যান লোরা ওরফে এল চাপো। ২০০১ সালে জেল পালানোর পর ২০১৪ সালে দ্বিতীয় দফায় গ্রেফতার করা হয় তাকে। ২০১৫ সালের জুলাইয়ে সুড়ঙ্গ খুঁড়ে কারাগারের গোসলখানা হয়ে পালান গুজম্যান। পরের বছর মেক্সিকোর লস মোচিস উপকূলে তীব্র গোলাগুলির মধ্য দিয়ে ফের তাকে গ্রেফতার করা হয়। ২০১৭ সালে বিচারের জন্য তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করে মেক্সিকোর কর্তৃপক্ষ। সূত্র: বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী