X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

মার্কিন নিষেধাজ্ঞা বানচালের অঙ্গীকার ইরানের

বিদেশ ডেস্ক
০৬ নভেম্বর ২০১৮, ০৮:৫৫আপডেট : ০৬ নভেম্বর ২০১৮, ১১:০৭

তেহরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা বানচালের অঙ্গীকার করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল বিক্রির ক্ষমতা ইরানের আছে। যথাযথ ব্যবস্থা নিয়ে এক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞা বানচাল করে দেওয়া হবে। সোমবার অর্থনীতিবিদদের সঙ্গে এক বৈঠকে তিনি এমন মন্তব্য করেন। ওই বৈঠক সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হয়।

মার্কিন নিষেধাজ্ঞা বানচালের অঙ্গীকার ইরানের তিনি বলেন, আমেরিকা ইরানের তেল বিক্রি শূন্যে নামিয়ে আনতে চায়। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে আমরা বিক্রি অব্যাহত রাখবো।

২০১৫ সালের জুনে তেহরানের সঙ্গে পরমাণু ইস্যুতে ৬ জাতিগোষ্ঠী চুক্তি স্বাক্ষর করে। ভিয়েনায় নিরাপত্তা পরিষদের ৫ সদস্য রাষ্ট্র (পি-ফাইভ) যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানি (ওয়ান) চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে গেলেও পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেয়। বিনিময়ে দেশটির ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। পূর্বসূরি ওবামা আমলে স্বাক্ষরিত এই চুক্তিকে ‘ক্ষয়িষ্ণু ও পচনশীল’ আখ্যা দিয়ে গত ৮ মে তা থেকে সরে যাওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সোমবার (৫ নভেম্বর) পরমাণু চুক্তি পূর্ববর্তী নিষেধাজ্ঞাগুলো পুনর্বহালের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। ট্রাম্প একে ইরানের ওপর যুক্তরাষ্ট্র আরোপিত ‘এযাবৎকালের সবচেয়ে কঠোর’ নিষেধাজ্ঞা হিসেবে আখ্যা দেন। ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে নিতে চান বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্রের দাবি, ইরান সাইবার হামলা, ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা, মধ্যপ্রাচ্যে সন্ত্রাসী সংগঠনগুলোকে সমর্থন দেওয়াসহ নানা হুমকিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। আর এসব তৎপরতা বন্ধের জন্য ইরানের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটন। ইরানের সঙ্গে বাণিজ্য পরিচালনাকারী দেশগুলোর ওপরও এ নিষেধাজ্ঞা বলবৎ হবে বলে জানানো হয়েছে।

এদিকে সোমবার (৫ নভেম্বর) অর্থনৈতিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ভঙ্গের প্রত্যয় জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। দৃঢ়কণ্ঠে তিনি বলেন, ‘আমরা গর্বের সঙ্গে এ নিষেধাজ্ঞা ভঙ্গ করব।'

যুক্তরাষ্ট্রকে শত্রু আখ্যা দিয়ে রুহানি বলেন, ‘আজ শত্রুরা আমাদের অর্থনীতিকে লক্ষ্যবস্তু করেছে। নিষেধাজ্ঞার মূল শিকার আমাদের জনগণ। যুক্তরাষ্ট্র ইরানের তেল বিক্রির পরিমাণ কমিয়ে শূন্যের কোঠায় নিয়ে আসতে চায়। কিন্তু নিষেধাজ্ঞা ভাঙতে আমরা আমাদের তেল বিক্রি চালিয়ে যাবো।’

যুক্তরাষ্ট্র আরোপিত নিষেধাজ্ঞাকে অবৈধ ও অন্যায্য বলে আখ্যা দেন হাসান রুহানি। তিনি বলেন, ‘এটি ইরানের বিরুদ্ধে এক অর্থনেতিক যুদ্ধ। তবে যুক্তরাষ্ট্রের জানা দরকার যে তারা ইরানের ওপর জোর করতে পারে না। যেকোনও ধরনের চাপ প্রতিহত করতে আমরা প্রস্তুত।’

ইরানের ৭০০ ব্যক্তি, প্রতিষ্ঠান, জাহাজ ও বিমান এখন নিষেধাজ্ঞার তালিকায় আছে। এরমধ্যে বড় বড় ব্যাংক ও তেল রফতানিকারক দেশ ও শিপিং কোম্পানিও রয়েছে। ইরানের সঙ্গে বাণিজ্যকারী আটটি দেশকে নিষেধাজ্ঞা থেকে ছাড় দিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে দেশগুলোর নাম প্রকাশ করা হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, ইতালি, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, চীন ও ভারত এই ছাড় পাওয়ার তালিকায় আছে। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও দাবি করেছেন, ছাড় পাওয়া দেশগুলো তাদের তেল রফতানির হার কমিয়েছে। এ রফতানির পরিমাণ শূন্যের কোঠায় নামিয়ে আনতে আরেকটু সময় লাগবে। তা বিবেচনায় নিয়ে তাদের ছাড় দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, দুটি দেশ ইরান থেকে আমদানি ধীরে ধীরে বন্ধ করেছে। আর বাকি ছয়টি দেশ আমদানির পরিমাণ কমিয়েছে।

/এমপি/
সম্পর্কিত
ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেবে হামাস, আশা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার কর্মকর্তা নিহত
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
সর্বশেষ খবর
ইন্দোনেশিয়ার রুয়াং আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত,সর্বোচ্চ সতর্কতা জারি
ইন্দোনেশিয়ার রুয়াং আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত,সর্বোচ্চ সতর্কতা জারি
ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, ৩ জন গ্রেফতার
ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, ৩ জন গ্রেফতার
রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ২০
রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ২০
লেভার হ্যাটট্রিকে দুইয়ে ফিরেছে বার্সা
লেভার হ্যাটট্রিকে দুইয়ে ফিরেছে বার্সা
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার