X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ফিলিপাইনের সঙ্গে সম্পর্কোন্নয়নের আশা চীনা প্রেসিডেন্টের

বিদেশ ডেস্ক
২১ নভেম্বর ২০১৮, ১৪:২৭আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ১৪:২৯

প্রথমবারের মতো ফিলিপাইন সফরে গিয়ে দেশটির সঙ্গে সম্পর্কোন্নয়নের আশা প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার দীর্ঘদিন ধরে ভৌগলিক বিতর্কে জড়িত থাকা প্রতিবেশি দেশটি সফর করেন চীনা প্রেসিডেন্ট। দক্ষিণ চীন সাগরের বিভিন্ন অংশের মালিকানা নিয়ে দেশ দুটির মধ্যে দ্বন্দ্ব রয়েছে।

ফিলিপাইনের সঙ্গে সম্পর্কোন্নয়নের আশা চীনা প্রেসিডেন্টের

মঙ্গলবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের সঙ্গে বৈঠক করেন চীনা প্রেসিডেন্ট জিনপিং। বৈঠকে তাদের মধ্যে দক্ষিণ চীন সাগরসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে জিনপিং বলেন, ‘বিশ্বের বর্তমান গভীর ও জটিল পরিবর্তনের কারণে চীন ও ফিলিপাইনের জন্য ভাল প্রতিবেশি ও বন্ধুত্বই একমাত্র সঠিক সিদ্ধান্ত’। তিনি বলেন, চীন ও ফিলিপাইন দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায় চালু করার জন্য প্রস্তুত। শি জিনপিং বলেন, দক্ষিণ চীন সাগরে দুই দেশেরই যৌথ স্বার্থ রয়েছে। সেখানকার বিতর্ক বন্ধুত্বপূর্ণ উপায়ে নিরসনের প্রক্রিয়া অনুসরণ করা হবে।

সংবাদ সম্মেলনে দুতার্তে বলেন, চীনের সরকারি সফর দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা বাড়ানোর একটি সুযোগ। তিনি বলেন, বিশ্বাস স্থাপন ও বর্ধিত সংলাপের মাধ্যমে বিস্তৃত কৌশলগত সহযোগিতার ক্ষেত্রে এই দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন মাত্রায় তিনি খুশি।

চীনা প্রেসিডেন্টের সফরকালে দুই দেশের মধ্যে জ্বালানি, শিক্ষা, কৃষি ও অবকাঠামো খাতে ২৯টি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বিশ্বের অন্যতম প্রতিযোগিতাপূর্ণ এলাকায় অবস্থিত দক্ষিণ চীন সাগরের প্রায় পুরো অংশ নিজেদের বলে দাবি করে থাকে চীন। তবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনেই, মালয়েশিয়া, ফিলিপাইন, তাইওয়ান ও ভিয়েতনামও ওই জলসীমায় নিজেদের মালিকানা রয়েছে বলে দাবি করে থাকে। ২০১৬ সালে হেগের আন্তর্জাতিক আদালত রায় দেয় যে, সম্পদ সমৃদ্ধ সমুদ্রটিতে চীনের দাবি করা মালিকানার কোনও আইনি ভিত্তি নেই। রায়ে বলা হয়, চীন সেখানে ফিলিপাইনের সার্বভৌম অধিকারকে লঙ্ঘন করেছে। তবে বেইজিং ওই রায় প্রত্যাখ্যান করেছে।

সাগরটিতে চীন কৃত্রিম দ্বীপ নির্মাণ ও ওই অঞ্চলে চীনের সামরিক অভিযান অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্র, চীন ও অঞ্চলটির অন্যান্য দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

/আরএ/
সম্পর্কিত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
হংকংয়ে টানা ১০ হাজার বজ্রাঘাত
চীনে সড়ক ধসে নিহত ১৯
সর্বশেষ খবর
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে অপহরণের শিকার বাবা-ছেলেসহ ৩ জন
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে অপহরণের শিকার বাবা-ছেলেসহ ৩ জন
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ আসছে আজ
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ আসছে আজ
থাইল্যান্ড সফর নিয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন প্রধানমন্ত্রী
থাইল্যান্ড সফর নিয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন প্রধানমন্ত্রী
অবশেষে চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি
অবশেষে চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!