X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

মৃত্যুপথযাত্রী বাংলা‌দেশি মা‌য়ের শেষ ইচ্ছা পূরণে বাধা ব্রিটিশ স্বরাষ্ট্র দফতর

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৮, ০৫:১৮আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ০৫:২০

মৃত্যুপথযাত্রী স্ত্রীকে দেখতে যেতে চাওয়া এক স্বামীর ভিসা প্রত্যাখান করেছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দফতর। আর এই সিদ্ধান্তকে অমানবিক আখ্যা দিয়েছেন ওই দম্পত্তির সন্তান ও বাংলা গানের সুপরিচিত গীতিকার সৈয়দ দুলাল। ব্রিটিশ স্বরাষ্ট্র দফতরের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে ইংল্যান্ডের হার্টলিপুলের স্থানীয় প্রাচীন সংবাদপত্র ‘হার্টলিপুল মেইল’।  ‘আমার বাবা তাঁর মৃত্যুপথযাত্রী স্ত্রীকে দেখুক, হোম অফিস তা চায় না’ এই শিরোনামে প্রকাশিত ওই খবরের উপশিরোনামে বলা হয় ‘দাদীর শেষ ইচ্ছে প্রত্যাখ্যান করলো ভিসা অফিস’। মায়ের সঙ্গে সৈয়দ দুলাল
গীতিকার সৈয়দ দুলাল জানান, তার বাবা শুধুমাত্র মরণাপন্ন স্ত্রীকে দেখতে ফ্যামিলি ভিজিটে আসতে চান। এখানে এসে দীর্ঘস্থায়ী বা লম্বা সময় থাকার কোনও ইচ্ছে তার নেই। এর আগেও তিনি অনেকবার যুক্তরাজ্য সফর করেছেন। কিন্তু কোন‌ওবারই তিনি নির্ধারিত সময়ের বাইরে অবস্থান করেননি। সময়মত বাংলাদেশে ফিরে গেছেন। দুলাল জানান, তার অসুস্থ্য মা প্রতিদিন কান্নাকাটি করেন, তার ধারণা এই বুঝি তার স্বামী আসছেন।

স্বরাষ্ট্র দফতর থেকে বাবার ভিসা প্রত্যাখ্যানের চিঠি হাতে নিয়ে রেষ্টুরেন্ট ব্যবসায়ী সৈয়দু দুলাল বাংলা ট্রি‌বিউন‌কে সোমবার (২৬ নভেম্বর) বলেন, হোম অফিস তার বাবার ইউকে ভিজিট ভিসা আবেদন প্রত্যাখ্যান করে কোনো আপিলের সুযোগ রাখেনি। প্রয়োজনে তাদেরকে আবার নতুন করে আবেদন করতে বলা হয়েছে। তিনি বলেন, নতুন করে আবেদনে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। আর সেই সময় অপেক্ষা করার মতো অবস্থা তার মায়ের নেই। যে কোন সময় তার মায়ের কিছু একটা হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

ব্রিটিশ স্বরাষ্ট্র দফতরের এই অমানবিক সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে সৈয়দ দুলাল বলেন, বহুসংস্কৃতির ব্রিটিশ সমাজের সমৃদ্ধ ও অগ্রযাত্রায় আমরা সব কমিউনিটি সমানতালে ভূমিকা রাখছি। এর বিনিময়ে সমাজ বা রাষ্ট্রের মানবিক সহযোগিতা পাওয়া আমাদের অধিকার। আমার মায়ের শেষ ইচ্ছে প্রত্যাখ্যান করে হোম অফিস আমাদের এই অধিকারই লঙ্ঘন করেছে। তিনি তাঁর মৃত্যপথযাত্রী মায়ের শেষ ইচ্ছে পূরণে হোম অফিসকে মানবিক হওয়ার আহ্বান জানান।

/জেজে/
সম্পর্কিত
পুতিনের পঞ্চম মেয়াদের শপথ অনুষ্ঠান বয়কট করলেন পশ্চিমা নেতারা
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
টানা তৃতীয়বার লন্ডনের মেয়র হলেন সাদিক খান
সর্বশেষ খবর
ইউপি নির্বাচনে ব্যালটের প্রতীকে ভুল, ১০ দিন পর সেই কর্মকর্তাকে বদলি
ইউপি নির্বাচনে ব্যালটের প্রতীকে ভুল, ১০ দিন পর সেই কর্মকর্তাকে বদলি
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
আমি মুসলিম ও ইসলামবিরোধী নই: মোদি
আমি মুসলিম ও ইসলামবিরোধী নই: মোদি
দুর্যোগে এক বছরে বাংলাদেশে ১৫ লাখেরও বেশি মানুষ বাস্তচ্যুত
বৈশ্বিক রিপোর্টের তথ্যদুর্যোগে এক বছরে বাংলাদেশে ১৫ লাখেরও বেশি মানুষ বাস্তচ্যুত
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল