X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

বাতাস দূষণে ২০১৭ সালে ভারতে সাড়ে ১২ লাখ মানুষের মৃত্যু

বিদেশ ডেস্ক
০৭ ডিসেম্বর ২০১৮, ১২:৫৪আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ১৩:০৩

২০১৭ সালে বাতাস দূষণের শিকার হয়ে ভারতে প্রায় ১২ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যুর তথ্য দিয়েছে একটি জরিপ। বিশ্বজুড়ে সুপরিচিত পরিবেশ বিষয়ক জার্নাল ল্যানচেট প্লানেটারি হেলথ-এ বৃহস্পতিবার প্রকাশিত জরিপে বলা হয়েছে, ওই বছরে মারা যাওয়া মোট মানুষের মধ্যে ১২ দশমিক ৫ শতাংশের মৃত্যুর কারণ বাতাস দূষণ। দূষিত বাতাসের কারণে মারা যাওয়া ৫১ শতাংশ মানুষের বয়স ৭০ বছরের নিচে। এই দূষণের কারণে ভারতের মানুষের প্রত্যাশিত গড় আয় দেড় বছরেরও বেশি কমেছে বলে জানিয়েছে ওই জরিপ। বাতাস দূষণে ২০১৭ সালে ভারতে সাড়ে ১২ লাখ মানুষের মৃত্যু
ল্যানচেট প্লানেটারি হেলথ জার্নালে প্রকাশ হওয়া জরিপ পরিচালনা করেছেন ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের অ্যাকাডেমিক এবং বিজ্ঞানীরা। ভারত সরকার এবং ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ এর পাশাপাশি এতে অর্থায়ন করেছে বিল অ্যান্ড মিলিন্ড গেটস ফাউন্ডেশনও।

জরিপে বলা হয়েছে, ভারতের রাজধানী দিল্লির বাতাসে পিএম ২ দশমিক ৫ নামে পরিচিত ক্ষুদ্র কণার উপস্থিতি সবচেয়ে বেশি দেখা যায়। এই কণা ফুসফুসের অভ্যন্তরে প্রবেশ করে মারাত্মক স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে বলে ওই জরিপে বলা হয়েছে।  

ওই জরিপ বলছে, বাতাসের মান স্বাস্থ্যকর পর্যায়ে থাকলে ২০১৭ সালে ভারতের মানুষের প্রত্যাশিত গড় আয়ু ১ দশমিক ৭ বছর বেড়ে যেত। তবে সম্প্রতি শিকাগো ইউনিভার্সিটির এক প্রতিবেদনে এর চেয়েও আশঙ্কা জনক তথ্য দেওয়া হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, দূষণের কারণে ভারতীয়দের প্রত্যাশিত গড় আয়ু চার বছরেরও বেশি কমে যাচ্ছে। এছাড়া চলতি শুরুর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছিল বিশ্বের সবচেয়ে দূষিত ১৪টি শহরের অবস্থান ভারতে।

প্লানেটারি হেলথ জার্নালে প্রকাশিত নতুন জরিপে বলা হয়েছে, ভারতে মানুষের মৃত্যু ও প্রত্যাশিত গড় আয়ুর ওপর বাতাস দূষণের প্রভাব হয়তো আগের ধারণার চেয়ে কম হতে পারে তবে এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে তা।

/জেজে/
সম্পর্কিত
আমি মুসলিম ও ইসলামবিরোধী নই: মোদি
লোকসভা নির্বাচন: বিপুল ভোটে জিততে যে পরিকল্পনা মোদি ও বিজেপির
লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট দিলেন মোদি
সর্বশেষ খবর
মহামারি মোকাবিলায় প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
মহামারি মোকাবিলায় প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
ভাইস চেয়ারম্যান প্রার্থীর ভোটের প্রচারণায় সরকারি কর্মচারী
ভাইস চেয়ারম্যান প্রার্থীর ভোটের প্রচারণায় সরকারি কর্মচারী
১৩৯ উপজেলায় ভোট বুধবার, কেন্দ্রে গেলো সরঞ্জাম
১৩৯ উপজেলায় ভোট বুধবার, কেন্দ্রে গেলো সরঞ্জাম
‘প্রমাণ-অপ্রমাণের যাত্রা সুদীর্ঘ, সেখানে জড়িয়ে আছে হাহাকার’
বিচারপ্রার্থীদের প্রসঙ্গে প্রধান বিচারপতি‘প্রমাণ-অপ্রমাণের যাত্রা সুদীর্ঘ, সেখানে জড়িয়ে আছে হাহাকার’
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা