X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ইউরোপীয় বিমানে হামলার পরিকল্পনা করছে আল কায়েদা: ব্রিটিশ মন্ত্রী

বিদেশ ডেস্ক
২৪ ডিসেম্বর ২০১৮, ১৩:২০আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ১৩:৩৭
image

যুক্তরাজ্যের নিরাপত্তা মন্ত্রী বেন ওয়ালেস দাবি করেছেন, জঙ্গি গোষ্ঠী আল কায়েদা পুনঃসংগঠিত হয়ে ইউরোপে যাত্রীবাহী বিমানে হামলার পরিকল্পনা করছে। ব্রিটিশ সংবাদপত্র দ্য সানডে-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি সতর্ক করেন, বিমান ভূপাতিত করার প্রযুক্তির উন্নয়ন ঘটাচ্ছে আল কায়েদা।

প্রতীকী ছবি
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এক যোগে চালানো হয়েছিল চার-চারটি আত্মঘাতী বিমান হামলা। দুটি বিমান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর ও দক্ষিণ টাওয়ারে আঘাত হানে। নিমেষে ধসে পড়ে ভবন দুটি। আরেকটি বিমান নিয়ে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনে হামলা চালায় আল কায়েদা। তবে চতুর্থ বিমানটি নিয়ে জঙ্গিরা পূর্ব নির্ধারিত স্থানে হামলা চালাতে চাইলেও যাত্রীদের প্রতিরোধের মুখে সে প্রচেষ্টা ব্যর্থ হয়। পেনসিলভেনিয়ার আকাশে বিধ্বস্ত হয় সেই বিমান। ৯/১১ এর ভয়াবহ ওই হামলায় নিহত হন প্রায় ৩ হাজার মানুষ। 

২০১১ সালে পাকিস্তানে মার্কিন বাহিনীর এক অভিযানে নিহত হন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন। সাম্প্রতিক বছরগুলোতে আল কায়েদাকে ছাপিয়ে উত্থান ঘটে আরেক জঙ্গি সংগঠন আইএস-এর। তবে ব্রিটিশ নিরাপত্তা মন্ত্রী ওয়ালেস মনে করেন, আল কায়েদার প্রভাব একেবারে শেষ হয়ে যায়নি। তারা আবারও সংগঠিত হচ্ছে এবং বিমান হামলা চালাতে মরিয়া হয়ে আছে। দ্য সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ওয়ালেস দাবি করেন, ‘আল কায়েদা পুনঃসংগঠিত হয়েছে। ইউরোপকে নিয়ে তারা অনেক পরিকল্পনা সাজাচ্ছে। নতুন নতুন হামলা পদ্ধতির সঙ্গে পরিচিত হচ্ছে তারা।

ওয়ালেস মনে করেন, সত্যিকার অর্থে বিপদ পুরোপুরি কাটেনি। তিনি বলেন, ‘আল কায়েদা কোনার মধ্যে ঘাপটি মেরে বসে ছিল। তারা দেখতে চেয়েছিল, নতুন জঙ্গি সংগঠন আইএস-এর উত্থানে একবিংশ শতাব্দী দেখতে কেমন হয়। তবে তারা নিজেরা বিলীন হয়ে যায়নি।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের ঘোষণায় খুশি হতে পারছেন না ওয়ালেস। তিনি মনে করেন, ‘এর মধ্য দিয়ে পশ্চিমা বিশ্বে হামলায় জঙ্গিদের জন্য নিরাপদ স্বর্গ তৈরি হবে।’

/এফইউ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
সর্বশেষ খবর
দুর্নীতির দায়ে ক্যারিবিয়ান ব্যাটারকে ৫ বছরের নিষেধাজ্ঞা
দুর্নীতির দায়ে ক্যারিবিয়ান ব্যাটারকে ৫ বছরের নিষেধাজ্ঞা
এসএসসি’র ফল প্রকাশের দিন ঘোষণা
এসএসসি’র ফল প্রকাশের দিন ঘোষণা
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক