X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

যৌন নিপীড়ন, কানাডা থেকে উধাও সৌদি নাগরিক

বিদেশ ডেস্ক
১৪ জানুয়ারি ২০১৯, ১৩:১৬আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১৫:১৬

কানাডায় যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত এক সৌদি নাগরিক বিচারের আগেই দেশটি থেকে উধাও হয়ে গেছে। কানাডার সিডনি শহরের আদালতে পূর্ব নির্ধারিত শুনানিতেও অংশ নেয়নি সে। এ  ঘটনায় তাকে খুঁজছেন কানাডীয় কর্তৃপক্ষ। মোহাম্মদ জুরাইবি আল জোয়াবি নামের ওই সৌদি তরুণ কেপ ব্রেটন ইউনিভার্সিটির শিক্ষার্থী। তার বিরুদ্ধে ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত সিডনিতে সংঘটিত দুটি ঘটনায় অভিযোগ আনা হয়েছে। এসবের মধ্যে যৌন নিপীড়ন, লাঞ্ছিত করা, হুমকি দেওয়া, বলপূর্বক আটকে রাখা, হয়রানি, বিপজ্জনক ড্রাইভিংয়ের মতো অভিযোগ রয়েছে।

যৌন নিপীড়ন, কানাডা থেকে উধাও সৌদি নাগরিক অভিবাসন বিষয়ক আইনজীবী লি কোহেন বলেন, সৌদি কর্তৃপক্ষের সহায়তা ছাড়া তার পক্ষে কানাডায় প্রবেশ বা বের হয়ে যাওয়া অসম্ভব।

এখনও কানাডায় অবস্থান করছেন কিনা, সংবামাধ্যমের এমন প্রশ্নের জবাবে আল জোয়াবি বলেন, হয়তো না। আপনাকে আমি এটা বলতে পারি না।

আল জোয়াবির আশঙ্কা, সে হয়তো ন্যায়বিচার পাবে না। ফলে বিচারের জন্য সে কানাডায় ফিরবে না।

নিজের বিরুদ্ধে আনা পরোয়ানা ও অভিযোগ সম্পর্কে তার ভাষ্য, এর প্রতি আমার কোনও সম্মান থাকতে পারে না। সবাই আমার বিরুদ্ধে, কেননা জাতিগতভাবে আমি তাদের অপছন্দের। অথচ কানাডার এই দ্বীপে আমরা প্রচুর পরিমাণ অর্থ বিনিয়োগ করেছি।

এ বিষয়ে কানাডীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি দেশটিতে নিযুক্ত সৌদি দূতাবাসের কর্মকর্তারা। সূত্র: আল জাজিরা।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
মধ্যপ্রাচ্যেও চালু হচ্ছে শেনজেন স্টাইলের ভিসা?
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
সর্বশেষ খবর
কেমন আছেন মিল্টনের আশ্রমের আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমের আশ্রিতরা
ভুয়া পুলিশ সদস্য আটক
ভুয়া পুলিশ সদস্য আটক
আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে অ্যাডায়ার ভ্রাতৃদ্বয়
আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে অ্যাডায়ার ভ্রাতৃদ্বয়
করবস্থানের মাটি ভরাটের কাজে শ্রমিক নিয়োগে ঘুষ!
অতিদরিদ্রের কর্মসংস্থান কর্মসূচিকরবস্থানের মাটি ভরাটের কাজে শ্রমিক নিয়োগে ঘুষ!
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা