X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ফ্রান্সের রাজপথে আবারও ইয়েলো ভেস্ট আন্দোলনকারীরা

বিদেশ ডেস্ক
২০ জানুয়ারি ২০১৯, ১৬:০৮আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ১৬:১১

ফ্রান্সজুড়ে শনিবার রাজপথে নেমেছেন দেশটির ইয়েলো ভেস্ট আন্দোলনকারীরা। এ নিয়ে দাবি আদায়ে টানা দশম সপ্তাহের মতো রাস্তায় নামলেন তারা। রাজপথে নামা হাজারো বিক্ষোভকারীর প্রতিবাদ এক পর্যায়ে সহিংসতায় রূপ নেয়।

ফ্রান্সের রাজপথে আবারও ইয়েলো ভেস্ট আন্দোলনকারীরা রাজধানী প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন স্থানে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীর প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ’র বিরুদ্ধে স্লোগান দেয়। একইসঙ্গে পুলিশি সহিংসতার বিরুদ্ধেও আওয়াজ তোলে তারা।

বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ ওয়াটার ক্যানন ও টিয়ার গ্যাস নিক্ষেপ করলে এক পর্যায়ে শান্তিপূর্ণ বিক্ষোভ সহিংস হয়ে উঠে। এ সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ও বোতল নিক্ষেপের ঘটনা ঘটে। এদিনের বিক্ষোভে শুধু প্যারিস থেকেই অন্তত ২০ বিক্ষোভকারীকে আটক করা হয়।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, প্যারিসের বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় সাত হাজার বিক্ষোভকারী। আর ফ্রান্সজুড়ে বিক্ষোভকারীর সংখ্যা ২৭ হাজার।

উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ফ্রান্সজুড়ে নিরাপত্তা বাহিনীর ৮০ হাজার সদস্য মোতায়েন করা হয়।

ফ্রান্সের রাস্তায় চলমান আন্দোলনের প্রেক্ষিতে গত ১০ ডিসেম্বর প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জ্বালানি তেলের কর বৃদ্ধি বাতিল এবং অবসরভাতা ও ওভারটাইমের আয়ের ওপর থেকে কর প্রত্যাহারের ঘোষণা দেন। ন্যূনতম মজুরিও সাত শতাংশ বৃদ্ধির ঘোষণা দেন। একই সঙ্গে তিনি জানান, আন্দোলনকারীদের দাবি দাওয়ার বিষয়ে দেশজুড়ে তিন মাস ধরে আলোচনা চলবে। কিন্তু দীর্ঘদিন ধরে অর্থনৈতিকভাবে উপেক্ষিত ফ্রান্সের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত জনগণ আশ্বস্ত হয়নি। তারা রাষ্ট্রের নীতি নির্ধারনী প্রক্রিয়ায় কাঠামোগত পরিবর্তন চায়।

ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ, তিনি লাখ মানুষের দাবিকে অগ্রাহ্য করছেন। অন্যদিকে ফ্রান্সের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারীদের দমনে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।

ফ্রান্সের মোটরযান আইন অনুযায়ী, বেশি আলো প্রতিফলিত করে এমন এক ধরনের বিশেষ নিরাপত্তামূলক জ্যাকেট গাড়িতে রাখতে হয় চালকদের। এর রঙ সবুজাভ হলুদ (ইয়োলো)। আন্দোলনকারীরা এই জ্যাকেট (ভেস্ট) পরে বিক্ষোভের সূচনা করেছিল বলে আন্দোলনটি পরিচিতি পায় ‘ইয়েলো ভেস্ট’ নামে। এই আন্দোলনের কোনও ঘোষিত কেন্দ্রীয় নেতৃত্ব নেই। গত নভেম্বরে শুরু হওয়া তাদের কর্মসূচিতে উত্তাল হতে শুরু করে প্যারিসসহ ফ্রান্সের বড় বড় সব শহর। জ্বালানি তেলের ওপর কর বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমে আসে সেইসব মানুষ, অর্থনৈতিক চাপে যারা এমনিতেই পর্যদুস্ত। সূত্র: আনাদোলু এজেন্সি।

/এমপি/
সম্পর্কিত
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
সর্বশেষ খবর
যানজট-গরমে রাজধানীবাসীর ভোগান্তি
যানজট-গরমে রাজধানীবাসীর ভোগান্তি
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
সুন্দরবনের আগুন এখন নিয়ন্ত্রণে: পরিবেশ মন্ত্রণালয়
সুন্দরবনের আগুন এখন নিয়ন্ত্রণে: পরিবেশ মন্ত্রণালয়
আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমলো পেঁয়াজের দাম
আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমলো পেঁয়াজের দাম
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?