X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রিত্বের লড়াইয়ে নামছেন থাই রাজকন্যা

বিদেশ ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:১৩আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:১৮
image

থাইল্যান্ডে আগামী মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রধানমন্ত্রিত্বের লড়াইয়ে নামছেন থাই রাজা মহা ভাজিরালংকর্ন-এর বোন উবলরত্ন রাজকন্যা সিরিভাদানা বারনাভাদি। থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার দল থাই রাকসা চার্ট পার্টির হয়ে সামরিক জান্তা সরকারের প্রধান প্রায়ুথ চ্যান ওচার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) থাই রাকসা চার্ট পার্টি এ ঘোষণা দিয়েছে। উবলরত্ন থাই রাজপরিবারের প্রথম কোনও সদস্য হিসেবে প্রধানমন্ত্রিত্বের লড়াইয়ে নামছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

থাই রাজকন্যা উবলরত্ন
থাকসিন সিনাওয়াত্রা ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন। এরপর প্রায় ১০ বছর ধরে তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্বেচ্ছা নির্বাসনে আছেন। তার বোন ইংলাক সিনাওয়াত্রা পরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হন। ২০১৪ সালে ইংলাককেও ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী। জান্তা সরকারের প্রধানমন্ত্রী হন প্রায়ুথ চ্যান ওচা। সামরিক জান্তা সরকার থাকসিনের দল পিউ চার্ট পার্টিকে ভেঙে দেওয়ার হুমকি প্রদানের পর থাই রাকসা চার্ট পার্টি নামে ছোট পরিসরে আরেকটি দল গড়ে তোলে তারা। থাকসিন নির্বাসনে থাকা অবস্থাতেই দলটিকে নেতৃত্ব দিচ্ছেন। থাই রাজকন্যা উবলরত্ন’র সঙ্গে থাকসিনের ভালো সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রিত্বের লড়াইয়ে নিজেদের প্রতিনিধি হিসেবে শুক্রবার এ উবলরত্নের নাম ঘোষণা করেছে থাই রাকসা চার্ট পার্টি।

৬৭ বছর বয়সী উবলরত্ন বর্তমান থাই রাজা ভাজিরারংকর্ন-এর বড় বোন এবং প্রয়াত রাজা ভূমিবলের বড় মেয়ে। ১৯৭২ সালে এক বিদেশিকে বিয়ে করার পর রাজ মর্যাদা ত্যাগ করেন তিনি। তবে এখনও তাকে রাজ পরিবারের সদস্য হিসেবেই বিবেচনা করা হয়। ঐতিহ্যগতভাবে থাই রাজ পরিবারকে রাজনিতর ঊর্ধ্বে বিবেচনা করা হলেও এর ভীষণরকমের প্রভাব রয়েছে।

/এফইউ/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বশেষ খবর
নতুন করে বাংলাদেশে আশ্রয় নিলেন আরও ৮৮ বিজিপি সদস্য
নতুন করে বাংলাদেশে আশ্রয় নিলেন আরও ৮৮ বিজিপি সদস্য
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
গণভবন হয়ে বিশ্বকাপ ট্রফি এলো পাঁচ তারকা হোটেলে
গণভবন হয়ে বিশ্বকাপ ট্রফি এলো পাঁচ তারকা হোটেলে
গাছ কেটে ফেলায় ঢাকায় গরম বেশি: স্বাস্থ্যমন্ত্রী
গাছ কেটে ফেলায় ঢাকায় গরম বেশি: স্বাস্থ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?