X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের প্রচেষ্টায় ভেনেজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০০আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০৫
image

ভেনেজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুইদো বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করছেন তিনি। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) ইসরায়েলি সংবাদপত্র হায়োমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করার প্রক্রিয়াটি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।’

গুইদো
ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এক দশক আগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল ভেনেজুয়েলা। ২০০৮-২০০৯ সালে গাজা যুদ্ধে ইসরায়েলের ভূমিকার জন্য ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো চ্যাভেজ দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছিলেন। ২২ দিনের ওই যুদ্ধে ১৪শরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছিল। ২০১০ সালের এক সমাবেশে চ্যাভেজ অভিযোগ করেছিলেন, ইসরায়েল তার বিরুদ্ধে ‘তার ভেনেজুয়েলীয় বিরোধীদের অর্থায়ন’ করছে। মোসাদ সদস্যরা তাকে হত্যার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছিলেন।

গত মাসে গুইদো নিজেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ঘোষণা করার পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও বেশ কয়েকটি ইউরোপীয় দেশের পাশাপাশি ইসরায়েলও তাকে সমর্থন জানায়। এবার গুইদো ইসরায়েলের সঙ্গে ভেনেজুয়েলার তিক্ততা কাটিয়ে সম্পর্ক পুনঃস্থাপনের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার ইসরায়েলি সংবাদপত্র হায়োমকে দেওয়া সাক্ষাৎকারে গুইদো বলেন, ‘প্রথমে আমরা সম্পর্ক পুনঃস্থাপন করব, এরপর আমরা ইসরায়েলে একজন রাষ্ট্রদূত নিয়োগ দেব। আমরা খুব করে আশা করি, ইসরায়েল থেকে এখানে একজন দূত নিয়োগ দেওয়া হবে।’ ভেনেজুয়েলার ইসরায়েলি দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে নেওয়া হবে কিনা তা নিয়েও ভাবা হচ্ছে বলে জানান গুইদো। তিনি বলেন, ‘যথাযথ সময়ে সম্পর্ক পুনর্নির্মাণ ও দূতাবাস কোন এলাকায় হবে তার ঘোষণা দেব।’

উল্লেখ্য, গত বছর অনুষ্ঠিত নির্বাচনে জালিয়াতির অভিযোগে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভের সুযোগ নিয়ে ২০১৯ সালের ২৩ জানুয়ারি নিজেকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন দেশটির বিরোধী নেতা হুয়ান গুইদো। বিরোধী নিয়ন্ত্রিত জাতীয় পরিষদ মাদুরোকে দ্বিতীয় মেয়াদে ‘অবৈধ ঘোষণা’র পরই ওই পদক্ষেপ নেন তিনি। গুইদোর দাবি,প্রেসিডেন্ট অবৈধ ঘোষিত হওয়ার পর জাতীয় পরিষদ প্রধান হিসেবে সাময়িকভাবে দায়িত্বগ্রহণের সাংবিধানিক এখতিয়ার তার আছে। কয়েক মিনিটের মাথায় তাকে ‘স্বীকৃতি’ দেয় যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত ২০টির বেশি দেশ যুক্তরাষ্ট্রকে অনুসরণ করেছে। তবে দুই শক্তিধর দেশ রাশিয়া ও চীনের সমর্থন রয়েছে মাদুরোর প্রতি। সেনাবাহিনী ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোরও সমর্থন পেয়েছেন তিনি।

/এফইউ/
সম্পর্কিত
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
সর্বশেষ খবর
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী