X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

হামিদ কারজাইয়ের রাজনৈতিক জমায়েত লক্ষ্য করে হামলা

বিদেশ ডেস্ক
০৭ মার্চ ২০১৯, ১৭:১১আপডেট : ০৭ মার্চ ২০১৯, ১৭:১৮
image

আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের একটি রাজনৈতিক জমায়েত লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন ওই জমায়েতে সাবেক প্রেসিডেন্টসহ দেশটির প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কাবুলের পশ্চিমাঞ্চলে বিস্ফোরণের খবর পাওয়ার কথা জানিয়েছেন। তবে মন্ত্রণালয়ের আরেকটি সূত্রকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কাবুলে ডিস্ট্রিক্ট ১৮ এলাকার একটি বাড়ি থেকে মর্টার শেল ছোড়া হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত থাকা নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-কে জানিয়েছে, বিস্ফোরণে অন্তত সাতজন নিহত ও দশজন আহত হয়েছে। এখন পর্যন্ত ওই হামলার দায় কেউ স্বীকার করেনি।

হামলাস্থলে সতর্ক প্রহরায় আফগান নিরাপত্তা বাহিনী
কাবুলে সর্বশেষ বড় হামলার ঘটনা ঘটে এ বছরের জানুয়ারিতে। কঠোর নিরাপত্তা বেষ্টিত গ্রিন ভিলেজ এলাকায় চালানো ওই গাড়ি বোমা হামলার দায় স্বীকার তালেবান। আফগানিস্তানের সোয়াত উপত্যকায় ভারী তুষারপাতের কারণে এবছরে দেশটিতে সহিংসতা কমে আসে। শীতের তীব্রতা কমে আসার পর দেশটিতে আবারও সহিংসতার উত্তাপ ছড়াতে শুরু করেছে। ১৮ বছর ধরে আফগান যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে কাতারে আলোচনা অব্যাহত থাকার মধ্যে বৃহস্পতিবারের হামলার ঘটনা ঘটলো।

কাবুলের অ্যাম্বুলেন্স সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ অসীম মার্কিন বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, বিস্ফোরণে আহত পাঁচ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে আরও অ্যাম্বুলেন্স রয়েছে আহতদের বহনের জন্য।

ঘটনাস্থলে উপস্থিত থাকা নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র এপিকে জানায়, বিস্ফোরণে অন্তত সাতজন নিহত ও দশজন আহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এক নেতার মৃত্যুবার্ষিকীতে মুসালা-ই-মাজারিতে জড়ো হওয়া হাজার হাজার শিয়া মুসলমানকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে থাকতে পারে। হেজব-ই-ওয়াদাত পার্টির নেতা আবদুল আলি মাজারির ২৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এখানে সমবেত হয়েছিলেন কয়েক হাজার সমর্থক।  ১৯৯৫ সালে তালেবান যোদ্ধারা এই নেতাকে আটকের পর হত্যা করে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিনিধি ক্যারোলেট বেলিস কাবুল থেকে জানিয়েছেন, ঘটনাস্থলের দিকে সামরিক যান রওনা দিয়েছে। বড় বড় অনেক নেতা সমবেত হওয়ায় এই জমায়েতে হামলা হতে পারে বলে গত রাতেই আশঙ্কার কথা জানিয়েছিলেন গোয়েন্দারা। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বেলিস জানিয়েছেন, একটি রকেট ছোঁড়ায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এছাড়া সমাবেশস্থলের কাছাকাছি একটি বাড়ি ঘিরে রেখেছে বিশেষ বাহিনীর সদস্যরা। ওই বাড়ি থেকে হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সমাবেশে দেশটির প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহ এবং সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই উপস্থিত থাকলেও হামলার পর অক্ষত রয়েছেন তারা। ঘটনাস্থলে থাকা পররাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন রাব্বানি পরে টুইট বার্তায় বলেন, স্মরণ অনুষ্ঠানে রকেট হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

 

/জেজে/এএ/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
দায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস আজদায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
শাহীনের বোলিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
শাহীনের বোলিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু