X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণ কেন্দ্রে নজর রাখছে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১২ মার্চ ২০১৯, ১৯:৪১আপডেট : ১২ মার্চ ২০১৯, ১৯:৪৬
image

উত্তর কোরিয়ায় নিয়োজিত বিশেষ মার্কিন দূত স্টিফেন বাইগুন দাবি করেছেন, গত মাসে দ্বিপাক্ষিক সম্মেলন ব্যর্থ হওয়ার পরও পিয়ংইয়ং এর সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘কূটনীতি এখনও খুব সতেজ’ আছে। তবে উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে দেশটির তৎপরতার ওপর ওয়াশিংটন নিবিড়ভাবে নজর রাখছে বলে হুঁশিয়ার করেছেন তিনি। সোমবার (১১ মার্চ) ওয়াশিংটনে এক সম্মেলনে এসব কথা বলেন বাইগুন।

স্যাটেলাইট ইমেজে উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণ কেন্দ্রের তৎপরতা
গত বছরের জুনে সিঙ্গাপুরে ট্রাম্প-কিম ঐতিহাসিক বৈঠক শেষে দুই দেশের মধ্যে এক সমঝোতা চুক্তি হয়। যৌথভাবে কোরিয়া উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার ব্যাপারে একমত হন তারা। তবে নিরস্ত্রীকরণের রূপরেখা সুনির্দিষ্ট না হওয়ায় দু’দেশের মধ্যে দর কষাকষি চলছে। এ বছরের শুরু থেকে ট্রাম্প বেশ কয়েকবার কিমের সঙ্গে নতুন বৈঠকের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। গত ২৭ ও ২৮ ফেব্রুয়ারি দুই নেতার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠক হয়। তবে শেষ পর্যন্ত সমঝোতা ছাড়াই শেষ হয় ও সম্মেলন। তবে ওই সম্মেলন সফল না হলেও দুই দেশের কূটনীতি অব্যাহত আছে বলে দাবি করেছেন উত্তর কোরিয়ায় নিয়োজিত বিশেষ মার্কিন দূত বাইগুন। 

কার্নেগি নিউক্লিয়ার কনফারেন্সে দেওয়া বক্তৃতায় বাইগুন দৃঢ় কণ্ঠে বলেন, উত্তর কোরিয়া পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়া সম্পন্ন না করা পর্যন্ত দেশটির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তিনি বলেন, আংশিক পদক্ষেপের জন্য নিষেধাজ্ঞা শিথিল করার মানে হলো উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচিকে ভর্তুকি দেওয়ার শামিল।

গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্রাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) উত্তর কোরিয়ার সোহাই রকেট উৎক্ষেপণ কেন্দ্রের তৎপরতা নিয়ে নতুন প্রতিবেদন প্রকাশ করেছে। শুক্রবারের স্যাটেলাইট চিত্র পর্যালোচনা করে দাবি করা হয়েছে, রকেট উৎক্ষেপণের সম্ভাব্য প্রস্তুতি চলছে।

বাইগুন বলেন, উত্তর কোরিয়ায় কী ধরনের তৎপরতা ধরা পড়েছে তা ওয়াশিংটন জানে না। তিনি সতর্ক করে বলেন, ট্রাম্প প্রশাসন একে ‘খুব গুরুত্ব সহকারে’ নিয়েছে। তবে ‘দুই দেশের কূটনীতি এখনও জীবন্ত আছে’ বলে দাবি করেন বাইগুন।

ট্রাম্প-কিম সম্মেলন ব্যর্থ হওয়ার পর দুই দেশের মধ্যে আর কোনও আলোচনা হয়েছে কিনা কিংবা কবে নতুন আলোচনা হতে পারে সে ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলেননি বাইগুন। 

/এফইউ/
সম্পর্কিত
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী