X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

বছরে ৩০ লাখ টন প্লাস্টিক উৎপাদনের স্বীকারোক্তি কোকা-কোলার

বিদেশ ডেস্ক
১৪ মার্চ ২০১৯, ১৫:৫১আপডেট : ১৪ মার্চ ২০১৯, ১৬:২২

প্রথমবারের মতো নিজেদের বার্ষিক প্লাস্টিক উৎপাদনের পরিমাণ নিয়ে স্বীকারোক্তি দিলো কোমল পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান কোকা-কোলা। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটি জানিয়েছে, বছরে ৩০ লাখ টন প্লাস্টিক উৎপাদন করে তারা। মিনিটে উৎপাদন করা হয় দুই লাখ বোতল।

বছরে ৩০ লাখ টন প্লাস্টিক উৎপাদনের স্বীকারোক্তি কোকা-কোলার সামুদ্রিক প্রাণীকে বিষাক্ত ও আহত করার পাশাপাশি খাদ্যপণ্যে প্লাস্টিকের সর্বব্যাপী উপস্থিতি মানুষের হরমোনের ওপর প্রভাব ফেলছে। এটি জীবন শঙ্কাকারী নানা রোগ ও আগাম বয়ঃসন্ধির একটি বড় কারণ। প্লাস্টিকের অধিক ব্যবহার আমাদের গ্রহের টিকে থাকার চ্যালেঞ্জও বাড়িয়ে তুলছে। এসব দূষণ বন্ধের জন্য লাখ লাখ ডলার ব্যয়ে প্রচারণা শুরু করেছে বিভিন্ন সংগঠন। মার্স, নেসলে, ডানো, কোকা-কোলাসহ ৩১টি প্রতিষ্ঠানকে তাদের প্লাস্টিক উৎপাদনের তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছে পরিবেশকর্মীরা। এর প্রেক্ষিতে আন্দোলনে নেতৃত্ব দেওয়া এলেন ম্যাকআর্থারকে তথ্য সরবরাহ করেছে কোকা-কোলা।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, কোকা-কোলার হিসাব অনুযায়ী বছরে ৫০০ মিলিলিটার আকারের বোতলের উৎপাদন সংখ্যা ১০৮ বিলিয়ন, যা বিশ্বে মোট উৎপাদিত বোতলের এক পঞ্চমাংশের বেশি।

এলেন ম্যাকআর্থার ফাউন্ডেশন জানিয়েছে, বিশ্বের ৩১টি প্রতিষ্ঠান বছরে ৮০ লাখ টন প্লাস্টিক উৎপাদন করে। তবে তাদের সংগঠনের সঙ্গে অঙ্গীকারাবদ্ধ ১৫০টি প্রতিষ্ঠান এখনও তাদের তথ্য সরবরাহ করতে রাজি নয়। এরমধ্যে রয়েছে পেপসি, এইচ অ্যান্ড এম, লরিয়েল, ওয়ালমার্ট, মার্কস অ্যান্ড স্পেন্সারের মতো প্রতিষ্ঠান। তবে এই অবস্থানের কারণে গতবছর অনেক সমালোচিত হয় তারা।

বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এলেন ম্যাকআর্থার ফাউন্ডেশন জানায়, প্রতিষ্ঠানগুলো প্লাস্টিক দূষণ ঠেকাতে যে ভূমিকা নিয়েছে তার মধ্যেই এই তথ্য উন্মোচন নতুন মাত্রার এক স্বচ্ছতা তৈরি করেছে।

সংগঠনটি বলছে, বিশ্বজুড়ে ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সরকারগুলোর অনেক করণীয় রয়েছে। ৩০টির বেশি প্রতিষ্ঠান যে তথ্য উন্মোচনের সিদ্ধান্ত নিয়েছে সেটি স্বচ্ছতা তৈরির এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই। অন্য প্রতিষ্ঠানগুলোকেও তাদের অনুসরণ করার আহ্বান জানাই।

এখন পর্যন্ত প্লাস্টিক দূষণ প্রতিরোধের এই অঙ্গীকারে স্বাক্ষর করেছে ১৫০টি প্রতিষ্ঠান। তাদের লক্ষ্য:

  • অপ্রয়োজনীয় প্লাস্টিক মোড়কজাত বন্ধ করা এবং একবার ব্যবহারের ধারা থেকে বেরিয়ে পুনঃব্যবহারের প্রচলন শুরু করা।
  • ২০২৫ সালের মধ্যে শতভাগ প্লাস্টিকই যেন পুনরায় ব্যবহার ও রিসাইকেল করা যায় সেটা নিশ্চিতে কোনও পদ্ধতির উদ্ভাবন।
  • প্লাস্টিক নিয়ে এমন এক চক্রকার অর্থনীতি তৈরি করতে হবে যেন প্লাস্টিকের পুনরায় ব্যবহার বাড়তে থাকে এবং নতুন মোড়ক সেখান থেকেই তৈরি হয়। বছরে ৩০ লাখ টন প্লাস্টিক উৎপাদনের স্বীকারোক্তি কোকা-কোলার

এলেন ম্যাকআর্থার ফাউন্ডেশনের স্যান্ডার ডেফ্রুউত বলেন, সরকার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো যে পদক্ষেপের পরিকল্পনা প্রকাশ করেছে তা অবশ্যই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি বলেন, ‘এখনও সমস্যার মাত্রা থেকে অনেক দূরে রয়েছেন তারা। বিশেষ করে অপ্রয়োজনীয় বস্তুর নিঃশেষ ও নতুন উদ্ভাবনের মডেলের ক্ষেত্রে। ২০২৫ সালের মধ্যে বৈশ্বিক প্লাস্টিক দূষণ কমিয়ে আনার লক্ষ্যে আমাদের প্রত্যাশার মাত্রাও বাড়তে থাকবে। এছাড়া অঙ্গীকারের চেয়ে বাস্তবায়নই বেশি কঠিন।

প্রথমে যেসব প্রতিষ্ঠানগুলো অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছিল তারা আরও উন্মুক্ত আচরণ করে। কোকা-কোলা ছাড়া অন্যান্য প্রতিষ্ঠানও তাদের তথ্য প্রকাশ করেছিল। নেসলে জানিয়েছে, বছরে ১৭ লাখ টন প্লাস্টিক প্যাকেট উৎপাদন করে তারা। ইউনিলিভার ৬ লাখ ১০ হাজার টন এবং ডানো ৭ লাখ ৫০ হাজার টন প্লাস্টিকের প্যাকেট উৎপাদন করে।

প্লাস্টিক উৎপাদনকারী বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র দুইটি প্রতিষ্ঠান প্লাস্টিক দূষণ প্রতিরোধের এই অঙ্গীকারে স্বাক্ষর করেছে। প্রতিষ্ঠান দুটি হচ্ছে ইনদোরামা ও বোরিয়ালিস। কোনও এয়ারলাইন্স, ফুড চেইন কিংবা হোটেল এখনও পর্যন্ত এই অঙ্গীকারনামায় স্বাক্ষর করেনি।

/এমএইচ/এমপি/
সম্পর্কিত
ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেবে হামাস, আশা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার কর্মকর্তা নিহত
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
সর্বশেষ খবর
ইন্দোনেশিয়ার রুয়াং আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত,সর্বোচ্চ সতর্কতা জারি
ইন্দোনেশিয়ার রুয়াং আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত,সর্বোচ্চ সতর্কতা জারি
ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, ৩ জন গ্রেফতার
ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, ৩ জন গ্রেফতার
রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ২০
রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ২০
লেভার হ্যাটট্রিকে দুইয়ে ফিরেছে বার্সা
লেভার হ্যাটট্রিকে দুইয়ে ফিরেছে বার্সা
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার