X
সোমবার, ২৭ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

পাকিস্তানে আলোচিত মাশাল হত্যা মামলায় আরও দুইজনের যাবজ্জীবন

বিদেশ ডেস্ক
২১ মার্চ ২০১৯, ১৪:০৬আপডেট : ২১ মার্চ ২০১৯, ১৪:১০
image

পাকিস্তানে ব্লাসফেমির গুজবেশিক্ষার্থী মাশাল খানকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও দুইজনকে দোষী সাব্যস্ত করেছে সেদেশের সন্ত্রাস দমন আদালত। বুধবার (২০ মার্চ) ওই দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) এর তেহসিল কাউন্সির আরিফ খানও রয়েছেন। এদিন সাবির মায়ার ও ইজহার নামে অপর দুই সন্দেহভাজনকে খালাস দিয়েছে আদালত। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

মাশাল খান
আব্দুল ওয়ালি খান বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থী ছিলেন মাশাল। ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগে ২০১৭ সালের ১৩ এপ্রিল তাকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ২০১৭ সালের জুনে ১৩ সদস্যের যৌথ তদন্ত দল তাদের প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে বলা হয়,মাশালের বিরুদ্ধে ধর্ম অবমাননার যে অভিযোগ তোলা হয়েছে তা ভিত্তিহীন। একে ব্যবহার করে মাশালের বিরুদ্ধে জনগণকে উসকে দেওয়া হয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানে ব্লাসফেমি আইনের অপব্যবহার নিয়ে প্রশ্ন ওঠে। ৫ মাসেরও বেশি সময় ধরে আদালতে শুনানি চলার পর ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি একজনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

ওই বিচার কার্যক্রম চলার সময় আরও চার অভিযুক্ত আদালতে অনুপস্থিত ছিল। বুধবার নতুন করে তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করে সন্ত্রাস দমন আদালত। বিচারপতি মেহমুদুল হাসান খাত্তাক এদিন আরিফ খান ও আসাদ নামে দুই অভিযুক্তের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করে। আর দুইজনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।

এর আগে গত বছরের ৭ ফেব্রুয়ারি আদালত প্রধান আসামী আমরান আলির বিরুদ্ধে দুটি মৃত্যুদণ্ড ঘোষণা করে। এর মধ্যে পাকিস্তান পেনাল কোডের ৩০২ (বি) ধারায় একটি এবং এন্টি টেরোরিজম অ্যাক্ট-এর ৭(১)(এ) ধারায় একটি মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। আর বিলাল বাখশ, ফজল-ই-রাজিক, মুজিবুল্লাহ, ইশফাক খান এবং মুদাচ্ছির বশির এ পাঁচজনের বিরুদ্ধে  ঘোষণা করা হয় যাবজ্জীবন কারাদণ্ড।

হত্যার আগে মাশালের বিরুদ্ধে ফেসবুকে ধর্ম অবমাননাকর পোস্ট দেওয়ার গুজব ছড়ানো হয়। গুজব সৃষ্টিকারীরা প্রচার করতে থাকেন, ধর্ম অবমাননা হলেও এ ঘটনায় পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। সেই গুজবের জেরেই গণপিটুনিতে মাশালকে হত্যা করা হয়। অভিযুক্তদের বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মচারী।

ওয়ালি খান বিশ্ববিদ্যালয়ের অধিকার প্রশ্নে সরব ছিলেন মাশাল খান। নবনিযুক্ত ভিসিকেও চ্যালেঞ্জ জানিয়েছিলেন তিনি। যৌথ তদন্ত দলের প্রতিবেদনে বলা হয়,মাশালকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পাখতুন স্টুডেন্টস ফেডারেশন (পিএসএফ) এর প্রেসিডেন্ট সাবির মায়ার এবং ওয়ালি খান বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির প্রেসিডেন্ট আজমল এ পরিকল্পনা করেছেন বলে অভিযোগ করা হয়। তবে বুধবার সাবির মায়ার অভিযোগ থেকে নিষ্কৃতি পেয়েছেন।

/এফইউ/
সম্পর্কিত
আর্মেনিয়া সীমান্তের চারটি গ্রাম নিয়ন্ত্রণে নিলো আজারবাইজান
লোকসভা নির্বাচন: ষষ্ঠ দফায় ৫৮টি আসনে ভোটগ্রহণ চলছে
৪৮ ডিগ্রি ছাড়ালো রাজস্থানের তাপমাত্রা, ৯ জনের মৃত্যু
সর্বশেষ খবর
‘গম্ভীর বলেছিলেন, আমরা ট্রফি উঁচিয়ে ধরলেই সবচেয়ে বেশি খুশি হবো’
‘গম্ভীর বলেছিলেন, আমরা ট্রফি উঁচিয়ে ধরলেই সবচেয়ে বেশি খুশি হবো’
যুক্তরাজ্যের এমপি হতে লেবারের হয়ে লড়বেন আরেক ব্রিটিশ বাংলাদেশি
যুক্তরাজ্যের এমপি হতে লেবারের হয়ে লড়বেন আরেক ব্রিটিশ বাংলাদেশি
ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে চট্টগ্রামের ১২ হাজার মানুষ
ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে চট্টগ্রামের ১২ হাজার মানুষ
ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির আরও অভিযোগ দুদকে
ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির আরও অভিযোগ দুদকে
সর্বাধিক পঠিত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
কখন উপকূল অতিক্রম করতে পারে ‘রিমাল’?
কখন উপকূল অতিক্রম করতে পারে ‘রিমাল’?
ধানমন্ডিতে হকারদের সড়ক অবরোধ
ধানমন্ডিতে হকারদের সড়ক অবরোধ