X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

আদালতে আত্মবিশ্বাসী অ্যাসাঞ্জ

বিদেশ ডেস্ক
১১ এপ্রিল ২০১৯, ২১:০৫আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ২১:২০

গ্রেফতারের পর উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে আদালতে নেওয়া হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাকে আদালতে হাজিরের খবর নিশ্চিত করেছে। জামিন শর্ত ভঙ্গকে কারণ দেখিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আদালতে হাজিরের পর তার বিরুদ্ধে এ সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির এক পর্যায়ে অ্যাসাঞ্জকে নার্সিসিস্ট আখ্যা দেন বিচারক।

পুলিশের গাড়িতে থাকা অবস্থায় সংবাদকর্মীদের উদ্দেশে হাত নাড়েন অ্যাসাঞ্জ

২০১২ সালের জুন থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। ৪ এপ্রিল (বৃহস্পতিবার) উইকিলিকসের টুইটে বলা হয়,ইকুয়েডর সরকারের উচ্চ পর্যায়ের দুইটি সূত্র থেকে তারা নিশ্চিত হয়েছে যে কয়েক ঘণ্টা থেকে কয়েক দিনের মধ্যে অ্যাসাঞ্জকে দূতাবাস থেকে তাড়ানো হতে পারে। সেই ধারাবাহিকতায় রাজনৈতিক আশ্রয় প্রত্যাহার করে বৃহস্পতিবার তাকে ব্রিটিশ পুলিশের হাতে তুলে দেয় ইকুয়েডর।

গ্রেফতারের পর অ্যাসাঞ্জকে লন্ডনের ওয়েস্ট মিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, সে সময় কালো স্যুট পরিহিত অ্যাসাঞ্জের চুল ছিল পেছনে বাধা। সাদা দাড়ি মুখে আদালতে হাজির হয়ে সংবাদমাধ্যমের দিকে তাকিয়ে অভিবাদনমূলক চিহ্ন দেখান তিনি। সেসময় তাকে আত্মবিশ্বাসী দেখায়।

এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে লন্ডনের ইকুয়েডর দূতাবাস থেকে তাকে গ্রেফতার করা হয়। ২০১২ সালের জুন থেকে লন্ডন দূতাবাসে থাকা অ্যাসাঞ্জের রাজনেতিক আশ্রয় বাতিল করে পুলিশ ডেকে নিয়ে তাকে ধরিয়ে দেন ইকুয়েডরের রাষ্ট্রদূত। পরে লন্ডন পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রত্যার্পণ অনুরোধ পাওয়ার পর গ্রেফতার করা হয়েছে তাকে। 

জামিন শর্ত ভঙ্গের অভিযোগে অনুষ্ঠিত শুনানিতে অ্যাসাঞ্জের আইনজীবী বলেন, ২০১২ সালে অ্যাসাঞ্জ আবারও আত্মসমর্পণ করে জামিন আবেদন করেননি কারণ তিনি কখনোই ন্যায়বিচার পাননি। আর সেকারণেই তিনি ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয় চাইতে বাধ্য হয়েছেন। তবে বিচারক আইনজীবীর এই বক্তব্যের বিরোধিতা করে অ্যাসাঞ্জকে নার্সিসিস্ট আখ্যা দেন। বলেন এই নার্সিসিস্ট নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারেনি।

উল্লেখ্য, যে মানুষেরা নিজেদের বাইরে আর কিছু্‌ই চিন্তা করতে পারে না, তাদের ক্ষেত্রে নার্সিসিজম ধারণাটি ব্যবহার করা হয়ে থাকে। নার্সিসিজম ধারণার উৎপত্তি গ্রিক পুরাণে। গ্রিক পুরাণের সর্বোচ্চ সৌন্দর্যের অধিকারী পুরুষদের অন্যতম ছিল নার্সিসাস। তবে সে নিজের এই সৌন্দর্যে বিমুগ্ধ ছিলো, যে কাউকেই নিজের যোগ্য মনে করতো না। নিজের বাইরে সে অন্য কিছু দেখতেও সক্ষম ছিল না।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
সর্বশেষ খবর
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের