X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

নাগরিকত্ব নিয়ে রাহুলকে নোটিস ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

বিদেশ ডেস্ক
৩০ এপ্রিল ২০১৯, ১৫:১৬আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ১৫:২১

ভারতের লোকসভা নির্বাচনের মধ্যেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে ব্যাখ্যা চেয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইতোমধ্যেই রীতিমতো নোটিস পাঠিয়ে দুই সপ্তাহের মধ্যে তাকে বিষয়টি পরিষ্কার করতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নাগরিকত্ব নিয়ে রাহুলকে নোটিস ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর দাবি, লন্ডনের একটি কোম্পানির ডিরেক্টর হিসাবে নাম রয়েছে রাহুলের। কোম্পানির নথিতে নিজেকে ব্রিটিশ নাগরিক ঘোষণা করেছেন তিনি। তার ভিত্তিতেই রাহুলের নাগরিকত্ব নিয়ে অভিযোগ তোলেন ওই বিজেপি নেতা। তার অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার রাহুলকে নোটিস পাঠায় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নোটিসে নাগরিকত্ব বিভাগের কর্মকর্তা বি সি যোশী বলেন, সুব্রহ্মণ্যম স্বামী একটি বক্তব্য সামনে এনেছেন। তিনি বলেছেন, যুক্তরাজ্যে ২০০৩ সালে ব্যাক আপস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল। যার ঠিকানা ৫১ সাউথ গেট স্টিট। আর আপনি সেই কোম্পানির একজন কর্মকর্তা। সেখানে আপনি নিজের জন্ম তারিখ ১৯৭০ সালের ১৯ জুন বলেছেন। নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে উল্লেখ করেছেন। ২০০৫ সালের ১০ অক্টোবর থেকে ২০০৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত এই কোম্পানির আয়কর আয়কর রিটার্নও জমা পড়েছে। তাই আপনাকে অনুরোধ করা হচ্ছে, এ ব্যাপারে কী তথ্য আপনার কাছে রয়েছে তা আমাদের জানান।

চিঠিতে বলা হয়েছে আগামী ১৫ দিনের মধ্যেই রাহুলকে নিজের অবস্থান স্পষ্ট করতে হবে। ২০১৫ সাল থেকেই বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী রাহুলের বিরুদ্ধে এই অভিযোগ তুলে আসছেন।

এবারের লোকসভা নির্বাচনে দুইটি আসন থেকে প্রার্থী হয়েছেন রাহুল। এর মধ্যে কেরালার ওয়ানড় কেন্দ্রে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অমেঠীর ভোট এখনও বাকি আছে। সূত্র: এনডিটিভি, নিউজ ১৮।

/এমপি/
সম্পর্কিত
ভারতীয় পর্যটন প্রচারের আকর্ষণ এখন ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমান
দালাই লামার উত্তরসূরি, চীন-ভারত সংঘাত আর একটি সোনার কৌটো
ভারতে চালু হতে চলেছে মোবাইল ভোটিং 
সর্বশেষ খবর
যুবদল নেতার ওপর হামলা: চিলমারী বিএন‌পির দুই নেতা‌কে অব‌্যাহ‌তি
যুবদল নেতার ওপর হামলা: চিলমারী বিএন‌পির দুই নেতা‌কে অব‌্যাহ‌তি
সমস্যা মানেই অসুখ নয়: মেডিক্যালাইজেশন কি বাংলাদেশের নতুন ব্যাধি?
সমস্যা মানেই অসুখ নয়: মেডিক্যালাইজেশন কি বাংলাদেশের নতুন ব্যাধি?
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের নিশ্চয়তা চায় হামাস
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের নিশ্চয়তা চায় হামাস
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল