X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

‘ফণী’ আতঙ্কে আট লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিচ্ছে ভারত

বিদেশ ডেস্ক
০২ মে ২০১৯, ১৫:১৮আপডেট : ০২ মে ২০১৯, ১৭:২৯

বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ফণী’ নিয়ে বাংলাদেশের পাশাপাশি উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছেন ভারতের উপকূলীয় এলাকার মানুষ। ঝড়টি ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে আট লাখের বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিচ্ছেন কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

‘ফণী’ আতঙ্কে আট লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিচ্ছে ভারত

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ঝড়টির অবস্থান ছিল ওই উপকূল থেকে ৪৫০ কিলোমিটার দূরে। শুক্রবার বিকালের পর এটি ওড়িশার পুরী শহরের দক্ষিণ উপকূলে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফণী আঘাত হানার আশঙ্কায় ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চল রেলওয়ের ৪৩টির বেশি ট্রেনের যাত্রা বাতিলের ঘোষণা দিয়েছেন কর্তৃপক্ষ। আগামী দুইদিন এসব ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে ওড়িশা ও পশ্চিমবঙ্গে ত্রাণবাহী গাড়ি ও ট্রেন প্রস্তুত রাখা হয়েছে। রেলওয়ের পক্ষ থেকে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

উপকূলীয় এলাকা থেকে পর্যটকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলের মধ্যেই সৈকত শহর পুরী ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে পর্যটকদের। নিতান্ত প্রয়োজন না হলে শনিবার পর্যন্ত কোনও পর্যটক যাতে পুরী এলাকায় না যান, সে ব্যাপারেও অনুরোধ করা হয়েছে।

ঝড়ে রেললাইনের ক্ষয়ক্ষতি হলে তা যেন দ্রুত মেরামত করা যায় সেজন্য বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। কোনও জায়গায় যদি রিলিফ ট্রেন পাঠাতে হয় সে ব্যবস্থাও করে রাখা হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে ওড়িশা সরকারের আবেদনের ভিত্তিতে রাজ্যের উপকূলবর্তী ১১ জেলা থেকে লোকসভা নির্বাচনের জন্য নির্ধারিত নির্বাচনি আচরণবিধি তুলে দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন সংক্রান্ত কর্মকাণ্ডে যেন ব্যাঘাত না ঘটে তা নিশ্চিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
লোকসভা নির্বাচন: বিপুল ভোটে জিততে যে পরিকল্পনা মোদি ও বিজেপির
লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট দিলেন মোদি
ভারতে আজ তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে
সর্বশেষ খবর
‘মোবাইলে দেখেন, ভারতের মানুষের দিনে ইনকাম কত আর আমাদের কত’
‘মোবাইলে দেখেন, ভারতের মানুষের দিনে ইনকাম কত আর আমাদের কত’
রাষ্ট্রপতি পেলেন ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা স্মার্ট এনআইডি
রাষ্ট্রপতি পেলেন ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা স্মার্ট এনআইডি
৫৫ লাখ টাকায় এসেছিল আর্জেন্টিনা, এবার আনা হলো না যে কারণে
৫৫ লাখ টাকায় এসেছিল আর্জেন্টিনা, এবার আনা হলো না যে কারণে
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র