X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

মোদির রাজনৈতিক ধ্যান!

বিদেশ ডেস্ক
১৯ মে ২০১৯, ১৫:৫১আপডেট : ১৯ মে ২০১৯, ১৭:০৮

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ধ্যান নিয়ে রাজনীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আবারও নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) বা সিপিআইএম। দলটির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি অভিযোগ করেছেন যে, নির্বাচনের আগের দিন কেদারনাথ মন্দিরে মোদির সফর নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন।

মোদির রাজনৈতিক ধ্যান! টুইটারে দেওয়া এক পোস্টে সীতারাম ইয়েচুরি বলেন, ধর্ম ব্যক্তিগত বিশ্বাসের বিষয়। নির্বাচন কমিশন বার বার বলেছে যে, ভোট লাভের হাতিয়ার হিসেবে ধর্মকে ব্যবহার করা যাবে না। কিন্তু ভোটের আগে টিভি চ্যানেলগুলোতে মোদিকে কেদারনাথ মন্দিরে ধর্মীয় কার্যকলাপের দৃশ্যে দেখা গেছে। এর মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা বন্ধ হওয়ার পরও আচরণবিধি লঙ্ঘন করেছেন। নির্বাচন কমিশন সব দেখেও ঘুমের মধ্যে রয়েছে!

রবিবার ভারতের লোকসভা নির্বাচনে শেষ দফায় ভোটাভুটির আগের দিন শনিবার ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ হাজার ফুট উঁচুতে অবস্থিত কেদারনাথ মন্দিরে ধ্যানে বসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংবাদমাধ্যমের ছবিতে এ সময় তার পরনে যে পোশাক দেখা যায় তা মূলত নোবেলজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পছন্দের পোশাক। আর তার মাথায় ছিল হিমাচলের ঐতিহ্যবাহী কিন্নরী টুপি। এই হিমাচল প্রদেশের চারটি আসনে মঙ্গলবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত পশ্চিমবঙ্গ এবারের নির্বাচনে বড় ফ্যাক্টর। যেখানে কদিন আগেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙ্গে সমালোচনার জন্ম দিয়েছিল বিজেপি।

ভারতের বিরোধী দলগুলোর অভিযোগ, রবিবারের নির্বাচনকে সামনে রেখে শুক্রবার থেকেই বন্ধ রয়েছে নির্বাচনি প্রচার-প্রচারণা। কিন্তু কেদারনাথ মন্দির সংলগ্ন গুহায় ধ্যানকে হাতিয়ার করে এ সময়ে টিভি পর্দায় হাজির হয়েছে মোদি। এর মধ্য দিয়ে তিনি ভোটারদের একটা ভিন্ন বার্তা দিতে চেয়েছেন। ধ্যান শুরুর আগেই ধ্যানের দৃশ্য ধারণে সেখানে ক্যামেরা সেট করেছেন তিনি। আর সেটাই টিভি পর্দায় দেখিয়ে নিজেকে ধার্মিক হিসেবে প্রমাণের চেষ্টা করেছেন তিনি। আর এর মধ্য দিয়ে নির্বাচন কমিশনকে পাশ কাটিয়ে নির্বাচনি প্রচারণার সময়সীমা শেষ হওয়ার পরও কৌশলে নিজের প্রচার চালিয়ে গেছেন তিনি।

২০১৪ সালে ক্ষমতায় আসার পর শনিবার সকালে চতুর্থবারের মতো কেদারনাথ পরিদর্শনে যান মোদি। এদিন সকাল সাড়ে ৯টায় তাকে বহনকারী হেলিকপ্টার  মন্দির এলাকায় অবতরণ করে। শনিবার টুইটারে দেওয়া পোস্টে কেদারনাথকে সুমহান পর্বতমালা হিসেবে উল্লেখ করেন তিনি।

কেদারনাথ মন্দিরে পূজা দেওয়ার পর প্রায় দুই কিলোমিটার পর্বোতাহরণ করে সেখানকার গুহায় পৌঁছান মোদি। পাহাড়ি পথ বেয়ে ছাতা ও লাঠি নিয়ে ওপরে উঠতে থাকা মোদির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই গুহায় রাতভর ধ্যানমগ্ন থাকার পর রবিবার সেখান থেকে বেরিয়ে আসেন তিনি।

রবিবার ভারতে সপ্তদশ লোকসভা নির্বাচনে সপ্তম ও শেষ দফায় ভোট দেওয়া শুরু করেছেন ১০ কোটি ১৭ লাখেরও বেশি ভোটার। আটটি রাজ্যের ৫৯ আসনে মোট ৯১৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন তারা। রবিবারের নির্বাচনে উত্তর প্রদেশের বারানসি আসন থেকে পুনর্নির্বাচিত হওয়ার জন্য লড়ছেন মোদি। সূত্র: দ্য টেলিগ্রাফ।

/এমপি/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত
নিজ্জার হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ