X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

টানা দ্বিতীয়বারের মতো বিরোধী দলীয় নেতা পাচ্ছে না লোকসভা

বিদেশ ডেস্ক
২৪ মে ২০১৯, ১২:৩৫আপডেট : ২৪ মে ২০১৯, ১২:৫৭

২০১৪ সালের ১৬তম লোকসভার মতো এবারও টানা দ্বিতীয়বারের মতো বিরোধী দলের নেতা বঞ্চিত থাকতে যাচ্ছে ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ। বৃহস্পতিবার ঘোষিত ফল অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন জোটের বড় জয়ের পর দ্বিতীয় একক বড় হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে কংগ্রেস। তারা পেতে যাচ্ছে  ৫১টি আসন। ৫৪২ আসনের লোকসভায় বিরোধী নেতা নির্বাচন করতে হলে কোনও দলের অন্তত ৫৫টি আসন থাকা দরকার। সেই হিসেবে কংগ্রেস থেকে বিরোধী দলীয় নেতা নির্বাচনে আরও ৪ আসনের দরকার হলেও তা সম্ভবত পাচ্ছে না দলটি। ভারতের পার্লামেন্ট ভবন (পুরনো ছবি)

ভারতে বিরোধী দলীয় নেতা একটি সাংবিধানিক নিয়োগ। কেন্দ্রীয় পর্যবেক্ষক কমিশন, কেন্দ্রীয় তথ্য কমিশন, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন এবং ন্যাশনাল জুডিশিয়াল নিয়োগ কমিশনের অংশ এই বিরোধী দলীয় নেতা। পার্লামেন্টের নিয়ম অনুযায়ী, বিরোধী দলীয় নেতা নিয়োগ পেতে হলে পার্লামেন্টে অন্তত দশ শতাংশ বা ৫৫টি আসন থাকতে হয়।

তবে বৃহস্পতিবার ঘোষিত ফল অনুযায়ী কোনও দলই ওই সংখ্যক আসন পাচ্ছে না। ৫১টি আসন পেয়ে কংগ্রেসই বৃহত্তম বিরোধী দল হতে যাচ্ছে। অন্যদিকে ৩০৩ আসনে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হতে যাচ্ছে ক্ষমতাসীন বিজেপি।

২০১৪ সালে বিজেপি পেয়েছিল ২৮২ আসন। মিত্রদের নিয়ে তাদের আসন দাড়ায় ৩৩৬-এ। সেবার ইতিহাসের সবচেয়ে খারাপ ফল করে ভারতের সবচেয়ে পুরনো দল কংগ্রেস।

জওহরলাল নেহরু ও রাজিব গান্ধী প্রধানমন্ত্রী থাকার সময়ে পার্লামেন্টে কোনও বিরোধী দলীয় নেতা ছিল না। ১৯৮৪ সালে রাজিব গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার সময়ে কংগ্রেস পেয়েছিল ৪০৪ আসন। প্রয়োজনের চেয়ে তিন আসন কম পেয়েও তখন বিরোধী দলীয় নেতা হয়েছিলেন তেলেগু দেশম পার্টির (টিডিপি’র) প্রধান। ২০১৪ সালে ৪৪ আসনে জয় পেয়ে বিরোধী দলীয় নেতার পদ দাবি করতে টিডিপির উদাহরণ হাজির করেছিল কংগ্রেস। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছিলেন স্পিকার।

লোকসভায় বিরোধী দলীয় নেতা না থাকলেও পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় ৬৭ প্রতিনিধি নিয়ে বিরোধী দলে ছিল কংগ্রেস। সাবেক কেন্দ্রীয় মন্ত্রী গুলাম নবি আজাদ ছিলেন রাজ্যসভায় বিরোধী দলীয় নেতা আর বিজেপি নেতা অরুন জেটলি ছিলেন রাজসভার নেতা।  ২০০৯ সালের পার্লামেন্ট রাজ্যসভায় বিরোধী দলীয় নেতা ছিলেন অরুন জেটলি।

/জেজে/
সম্পর্কিত
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
বাংলাদেশে পাচারের আগে আড়াই কোটি রুপির হেরোইন জব্দ
ভারত-বাংলাদেশ সম্পর্কে নাটকীয় উন্নতি হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৩৩ পদাতিক ডিভিশন
সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৩৩ পদাতিক ডিভিশন
লিগ পারফরম্যান্সের পুরস্কার পেলেন তৈয়ব
জুনিয়র এএইচএফ কাপ হকিলিগ পারফরম্যান্সের পুরস্কার পেলেন তৈয়ব
লালবাগে নারীর মরদেহ উদ্ধার
লালবাগে নারীর মরদেহ উদ্ধার
ঢেউয়ের আঘাতে ছিটকে পড়ে সাগরে নিখোঁজ জেলে
ঢেউয়ের আঘাতে ছিটকে পড়ে সাগরে নিখোঁজ জেলে
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’