X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ভারতের ভোপালে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির

বিদেশ ডেস্ক
০২ জুন ২০১৯, ১৮:১৫আপডেট : ০২ জুন ২০১৯, ২০:৪৬

মুসলমানদের পবিত্র রমজান মাসের জুময়াতুল বিদা’র নামাজের সময় সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির গড়েছে ভারতের ভোপালের বাসিন্দারা। রমজান মাসের শেষ শুক্রবারের নামাজ পড়তে সেখানকার চকবাজার এলাকার জামে মসজিদে জড়ো হয়েছিলেন হাজার হাজার মুসলিম ধর্মাবলম্বী। মসজিদের জায়গায় তাদের স্থান সংকুলান না হওয়ায় বাইরেও দাঁড়িয়ে পড়েন অনেকে। এ সময় এগিয়ে আসেন বাজারের হিন্দু ব্যবসায়ীরা। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, দোকানে নামাজ পড়ার জায়গা করে দেওয়ার পাশাপাশি দোকানের বাইরে মাদুর বিছিয়ে নামাজের সুযোগও করে দেন তারা। ভারতের ভোপালে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির

ভোপালের চকবাজার এলাকার জামে মসজিদের সামনে শুক্রবার দুপুরে জড়ো হন হাজার হাজার মুসলিম। মসজিদের ভেতরে ও বাইরে ভরে যাওয়ার পরও বহু মানুষ নামাজের জন্য অপেক্ষায় ছিলেন। অবস্থা দেখে নিজেদের দোকান ও দোকানের সামনের জায়গা নামাজ পড়ার জন্য ছেড়ে দেন স্থানীয় হিন্দু ব্যবসায়ীরা। নামাজ আদায়ে যেন অসুবিধা না হয়, সেদিকেও খেয়াল ছিল তাদের। নামাজের জন্য নির্ধারিত ওই সময়কালে ক্রেতাসাধারণের প্রবেশাধিকার সংরক্ষিত রাখা হয়।

বিকাশ আগারওয়াল নামে এক স্থানীয় এক কাপড় ব্যবসায়ী জানান, গত কয়েক বছরে এই প্রথা চলে আসছে ভোপালে। তিনি বলেন, এটা পবিত্র মাস আর আমরা মুসলমানদের নামাজের জন্য আমাদের দোকান আর জায়গা ছেড়ে দেই। তিনি বলেন, ভোপালবাসী দীর্ঘপথ পাড়ি দিয়ে এসেছে আর এখন আমরা শান্তিপূর্ণভাবে বাঁচা শিখেছি।

জুয়েলার্স ব্যবসায়ী অলক মিত্তাল বলেন, রমজানে মুসলিমরা যখন রোজার রাখেন, তখন এটাই আমাদের কর্তব্য হয়ে দাঁড়ায়। ‘আমরা তাদের জন্য মাদুরও বিছিয়ে দিয়েছি, যাতে তারা নির্বিঘ্নে নামাজ পড়তে পারেন’- বলেন পাইকারি কাপড় বিক্রেতা জিতেন্দ্র জৈন।

এই এলাকার দোকান মালিক শীতল প্রসাদ সোনি বলেন, মুসলিমদের প্রথা আমরা ভালোভাবেই জেনে গেছি। আর সে কারণেই আমরা এখানে বছরের পর বছর সহাবস্থান করতে পারি। তিনি বলেন, দীপাবলি উৎসবের সময় মুসলমান বন্ধুরা আমাদের কাছে আসে, আমরা ঈদের সময় তাদের কাছে যাই। তিনি জানান, এটা চকবাজারের প্রথা হয়ে গেছে।

শহরের কাজী সৈয়দ মুসতাক আলী নাকভি বলেন, প্রায় প্রতিটি মসজিদেই মুসলমানরা শান্তিপূর্ণভাবে নামাজ পড়েছেন।

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
সর্বশেষ খবর
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ও প্রচারণা
প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ও প্রচারণা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা