X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

৮৫ রোগীকে বিষ প্রয়োগে হত্যার দায়ে জার্মান নার্সের যাবজ্জীবন কারাদণ্ড

বিদেশ ডেস্ক
০৬ জুন ২০১৯, ২২:৩০আপডেট : ০৬ জুন ২০১৯, ২২:৩৬
image

গোপনে বিষাক্ত ইঞ্জেকশন প্রয়োগ করে রোগীকে সংকটজনক অবস্থায় ঠেলে দিতো নার্স নিলস হোগেল। এরপর তাদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা করার অভিনয় করতো। সহকর্মীদের সামনে নিজেকে নায়ক প্রমাণ করতে এভাবেই শত শত রোগীকে হত্যা করেছে হোগেল। ৮৫ জনকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ার পর দ্বিতীয়বারের মতো যাবজ্জীবন সাজা দেওয়া হলো তাকে। এরআগে ২০০৫ সালে অপর এক মামলায় ২ রোগীকে হত্যাসহ বহু রোগীকে হত্যাচেষ্টার অভিযোগে তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছিল।

৮৫ রোগীকে বিষ প্রয়োগে হত্যার দায়ে জার্মান নার্সের যাবজ্জীবন কারাদণ্ড

হোগেল যে হাসপাতালেই কাজ করতেন সেখানেই রোগী মৃত্যুর সংখ্যা বেড়ে যেত। অন্যদিকে আবার মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসার হারও হয়ে যেত অস্বাভাবিক। তদন্তে দেখা গেছে, ২০০১ সালে নে ওল্ডেনবুর্গ ক্লিনিকে কর্মরত থাকা অবস্থায় সেখানকার কর্মীরা মৃতের সংখ্যা হঠাৎ করে বেড়ে যাওয়া ও মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা রোগীর সংখ্যা বেড়ে যাওয়া নিয়ে বৈঠক করেছিল। তবে ওই ব্যাপারে কেউ পুলিশের কাছে কোনো অভিযোগ করেননি। ফলে বিপদ টের পেয়ে হোগল সহজেই ওল্ডেনবুর্গ ক্লিনিক ছেড়ে ডেলমেনহোর্স্ট ক্লিনিকে চলে যাওয়ার সুযোগ পায়। সেখানেও যথারীতি সে যে শিফ্টে কাজ করতো সেই সময় রোগীদের মৃত্যুর হার বেড়ে যায়। জার্মান ম্যাগাজিন ‘দের স্পিজেল’র খবর অনুযায়ী,  একদিন হোগেল কক্ষে থাকা অবস্থায় কিছুক্ষণ আগেও স্থিতিশীল এক রোগীর হঠাৎ করেই ‘হার্টবিট’ অনিয়মিত হতে শুরু করলে অন্য একজন নার্সের সন্দেহ হয় এবং তিনি ময়লার ঝুড়িতে ওষুধের খালি বোতল খুঁজে পান; রোগীকে বিষ দিয়ে এভাবেই  ধরা পড়ে হোগেল।

নিজের দীর্ঘ ক্যারিয়ারে এভাবে হোগেল প্রায় একশ রোগীকে হত্যা করেছে বলে আভিযোগ আছে। বৃহস্পতিবার ওল্ডেনবুর্গ জেলা আদালত হোগেলকে ৮৫ রোগী হত্যার অভিযোগে দোষীসাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। একইসঙ্গে আজীবনের জন্য তাকে নার্সিং পেশায় নিষিদ্ধ করা হয়েছে। রায় ঘোষণার সময় বিচারক সেবাস্টিয়ান বুহর্ম্যান বলেন, “আপনার অপরাধের প্রকৃত চিত্র তুলে ধরা অসম্ভব। আপনি যা করেছেন মানুষের পক্ষে সেগুলো কল্পনা করাও কঠিন।”রায় ঘোষণার এক দিন আগে আদালতে নিজের হাতে নিহত রোগীর স্বজনদের কাছে ক্ষমা চেয়ে তাকে ‍মাফ করে দেওয়ার অনুরোধ করে হোগেল।

হোগেলের অপরাধের ব্যাপকতা সম্পর্কে জানতে ২০১৪ সালে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটির অনুসন্ধানে ভয়ঙ্কর ফলাফল পাওয়া যায়। তদন্ত প্রতিবেদনে বলা হয়,  ১৯৯৯ থেকে ২০০৫ সালের মধ্যে হোগেল ওল্ডেনবুর্গ ক্লিনিকে ৩৮ জনকে এবং ডেলমেনহোর্স্টে ৬২ জনের বেশি রোগীকে হত্যা করেছে। তদন্ত কর্মকর্তাদের সন্দেহ হোগেলের হাতে হত্যার শিকার হওয়া রোগীর সংখ্যা ২ থেকে ৩শ।

বিচারের শুরুতে অস্বীকার করলেও পরে ধীরে ধীরে নিজের অপরাধ স্বীকার করেন হোগেল। ২০১৫ সালে হত্যা মামলার শুনানি চলার সময় ৩০ জনের বেশি রোগীকে হত্যার স্বীকারোক্তি দেয় সে। এরপর তার বিরুদ্ধে আরও বিস্তারিত তদন্ত শুরু হয় এবং ওই বছর ফেব্রুয়ারিতে দুই জনকে হত্যা, দুইজনকে হত্যা চেষ্টা এবং রোগীদের ক্ষতি করার অভিযোগে হোগেল দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়।

এবার ৮৫ জনকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর দ্বিতীয়বারের মতো যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেওয়া হলো তাকে। জার্মানিতে যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে সাধারণত ১৫ বছর সাজা ভোগের পর প্যারলে মুক্তির সুযোগ থাকে। তবে বিচারক জানিয়ে দিয়েছেন, ইতোমধ্যেই অপর এক মামলায় যাবজ্জীবন সাজা ভোগ করতে থাকা হোগেলের ক্ষেত্রে সেই প্যারোলের সুযোগ নেই। যুক্তরাষ্ট্রের আইনকে উদ্ধৃত করে তিনি বলেন, ৮৫ জনকে হত্যার জন্য পৃথকভাবে ১৫ বছর করে কারাদণ্ড ভোগ করতে হলে তার সাজার মেয়াদ হতো ১২৭৫।

/বিএ/
সম্পর্কিত
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী