X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

মোদি-ইমরান বৈঠকের সম্ভাবনা নাকচ করলো ভারত

বিদেশ ডেস্ক
০৭ জুন ২০১৯, ০১:২৮আপডেট : ০৭ জুন ২০১৯, ০১:৩৩
image

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বৈঠক হতে পারে যে জল্পনা চলছিল, তা নাকচ করে দিয়েছে দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রভীশ কুমার জানিয়েছেন, এসসিও সম্মেলনে মোদি-ইমরান বৈঠকের কোনও কর্মসূচি নেই।

মোদি-ইমরান বৈঠকের সম্ভাবনা নাকচ করলো ভারত

মঙ্গলবার রাতে দিল্লিতে এসেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব সোহেল মাহমুদ। ব্যক্তিগত কাজে তিনদিন দিল্লিতে থাকার কথা রয়েছে তার। অন্যদিকে, ইসলামাবাদে ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়া ঈদ উপলক্ষ্যে পাকিস্তানের রাষ্ট্রপতি ডক্টর আরিফ আলভির সঙ্গে দেখা করেছেন। এই দুই ঘটনার প্রেক্ষিতে কূটনৈতিক সূত্রকে উদ্ধৃত করে ভারতের সংবাদমাধ্যমগুলোতে আশা প্রকাশ করা হয়েছিল, কিরগিজস্তানের রাজধানী বিশকেকে আগামী ১৩-১৪ জুন সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনের ফাঁকে দেখা করতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেই খবর প্রত্যাখ্যান করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালেয়ের মুখপাত্র রবেশ কুমার এ ধরনের কোনও বৈঠকের সম্ভাব্যতা নাকচ করে দিয়েছেন।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং-এ রভীশ বলেছেন, ‘আমি যতোদূর জানি সাংহাই সম্মেলনে  প্রধানমন্ত্রী মোদি ও পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের কোনও বৈঠকের পরিকল্পনা  নেই৷' তা হলে পাক বিদেশ সচিব ভারতে এসেছেন কেন? উত্তরে রভীশ কুমার জানান, তিনি ব্যক্তিগত কাজে এসেছেন৷ তাঁর ভারতে আসার সঙ্গে মোদি-ইমরান খান বৈঠকের কোনও সম্পর্ক নেই৷’ ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে: আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ বন্ধ না হলে পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা হবে না।

নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ ফের দিল্লির মসনদ দখল করার পর ইমরান ফোন করে অভিন্দন জানান প্রধানমন্ত্রীকে। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, তিনি উপমাহাদেশের শান্তি, প্রগতি ও সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করতে আগ্রহী। উত্তরে মোদী জানান, শান্তি, প্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে একযোগে কাজ করার পূর্বশর্ত হল, সন্ত্রাস ও হিংসামুক্ত পরিবেশে পারস্পরিক বিশ্বাস ও আস্থা গড়ে তোলা।

 

/বিএ/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত
নিজ্জার হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ