X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

ভারতীয় বাহিনীর বিধ্বস্ত বিমানের যাত্রীদের খোঁজে অভিযান

বিদেশ ডেস্ক
১২ জুন ২০১৯, ১৪:৫১আপডেট : ১২ জুন ২০১৯, ১৫:৩১
image

নিখোঁজ হওয়ার আটদিনের মাথায় মঙ্গলবার (১১ জুন) ভারতীয় বিমান বাহিনীর এন-৩২ বিমানের ধ্বংসাবশেষের সন্ধান মিললেও এখনও যাত্রীরা নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে বুধবার (১২ জুন) সকাল থেকে অরুনাচল প্রদেশের দুর্গম এলাকায় অভিযান শুরু হয়েছে।

দুর্গম এলাকায় অভিযান চলছে
গত ৩ জুন দুপুর ১২টা ২৫ মিনিট নাগাদ আসামের জোরহাট থেকে অরুণাচল প্রদেশের মেচুকার উদ্দেশে রওনা দিয়েছিল ভারতীয় বিমান বাহিনীর এএন-৩২ বিমান। দুপুর ১টার সময় শেষবার যোগাযোগ করা যায় বিমানটির সঙ্গে। এরপরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানে ৮ জন ক্রু সদস্য ও ৫ জন যাত্রী ছিলেন। বিমান বাহিনীর সি-১৩০জে ট্রান্সপোর্ট এয়ারক্র্যাফ্ট, সুখোই সু-৩০ লড়াকু বিমান, নেভি-পি ৮-১ সার্চ এয়ারক্র্যাফ্টের পাশাপাশি বিমান ও সেনাবাহিনীর হেলিকপ্টার তন্নতন্ন করে খুঁজে চলেছিল বিমানটিকে। পাশাপাশি ইসরোর উপগ্রহ ও চালকহীন আকাশযানের সাহায্যেও তল্লাশি চালানো হচ্ছিল। অবশেষে মঙ্গলবার অরুণাচল প্রদেশের সিংয়াম জেলার পায়ুম সার্কেলে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। বিমানবাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার ১২,০০০ ফুট উপর থেকে নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পায়। আর একদিন পর বুধবার (১২ জুন) থেকে শুরু হয়েছে উদ্ধার অভিযান।

বিমানবাহিনী, সেনাবাহিনীর সদস্য এবং পর্বতারোহীদের সমন্বয়ে গঠিত দল বুধবার সকাল সাড়ে ৬টা থেকে অভিযান শুরু করেছে। যাত্রীদের মৃতদেহ উদ্ধারের পাশাপাশি কেউ জীবিত আছেন কিনা তারও সন্ধান চালানো হচ্ছে। যে এলাকায় বিমানটির সন্ধান পাওয়া গেছে তা অত্যন্ত দুর্গম। সেই সঙ্গে খারাপ আবহাওয়া বিরাজ করছে।

হেলিকপ্টার থেকে ধারণকৃত এক ভিডিওর উল্লেখ করে এনডিটিভি জানিয়েছে, অভিযানস্থলটির আকাশ খুব মেঘাচ্ছন্ন এবং উপত্যকাগুলো খুব সরু। সব মিলে সেখানে অভিযান পরিচালনার কাজটি খুব চ্যালেঞ্জিং।

অরুণাচল প্রদেশ সরকারের এক কর্মকর্তা জানান, অভিযান চালাতে পশ্চিম সিয়াং-এর কায়িআং এলাকায় একটি ঘাঁটি স্থাপন করা হয়েছে। একজন চিকিৎসক এবং অন্য জরুরি সেবাগুলো সেখানে স্থাপন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ব্যাক আপ দলকেও।

এএন-৩২ বিমানটি রাশিয়ায় তৈরি। এতে দুইটি ইঞ্জিন থাকে। ভারতীয় বায়ুসেনা গত চার দশকেরও বেশি সময় ধরে এই ধরনের বিমান ব্যবহার করে। বছর তিনেক আগে ২০১৬ সালে একটি এ এন ৩২ বিমান বঙ্গোপসাগরের উপর নিখোঁজ হয়ে গিয়েছিল। চেন্নাই থেকে ওড়ার পর তার কোনও খোঁজ পাওয়া যায়নি। সেই বিমানটিকে খুঁজে বের করতে ভারতীয় বিমান বাহিনী নিজেদের সবচেয়ে বড় তল্লাশি অভিযান শুরু করেছিল। দীর্ঘদিন ধরে তল্লাশি চলে। কিন্তু কোথাও কোনও খোঁজ পাওয়া যায়নি। বিমানে থাকা ২৯ জনকেই মৃত বলে ধরে নেওয়া হয়। 

/এফইউ/
সম্পর্কিত
বাংলাদেশে পাচারের আগে আড়াই কোটি রুপির হেরোইন জব্দ
ভারত-বাংলাদেশ সম্পর্কে নাটকীয় উন্নতি হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
সর্বশেষ খবর
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার
মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে লখনউ
মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে লখনউ
তপ্ত রোদেও থামে না তাদের কাজ
আজ মহান মে দিবসতপ্ত রোদেও থামে না তাদের কাজ
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস