X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

মুরসির জানাজা ও দাফনেও কঠোর নিয়ন্ত্রণের অভিযোগ স্ত্রীর

বিদেশ ডেস্ক
১৯ জুন ২০১৯, ১৬:১৮আপডেট : ১৯ জুন ২০১৯, ২৩:২৯
image

ক্ষমতাচ্যুত মিসরীয় প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির জানাজা ও দাফনের ক্ষেত্রেও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল বলে অভিযোগ তুলেছেন তার স্ত্রী নাগলা মাহমুদ। মঙ্গলবার (১৮ জুন) প্রয়াত প্রেসিডেন্টের দাফন সম্পন্ন হওয়ার পর এক টুইটার বার্তায় এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

মুরসি
সেনাবাহিনী কর্তৃক ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই মিসরীয় কারাগারে বন্দি ছিলেন মুরসি। গত ৭ মে তিনি আদালতে নিজের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। বলেছিলেন, তার জীবন হুমকির মুখে। ১৭ জুন রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, ‘আদালতের এজলাসে হঠাৎ পড়ে গিয়ে’ মুরসির মৃত্যু হয়েছে।

স্ত্রী নাগলা তার টুইটে অভিযোগ করেন, মুরসিকে তার জন্ম শহর নীল ডেল্টায় দাফন করার অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়া মিসরীয় ইতিহাসের প্রথম প্রেসিডেন্টকে নিয়ে নাগলা লিখেছেন ‘শুধু পরিবারের সদস্যদের তার জানাজায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছিল। পূর্বাঞ্চলীয় কায়রোর নাসর শহরে মুসলিম ব্রাদারহুড নেতাদের জন্য নির্ধারিত কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।’

এর আগে মুরসির ছেলে আহমেদ ও আব্দুল্লাহ এবং তার আইনজীবী আব্দেল মোনেম আব্দেল মাকসুদ একই ধরনের অভিযোগ করেন। তবে প্রয়াত এ প্রেসিডেন্টের দাফন সম্পর্কে মিসরীয় কর্তৃপক্ষের কাছ থেকে কোনও বিবৃতি পাওয়া যায়নি।

২০১১ সালে গণঅভ্যুত্থানে হোসনি মোবারকের পতনের পর ২০১২ সালে অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন মুসলিম ব্রাদারহুড নেতা মুরসি। ২০১৩ সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে ক্ষমতাচ্যুত করেন দেশটির সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি। ব্রাদারহুডকে নিষিদ্ধ করার পাশাপাশি দলের শীর্ষ নেতাসহ ৯ শতাধিক কর্মীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মুরসিকে রাখা হয় কারান্তরীণ।

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!