X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সংকটে মিয়ানমারকে ফের সমর্থন দিলো আশিয়ান

বিদেশ ডেস্ক
২৪ জুন ২০১৯, ১৮:২৪আপডেট : ২৪ জুন ২০১৯, ১৯:০৭

সহিংসতার শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও নাগরিকত্ব নিশ্চিতে সামষ্টিকভাবে চাপ প্রয়োগ না করে মিয়ানমারের অঙ্গীকারের প্রতি সমর্থন অব্যাহত রেখেছেন আশিয়ান নেতারা। তবে রবিবারের সম্মেলনে কয়েকটি দেশ রোহিঙ্গাদের অধিকার নিয়ে সোচ্চার হয়েছিল। সম্মেলনে যোগ দিয়েছিলেন মিয়ানমারের নেত্রী অং সান সু চিও। এক বিবৃতিতে আশিয়ান নেতারা জানান, ‘রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা মিয়ানমারের অঙ্গীকারের প্রতি আমাদের সমর্থন অব্যাহত রাখছি।’

রোহিঙ্গা সংকটে মিয়ানমারকে ফের সমর্থন দিলো আশিয়ান

২০১৭ সালের আগস্টে রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পূর্বপরিকল্পিত ও কাঠামোগত সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে নতুন করে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গা জনগোষ্ঠীর ৭ লাখেরও বেশি মানুষ। জাতিগত নিধনের ভয়াবহ বাস্তবতায় রোহিঙ্গা জনগোষ্ঠীর বড় অংশটি বাংলাদেশে পালিয়ে এলেও জাতিসংঘের হিসাবে ৪ লাখেরও বেশি মানুষ এখনও সেখানে থেকে গেছে। জাতিসংঘ এই সামরিক অভিযানকে ‘জাতিগত নিধনযজ্ঞ’ বলে আখ্যা দেয়।  

মিয়নামারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে সেনবাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আশিয়ান নেতাদের আহ্বান জানিয়ে আসছে মানবাধিকার সংগঠনগুলো। তবে রোহিঙ্গা সংকটকে মিয়ানমারের অভ্যন্তরীণ ইস্যু উল্লেখ করে এ বিষয়ে কঠোর অবস্থান নেওয়া থেকে বিরত রয়েছে আসিয়ান।  

প্রত্যাবাসন নিয়ে আশিয়ানের মানবাধিকার ও দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় বিষয়ক কেন্দ্রের একটি প্রতিবেদনে করা সুপারিশ অনুযায়ী কাজ করার অঙ্গীকার করেছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতারা।

ব্যাংককে আশিয়ান সম্মেলনের পর যৌথ এক বিবৃতিতে দেশগুলো জানায়, ‘রাখাইনে সব সম্প্রদায়ের যথাসম্ভব কার্যকর, স্বেচ্ছামূলক ও নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমারের অঙ্গীকারের প্রতি আমাদের অব্যাহত সমর্থনে পুনরায় জোর দিচ্ছি।   

এর আগে রোহিঙ্গা সংকট সৃষ্টিতে দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছিলেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আব্দুল্লাহ । তিনি বলেন, প্রত্যাবাসন প্রক্রিয়ায় রোহিঙ্গাদের নাগরিকত্ব নিশ্চিত করতে হবে। আর সম্মেলন শেষে মালয়েশীয় প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ রোহিঙ্গাদের সহায়তা করার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে তাদের সঙ্গে আলোচনা করা উচিত। তিনি বলেন, ‘আমি রোহিঙ্গাদের বিষয়টি উত্থাপন করেছি। তাদের সঙ্গে অবশ্যই কথা বলতে হবে। কারণ তারা রাখাইনে ফিরে যেতে ভীত কি না তা জানা জরুরি। আমরা আশা করি রোহিঙ্গারা যখন মিয়ানমার ফিরে যাবে সেখানে আন্তর্জাতিক সম্প্রদায় তদারকি করবে এবং রাখাইন ও মিয়ানমারে যাতে তারা শাস্তির মুখোমুখি না হয় তা নিশ্চিত করবে।

/এমএইচ/এএ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য আরও তহবিল চাইলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গা গণহত্যা মামলা চালাতে ওআইসির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
১২ ঘণ্টার মাথায় রোহিঙ্গা ক্যাম্পে আরেক যুবককে হত্যা
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার