মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিনিদের নাগরিকত্ব অবস্থা জানার প্রক্রিয়া আটকে দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বিষয়টি পর্যালোচনার জন্য নিম্ন আদালতে পাঠিয়ে দেয়।
২০২০ আদমশুমারির আগে তাই এই বিষয়টি সমাধা হবে কি না তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। সামনের জরিপে স্থানীয় ও কেন্দ্রীয় সরকার এই সংক্রান্ত তথ্য যোগ করতে পারবে। প্রতিনিধি পরিষদের আসন সংখ্যা নির্ধারণে কেন্দ্রীয় সরকার একটি প্রশ্নতালিকাও তৈরি করে।
সুপ্রিম কোর্ট জানিয়েছে পরবর্তী জরিপের জন্য এই প্রশ্ন যুক্ত করার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের যুক্তি যথেষ্ট নয়। প্রধান বিচারপতি জন রবার্টস জানিয়েছন ট্রাম্প প্রশাসন চাইলে এই প্রশ্ন যুক্ত করার ব্যাপারেতাদের যুক্তি তুলে ধরতে পারে।
রায়ে তিনি বলেন, এই আইন তৈরিতে যৌক্তিক ব্যাখ্যা প্রয়োজন। সরকারি সংস্থাগুলোযেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সঠিক বিচার করতে পারে সেজন্যই এটা গুরুত্বপূর্ণ।