X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে শিগগিরই অভিযান: ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৬ জুলাই ২০১৯, ২১:২০আপডেট : ০৬ জুলাই ২০১৯, ২১:২৩

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে শিগগিরই অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ব্যাপারে নিজের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন তিনি। ট্রাম্প বলেন, শিগগিরই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে আমি এটিকে অভিযান বলছি না। বছরের পর বছর ধরে যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল তাদের আমরা তাড়িয়ে দিচ্ছি।

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে শিগগিরই অভিযান: ট্রাম্প এদিকে ট্রাম্পের এমন ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে অভিবাসন নিয়ে কাজ করা সংগঠনগুলো। অভিবাসীদের সুরক্ষায় প্রস্তুত থাকার কথাও জানিয়েছে তারা। অভিবাসী অধিকারকর্মী এলসা লোপেজ বলেন, ট্রাম্পের ঘোষণার পরই নয়, আমাদের সবসময়ই প্রস্তুত থাকতে হবে। কেননা প্রতিদিনই লোকজনকে গ্রেফতার করা হচ্ছে।

এর আগে গত জুনে অবৈধ অভিবাসীদের দেশছাড়া করার পরিকল্পনা করে ট্রাম্প প্রশাসন। তবে অভিযান শুরুর আগেই ওই পরিকল্পনা ফাঁস হয়ে গেলে তখন এটি স্থগিত করা হয়। ওই সময়ে ট্রাম্প বলেছিলেন, ৪ জুলাইয়ের পর এ অভিযান শুরু হবে।

শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সে ঘোষণারই পুনরাবৃত্তি করলেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে গত জুনে তিনি যুক্তরাষ্ট্রে অভিবাসী ঢল নিয়ন্ত্রণে মেক্সিকোকে ৪৫ দিনের সময়সীমা বেঁধে দেন। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই সময়ের মধ্যে ব্যবস্থা নিতে না পারলে মেক্সিকোর পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ করবে ওয়াশিংটন। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে শিগগিরই অভিযান: ট্রাম্প

সীমান্তে কড়াকড়ি আরোপ না করলে সব ধরনের মেক্সিকান পণ্য আমদানির ওপর ৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। এ শুল্ক আরোপের হার প্রতি মাসে বাড়তে থাকবে বলেও হুমকি দেন তিনি। গত ১০ জুন থেকে বিষয়টি কার্যকরের কথা ছিল। এ নিয়ে মীমাংসা করতে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে আলোচনা চলতে থাকে। পরে এক যৌথ ঘোষণায় জানানো হয়, গোটা সীমান্তে অভিবাসন সংক্রান্ত কর্মসূচি বিস্তৃত করার ব্যাপারে রাজি হয়েছে মেক্সিকো।

মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এবরার্ড জানান, এই অভিবাসী ঢল ঠেকাতে তারা লাতিন আমেরিকার অন্যান্য দেশের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী তারা তাদের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে নিরাপত্তা জোরদার করবেন।

কোনও নির্দিষ্ট লক্ষ্যমাত্রার কথা উল্লেখ না করলেও পররাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইয়ের মাঝামাঝি সময়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তখনও এই সংখ্যা না কমলে ব্রাজিল, পানামা ও গুয়াতেমালার সঙ্গে আলোচনায় বসবে মেক্সিকো।

এবরার্ড বলেন, যুক্তরাষ্ট্রের দাবি, মেক্সিকোর অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা যেন ‘শূন্যে’ নেমে আসে। যদিও এই পরিকল্পনাকে ‘মিশন ইম্পসিবল’ হিসেবে আখ্যায়িত করেছে মেক্সিকো। সূত্র: সিএনএন, ভয়েস অব আমেরিকা।

/এমপি/
সম্পর্কিত
ডব্লিউএইচও এর সম্মেলনে যোগদানের বিষয়ে যা বললো তাইওয়ান
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রে ৩০০ ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী আটক
সর্বশেষ খবর
থাইল্যান্ডে সফর দুই দেশের ফলপ্রসূ অংশীদারত্বের নতুন যুগের সূচনা করেছে: প্রধানমন্ত্রী
থাইল্যান্ডে সফর দুই দেশের ফলপ্রসূ অংশীদারত্বের নতুন যুগের সূচনা করেছে: প্রধানমন্ত্রী
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি