X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

ট্রেনে দেখা হলো প্রেসিডেন্ট ও বিরোধী নেতার

বিদেশ ডেস্ক
১৪ জুলাই ২০১৯, ১৮:৩০আপডেট : ১৪ জুলাই ২০১৯, ১৯:১১
image

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এবং বিরোধীদলীয় নেতা প্রাবোও সুবিয়ান্তো এপ্রিলের নির্বাচনের পর  প্রথমবার একে অপরের সঙ্গে দেখা করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শনিবার (১৩ জুলাই) ট্রেন যাত্রার সময় দু’জনের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। উল্লেখ্য, এপ্রিলের নির্বাচনে উইদোদো প্রেসিডেন্ট হিসেবে পুননির্বাচিত হলেও তার প্রতিপক্ষ নির্বাচনে কারচুপির অভিযোগ আনে এবং বিরোধী সমর্থকরা বিক্ষোভ করেন।

সুবিয়ান্তো ও উইদোদো
কারচুপির অভিযোগে বিরোধীদের বিক্ষোভ কর্মসূচি পালনের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৯ জন বিক্ষোভকারী মারা যায়। তবে গত মাসে ইন্দোনেশিয়ার সাংবিধানিক আদালত নির্বাচনের ফল বহাল রাখেন। শনিবার জাকার্তার নতুন পরিবহন ব্যবস্থা পরীক্ষা করার সময় পারস্পরিক দ্বন্দ্ব ভুলে একত্রিত হন উইদোদো ও সুবিয়ান্তো।

প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়ে সুবিয়ান্তো বলেন, ‘কেউ কেউ জিজ্ঞাসা করেছেন নির্বাচনে জেতায় কেন আমি প্রেসিডেন্টকে অভিনন্দন জানাইনি? কারণ, আমি তাকে সামনা-সামনি অভিনন্দন জানাতে চেয়েছিলাম।’ প্রেসিডেন্টকে তার কাজে সহায়তার আশ্বাস দিয়ে সুবিয়ান্তো বলেন, ‘প্রেসিডেন্টের কাজ মানুষের সেবা করা এবং এই কাজ করতে গিয়ে অনেক সমস্যার মধ্যে পড়বেন তিনি। তাকে সহায়তা করার জন্য প্রস্তুত রয়েছি আমি।’

প্রেসিডেন্ট উইদোদো বলেন, জাকার্তার নতুন গণপরিবহন ব্যবস্থা পর্যবেক্ষণ করার জন্য বিরোধী নেতাকে আমন্ত্রণ জানান তিনি।

২০১৪ সালের নির্বাচনে প্রথমবার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন উইদোদো। ওই নির্বাচনের ফলও প্রশ্নবিদ্ধ ছিল। তিনি বলেন, ‘এভাবে বিরোধী নেতা প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে দেখা করতে পারায় আমি খুবই আনন্দিত। আশা করবো আমাদের সমর্থরাও একত্রিত হয়ে কাজ করার বিষয়টি মাথায় রাখবেন। কারণ, আমরা সবাই একই দেশের নাগরিক। বিশ্বে প্রতিযোগিতা বাড়ছে এবং দেশের উন্নয়ন নিশ্চিত করতে আমাদের একতাবদ্ধ থাকতে হবে।’

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সর্বশেষ খবর
ঢেউয়ের আঘাতে ছিটকে পড়ে সাগরে নিখোঁজ জেলে
ঢেউয়ের আঘাতে ছিটকে পড়ে সাগরে নিখোঁজ জেলে
মোসাদ্দেকের মতে চ্যাম্পিয়নশিপের দাবিদার আবাহনী
মোসাদ্দেকের মতে চ্যাম্পিয়নশিপের দাবিদার আবাহনী
মিরপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নারী নিহত
মিরপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নারী নিহত
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’