X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

কাশ্মিরে শান্তিপূর্ণভাবে ঈদ পালিত: দাবি ভারতের

বিদেশ ডেস্ক
১২ আগস্ট ২০১৯, ২৩:৩০আপডেট : ১২ আগস্ট ২০১৯, ২৩:৩১

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদুল আজহা পালিত হয়েছে বলে দাবি করেছে দেশটির সরকার। শ্রীনগরে প্রার্থনার জন্য মসজিদে জামাতের ছবিসহ এবং শহরের বিভিন্ন জায়গায় ছবি উপস্থাপন করে সরকার দাবি করে, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্ত ছিলো কাশ্মির। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

কাশ্মিরে শান্তিপূর্ণভাবে ঈদ পালিত: দাবি ভারতের

গত ৫ আগস্ট (সোমবার) ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। ওই দিন সকাল থেকে জম্মু-কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর কার্যত অচলাবস্থার মধ্যে রয়েছে। থমথমে পরিস্থিতির কারণে যেন ভুতুড়ে শহরে পরিণত হয়েছে। দোকান, স্কুল, কলেজ ও অফিস বন্ধ রাখা হয়েছে। কোনও গণপরিবহন নেই। ইন্টারনেট-মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা জনশূন্য রাস্তায় টহল দিচ্ছে সশস্ত্র সেনারা। নিরাপত্তা চৌকি, নজরদারি আর কারফিউর ঘেরাটোপে বন্দি হয়ে পড়েছে কাশ্মিরিদের ঈদের আনন্দ। প্রতি বছরই ঈদুল আজহার অন্তত এক সপ্তাহ আগে থেকে উৎসবের ঢেউ লেগে যায় উপত্যকায়। দলবেঁধে মানুষ বাজারে যায়; পোশাকসহ বিভিন্ন সাজসরঞ্জাম কেনে। বেকারির দোকানগুলোতে সাজসাজ রব পড়ে যায়। তবে এবারের বাস্তবতা একেবারেই আলাদা।

তবে ভারতের দাবি,  শ্রীনগরে রাস্তাঘাট নিরাপত্তাকর্মীদের সজাগ দৃষ্টি থাকায় উৎসবের মেজাজ ছিল অন্যরকম। এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কাশ্মির উপত্যকার বিভিন্ন এলাকায় প্রার্থনার জন্য অসংখ্য মানুষের জমায়েত হয়েছিল, বারামুল্লায় ১০ হাজার এবং বান্দিপোরায় ৫ হাজার মানুষ প্রার্থনায় অংশ নেন।

সোমবার সন্ধ্যায় শহরের পুলিশ সুপার পানি বলেন, “দুটি স্থানীয় ঘটনা ঘটেছে” এবং সেগুলি “পেশাদারভাবেই সামাল দেওয়া হয়েছে”। দুটি আহত হওয়ার ঘটনা ঘটেছে, তবে পুরো উপত্যকার পরিস্থতি স্বাভাবিক”।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বড় বিক্ষোভের কথা জানালেও তা অস্বীকার করেছে রাজ্য প্রশাসন। তাদের পক্ষ থেকে দাবি করা হয়,  “নিরাপত্তারক্ষীরা একটা গুলিও চালাননি”।

সরকারের দাবি, পাঁচ জেলা থেকে নিষেধাজ্ঞা পুরোপুরিই প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং শুধুমাত্র রাতের জন্য তা সীমাবদ্ধ রাখা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, “কাশ্মিরের অন্য ৯টি জেলায় স্থানীয় মূল্যায়নের ভিত্তিতে বিভিন্নরকম স্থানীয় বিষয়ে ছাড় দেওয়া হয়েছে”।

/এমএইচ/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত
নিজ্জার হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!