X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

কাশ্মিরে বিক্ষোভকারীদের ওপর চড়াও পুলিশ

বিদেশ ডেস্ক
১৭ আগস্ট ২০১৯, ০৩:৪৮আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ০৩:৫০

ভারত সরকারের তীব্র দমননীতির প্রতিবাদে শুক্রবার কাশ্মিরের রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেছে শত শত মানুষ। এক পর্যায়ে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় পুলিশ। জম্মু-কাশ্মিরের সাবেক গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের প্রধান সড়কে তারা আন্দোলনকারীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ ও ছররা গুলি চালাতে শুরু করে। পুলিশের গুলির মুখে অনেকে বিভিন্ন দোকানপাটের সাইনবোর্ড বা বিলবোর্ডের নিচে আশ্রয় নেন। পুলিশি অ্যাকশনের বিপরীতে এক পর্যায়ে বিক্ষোভকারীরাও নিরাপত্তা বাহিনীর উদ্দেশে পাথর ছুড়ে মারে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম এএফপি। কাশ্মিরে বিক্ষোভকারীদের ওপর চড়াও পুলিশ
২০১৯ সালের ৫ আগস্ট অধিকৃত কাশ্মিরের সায়ত্ত্বশাসন বাতিল করে অঞ্চলটিকে দুই টুকরো করার ঘোষণা দেয় ভারত। ওই দিন সকাল থেকে কার্যত অচলাবস্থার মধ্যে রয়েছে জম্মু-কাশ্মির। উপত্যকার বিভিন্ন স্থানে এখনও কারফিউ বহাল রয়েছে। দোকান, স্কুল, কলেজ ও অফিস বন্ধ রাখা হয়েছে। কোনও গণপরিবহন নেই। ইন্টারনেট-মোবাইল পরিষেবাও সীমিত। সাবেক দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতিসহ কাশ্মিরের শত শত রাজনৈতিক নেতাকে বন্দি রাখা হয়েছে। জনশূন্য রাস্তায় টহল দিচ্ছে সশস্ত্র সেনারা। তবে এমন পরিস্থিতির মধ্যেই ভারতে বড় ধরনের বিনিয়োগ নিয়ে আসছে সৌদি আরব।

কাশ্মিরকে দুই টুকরো করার ঘোষণা দেওয়ার পর শুক্রবার টানা দ্বিতীয় সপ্তাহের মতো বন্ধ ছিল উপত্যকার বেশিরভাগ মসজিদ। এদিনের বিক্ষোভে অংশ নেওয়া একজন বিক্ষোভকারী এএফপি-কে বলেন, আমরা অবরোধ ভেঙে সিটি সেন্টারের উদ্দেশে পদযাত্রার চেষ্টা করছি। কিন্তু পুলিশ আমাদের থামাতে বল প্রয়োগ করছে।

এদিকে ভারতের তামিলনাড়ুর প্রভাবশালী রাজনৈতিক দল এমডিএমকের প্রধান ভাইকো বলেছেন, দেশের স্বাধীনতার শততম বার্ষিকীতে কাশ্মির আর ভারতের অন্তর্ভুক্ত থাকবে না। জম্মু-কাশ্মির নিয়ে টালমাটাল পরিস্থিতির মধ্যেই এমডিএমকে প্রধান এমন মন্তব্য করলেন। রাজ্যসভায় ভাইকো বলেন, আপনারা (মোদি সরকার) কাশ্মিরের মানুষের ভাবাবেগ নিয়ে খেলা করছেন। যখনই ওখানে অতিরিক্ত নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছিল, তখনই আমার আশঙ্কা হয়েছিল। কাশ্মিরকে কসোভো, ইস্ট তিমুর বা সাউথ সুদান হতে দেওয়া যাবে না। সূত্র: এএফপি, ডন।

/এমপি/
সম্পর্কিত
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
সর্বশেষ খবর
চিকিৎসকের ওপর হামলা ও রোগীর প্রতি অবহেলা সহ্য করা হবে না
স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারিচিকিৎসকের ওপর হামলা ও রোগীর প্রতি অবহেলা সহ্য করা হবে না
নিখোঁজের দুই দিন পর মেঘনায় মিললো যুবকের মরদেহ
নিখোঁজের দুই দিন পর মেঘনায় মিললো যুবকের মরদেহ
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে