X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

সুদানে সেনাবাহিনীর সঙ্গে ক্ষমতা ভাগাভাগির ‘ঐতিহাসিক’ চুক্তি

বিদেশ ডেস্ক
১৭ আগস্ট ২০১৯, ২২:৩৪আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ২২:৩৬

সুদানের ক্ষমতাসীন সামরিক কাউন্সিলের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির এক ‘ঐতিহাসিক’ চুক্তিতে উপনীত হয়েছে দেশটির গণতন্ত্রপন্থী রাজনৈতিক দলগুলো। ১৭ আগস্ট শনিবার রাজধানী খার্তুমে সামরিক কাউন্সিল এবং গণতন্ত্রপন্থীদের জোট ফোর্সেস ফর ফ্রিডম অ্যান্ড চেঞ্চ (এফএফসি)-এর মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় ইথিওপিয়া ও মিসরের প্রধানমন্ত্রী এবং সাউথ সুদানের প্রেসিডেন্টসহ আঞ্চলিক নেতারা সেখানে উপস্থিত ছিলেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। সুদানে সেনাবাহিনীর সঙ্গে ক্ষমতা ভাগাভাগির ‘ঐতিহাসিক’ চুক্তি
সমঝোতা অনুযায়ী, পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত সরকার পরিচালনায় একটি যৌথ কাউন্সিল প্রতিষ্ঠার বিষয়ে একমত হয়েছে জান্তা সরকার ও বিরোধী রাজনৈতিক জোট। সে অনুযায়ী, আগামী নির্বাচন পর্যন্ত দেশ পরিচালনা করবে ছয়জন বেসামরিক প্রতিনিধি এবং পাঁচজন জেনারেলের সমন্বয়ে গঠিত যৌথ কাউন্সিল। এই অন্তর্বর্তীকালীন সরকার বা যৌথ কাউন্সিলের মেয়াদ হবে তিন বছর তিন মাস। তারা মূলত নির্বাচনের মাধ্যমে নতুন একটি বেসামরিক সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়ার লক্ষ্যে কাজ করবে।

২০১৯ সালের ১১ এপ্রিল সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন ১৯৮৯ সাল থেকে ক্ষমতায় থাকা সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশির। জ্বালানি ও রুটির দাম বৃদ্ধির এক সরকারি ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষোভের সুযোগ নিয়ে তাকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। শুধু গত ৩ জুন একদিনেই বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর রক্তক্ষয়ী অভিযানে নিহত হন ৮৭ জন। আহত হন আরও ১৬৮ জন। ওমর আল বশির-কে উৎখাতে সেনাবাহিনীকে পৃষ্ঠপোষকতা দেয় সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের মতো দেশগুলো। গত জুনে সুদানের জান্তা সরকারের ধরপাকড় বন্ধে প্রভাব কাজে লাগাতে সৌদি আরবের প্রতি আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। একদিকে দেশজুড়ে তীব্র গণআন্দোলন অন্যদিকে আন্তর্জাতিক চাপের মুখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতায় উপনীত হয় জান্তা সরকার। সূত্র: দ্য নিউ আরব, দ্য গার্ডিয়ান, আফ্রিকা নিউজ।

/এমপি/
সম্পর্কিত
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
নাইজেরিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড