X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

এনআরসি কাউকে ‘রাষ্ট্রহীন’ করবে না: কেন্দ্রীয় সরকার

বিদেশ ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৯আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫২
image

আসামের চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি) প্রকাশের পর রবিরার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আবারও বলা হয়েছে, এর মধ্য দিয়ে কেউ ‘রাষ্ট্রহীন’ বা ‘বিদেশি’ বলে গণ্য হবে না। তালিকা থেকে বাদ পড়াদের কেউ অধিকার বা পরিচয় থেকেও বঞ্চিত হবে না। দেশটির সম্প্রচারমাধ্যম এনডিটিভি সরকারি সূত্রকে উদ্ধৃত করে বলছে, আইনগতভাবে নিজেদের বৈধ নাগরিক হিসেবে প্রমাণ করার সব সুযোগই তারা পাবেন।

এনআরসি কাউকে ‘রাষ্ট্রহীন’ করবে না: কেন্দ্রীয় সরকার

শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় আসামের চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি) প্রকাশ করা হয়। তালিকা থেকে বাদ পড়েছেন রাজ্যের প্রায় ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় নাগরিক তালিকায় প্রায় ১৯ লাখ মানুষকে অন্তর্ভুক্ত করা হয়নি, তারা ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ না করতে পারলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে সরকার। আসামের নাগরিক তালিকা প্রকাশের পর ভারতের কেন্দ্রীয় সরকার বলছে, এটি জনগণকে বিস্তারিত নির্দেশনা দিয়ে আপিল করতে সহায়তা করবে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি রবিবার বাদ পড়া ব্যক্তিদের বন্দি ও বিতাড়িত না করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন। এর পরপরই ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘নাগরিক তালিকা থেকে বাদ পড়াদের সঙ্গে আসামের কোনও বাসিন্দার অধিকারের সংশ্লিষ্টতা নেই। যাদের নাম তালিকায় নেই তাদের বন্দি করা হবে না। তারা আইনের আওতায় পাওয়া সব প্রতিকার শেষ হওয়া পর্যন্ত সব অধিকার ভোগ করবে।’ আপিল শুনানির জন্য ডিসেম্বরের মধ্যে বিদ্যমান ১০০টি ট্রাইব্যুনালের সঙ্গে আরও ২০০টি ট্রাইব্যুনাল যুক্ত করা হবে।

এনআরসি হালনাগাদ প্রসঙ্গে ওই মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, এটা সরাসরি সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করছে। আদালতের ইস্যুকৃত নির্দেশনা অনুযায়ী কাজ করছে কেবল সরকার। তিনি বলেন, ‘এটা বৈষম্যহীন প্রক্রিয়া, এতে পক্ষপাত ও অন্যায়ের সুযোগ নেই। এনআরসিতে ডাটা তৈরির জন্য আবেদন ফরম থেকে দেখা যায়, আবেদনকারীর ধর্ম জানতে চেয়ে আবেদনে কোন কলাম (ঘর) নেই।’

/এইচকে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
সর্বশেষ খবর
১৭ অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে, ঢাকায় ৪০.৩
১৭ অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে, ঢাকায় ৪০.৩
মেরিনার ইয়াংসে নতুন গভর্নিং বডি
মেরিনার ইয়াংসে নতুন গভর্নিং বডি
বানিয়ে ফেলুন ৪ স্বাদের লাচ্ছি
বানিয়ে ফেলুন ৪ স্বাদের লাচ্ছি
১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেলো স্ট্যান্ডার্ড চাটার্ড-চ্যানেল আই কৃষি পুরস্কার
১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেলো স্ট্যান্ডার্ড চাটার্ড-চ্যানেল আই কৃষি পুরস্কার
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ