X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

জার্মান চ্যান্সেলরকে হংকং-এর আন্দোলনে সমর্থন জানানোর আহ্বান

বিদেশ ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১৫আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২৯
image

তিন দিনের সফরে এই সপ্তাহে চীন আসছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল। এই সফরে পূর্ব জার্মানির স্বৈরাচারী শাসনের অধীনের জীবনের কথা স্মরণ করে তাকে হংকং-এর বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা। জার্মানির সংবাদপত্র বিল্ড নিউজপেপারে প্রকাশিত এক খোলা চিঠিতে এ আহবান জানিয়েছেন হংকং-এর অ্যাকটিভিস্টরা। জার্মান চ্যান্সেলরকে হংকং-এর আন্দোলনে সমর্থন জানানোর আহ্বান

কয়েক মাস ধরে হংকং-এ চলা রাজনৈতিক বিশৃঙ্খলা ও সহিংস আন্দোলনের মধ্যে এই চিঠি প্রকাশিত হয়। আগামী কয়েকদিনের মধ্যে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল বেইজিং সফরে আসছেন। তাকে চীনা সরকারের সঙ্গে কাজ করার ক্ষেত্রে পূর্ব জার্মানির স্বৈরাচারী শাসনের অধীনের জীবনের কথা স্মরণ করতে, ওই খোলা চিঠিতে অনুরোধ করেছেন হংকং-এর অ্যাক্টিভিস্টরা। এই খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন হংকং-এর গণতন্ত্রপন্থী আন্দোলনের প্রধান অ্যাকটিভিস্ট জোসুয়া ওয়াং; জিওপি ওয়াং ও অ্যালিস ইউ নামের দুই শিল্পী। হংকংয়ের এই দুই শিল্পী থাকেন জার্মানিতে, যেখানে এই আন্দোলন খুবই জনপ্রিয়।

খোলা চিঠিতে লেখা হয়েছে, ‘চ্যান্সেলর ম্যার্কেল, আপনি পূর্ব জার্মানিতে বড় হয়েছেন। আপনি স্বৈরাচারী শাসন ব্যবস্থার ভয়াবহতা প্রথম দিকেই অনুভব করেছেন। স্বৈরতন্ত্র ও অন্যায্য রাজত্বের বিরুদ্ধে আপনার সাহস ও দৃঢ় অবস্থানকে আমরা শ্রদ্ধা করি। যা স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পূর্বে ইউরোপ ও জার্মানিকে উৎসাহিত করেছিলো।’ স্নায়ুযুদ্ধ অবসানের পর ১৯৯০ সালে দুই জার্মানি একত্রিত হওয়ার আগে নিজের ৪০ বছরের জীবনের বেশিরভাগ সময় কমিউনিস্ট শাসিত পূর্ব জার্মানিতে কাটিয়েছেন অ্যাঙ্গেলা ম্যার্কেল। সেখানে গবেষনা বিজ্ঞানী হিসেবে কাজ করতেন তিনি।

এক সময়কার ব্রিটিশ কলোনি হংকং এখন চীনের অংশ। ‘এক দেশ, দুই নীতি’র অধীনে কিছু মাত্রায় স্বায়ত্তশাসন ভোগ করছে হংকং। অঞ্চলটির নিজস্ব বিচার ও আইন ব্যবস্থা রয়েছে, যা মূল চীনের চেয়ে ভিন্ন। গত ৯ জুন থেকে সেখানে কথিত অপরাধী প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু হয়। আন্দোলনকারীদের আশঙ্কা, ওই বিল অনুমোদন করা হলে ভিন্নমতাবলম্বীদের চীনের কাছে প্রত্যর্পণের সুযোগ সৃষ্টি হবে। লাখো মানুষের উত্তাল গণবিক্ষোভের মুখে এক পর্যায়ে ওই বিলকে ‘মৃত’ বলে ঘোষণা দেন হংকংয়ের চীনপন্থী শাসক ক্যারি ল্যাম। তবে এতে আশ্বস্ত হতে না পেরে বিক্ষোভ অব্যাহত রেখেছে সেখানকার নাগরিকরা। আন্দোলনে যুক্ত হয়েছে বৃহত্তর গণতন্ত্র, চীনের নিযুক্ত নির্বাহী প্রধানের পদত্যাগ ও আন্দোলনের সময় আটককৃতদের মুক্তি দাবি।

/এইচকে/জেজে/
সম্পর্কিত
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন শি জিনপিং
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচন অর্থ ও সময়ের অপচয় মাত্র: সাইফুল হক
উপজেলা নির্বাচন অর্থ ও সময়ের অপচয় মাত্র: সাইফুল হক
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
ফসল উৎপাদনে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে: কৃষিমন্ত্রী
ফসল উৎপাদনে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে: কৃষিমন্ত্রী
মানবাধিকার সমুন্নত রেখে জনগণকে সেবা দিতে আইজিপির নির্দেশ
মানবাধিকার সমুন্নত রেখে জনগণকে সেবা দিতে আইজিপির নির্দেশ
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল