X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বাহামা দ্বীপপুঞ্জে ঘূর্ণিঝড় ডোরিয়ান-এর তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৩০

বিদেশ ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৪৫আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫৯
image

বাহামা দ্বীপপুঞ্জে শক্তিশালী ঘূর্ণিঝড় ডোরিয়ান-এর তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৩০ এ পৌঁছেছে। এখনও হাজার হাজার বাসিন্দা নিখোঁজ রয়েছে বলে আশঙ্কা করছেন দেশটির কর্মকর্তারা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করে সহায়তা কার্যক্রম বৃদ্ধির ওপর জোর দিয়েছে দেশটির সরকার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য আসছে। বাহামা দ্বীপপুঞ্জে ঘূর্ণিঝড় ডোরিয়ান-এর তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৩০

কর্মকর্তারা বলছেন, এখন পর্যন্ত ৩০ জনের মৃতুর খবর নিশ্চিত হওয়া গেছে। আটলান্টিক মহাসাগর থেকে উঠে আসা ৫ মাত্রার এ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিখোঁজের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত না হওয়ায় মৃতের সংখ্যা ‘অবিশ্বাস্যরকমের বেশি’ হতে পারে বলেও আশঙ্কা করছেন তারা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দ্বীপ আবাকোতে সৎকার ব্যবসায়ী ও ২০০ বডি ব্যাগ পাঠানো হয়েছে।

গত রবিবার দুপুরে ঘণ্টায় ১৮০ কিলোমিটার বেগে বাহামার অ্যাবাকো দ্বীপের এলবো অঞ্চলে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। সেখানে আঘাত হেনে এটি ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় উপকূলের দিকে অগ্রসর হয়। এখন এটা দুর্বল হচ্ছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, প্রলয়ঙ্করী এ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বাহামা দ্বীপপুঞ্জের ১৩ হাজার ঘরবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রান্ড বাহামা ও আবাকস দ্বীপের ৪৫ শতাংশ ঘর-বাড়ি ধ্বংস হয়েছে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক রেড ক্রস সংস্থা।

বাহামার প্রধানমন্ত্রী হুবার্ট মিনিস বলেছেন, তার দেশের জনগণ বর্তমানে যুদ্ধ পরিস্থিতিতে রয়েছে। তারা হারিকেন ডোরিয়ানের তাণ্ডবে আক্রান্ত।

সরকারি কর্মকর্তারা বলছেন, আবাকস ও গ্রান্ড বাহামা দ্বীপে এখনও নিখোঁজ রয়েছে শত শত, সম্ভবত হাজার হাজার হবে। বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী দুয়ানে স্যানডস চূড়ান্ত হিসেবে এ সংখ্যা অনেক হবে বলে সতর্ক করেন।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহৎ আবাকো দ্বীপ বর্তমানে কার্যত বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। সেখানে খাবার, পানি ও বিদ্যুৎ নেই। লুঠতরাজরোধে মিলিশিয়া গঠন করা হয়েছে।

বাহামা’র সাবেক প্রধানমন্ত্রী পেরি ক্রিস্টির এক সহকারীর পোস্ট করা ভিডিওতে আবাকো দ্বীপপুঞ্জের মারাত্মক ক্ষয়ক্ষতির আলামত মিলেছে। উল্টে যাওয়া গাড়ি, বিধ্বস্ত হয়ে যাওয়া বাড়ির ছাদ আর উপকূলীয় এলাকায় পানি ছাদের সমান উচ্চতায় উঠতে দেখা গেছে। অনলাইনে পোস্ট করা আরেকটি ভিডিওতে সাহায্যের জন্য মরিয়া আকুতি শোনা গেছে।

গ্রান্ড বাহামার একমাত্র বিমানবন্দরটাও বিধ্বংস্ত হয়েছে। গ্রান্ড বাহামা ও আবাকসে প্রাথমিকভাবে আন্তর্জাতিক সহায়তা দেওয়া হয়েছে।

মার্কিন কোস্ট গার্ড জানায়, বৃহস্পতিবার ২০১ বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে। মৃতদেহ ও জীবিত উদ্ধারে ক্ষতিগ্রস্ত এলাকায় অভিযান চালাচ্ছে অনুসন্ধান ও উদ্ধার দল। ওই সব এলাকায় মানবিক সহায়তা পৌঁছাতে জোর তৎপরতা চালাচ্ছে তারা। ৭৬ হাজার মানুষের জন্য খাবার ও সাহায্য সামগ্রী নিয়ে বিমান ও হেলিকপ্টারগুলো উড়ছে।

জাতিসংঘের খাদ্য কর্মসূচি সংস্থা জানিয়েছে, আট টন রেডি ফুড (প্রস্তুতকৃত খাবার), স্টোরেজ ইউনিট, জেনাটর ও অন্যান্য জরুরি সামগ্রী পানামা থেকে পাঠানো হয়েছে। বাহামায় তিন মাসব্যাপী জরুরি অভিযান পরিচালনার জন্য ৫ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে জাতিসংঘ।

 

/এইচকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কষ্টিপাথর কিনে প্রতারিত হয়ে অপহরণ, গ্রেফতার ৭
কষ্টিপাথর কিনে প্রতারিত হয়ে অপহরণ, গ্রেফতার ৭
ফরিদপুরে দুই সহোদর হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
ফরিদপুরে দুই সহোদর হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
৩২ কুর্দি সদস্যকে হত্যার দাবি তুরস্কের
৩২ কুর্দি সদস্যকে হত্যার দাবি তুরস্কের
পিকআপ চাপায় র‌্যাব সদস্যের মৃত্যুর ঘটনায় চালক গ্রেফতার
পিকআপ চাপায় র‌্যাব সদস্যের মৃত্যুর ঘটনায় চালক গ্রেফতার
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ