X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তিতে উপনীত হয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:২০আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:২২

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশ জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তিতে উপনীত হয়েছে। সোমবার মার্কিন কংগ্রেসকে পাঠানো এক চিঠিতে তিনি এ তথ্য জানান। ইতোমধ্যেই চিঠিটি প্রকাশ করেছে হোয়াইট হাউস। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তিতে উপনীত হয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ট্রাম্প জানান, কংগ্রেসের কোনও ধরনের অনুমোদন ছাড়াই জাপানের সঙ্গে হওয়া বাণিজ্য সমঝোতা বাস্তবায়ন করা হবে।

চিঠিতে বাণিজ্য সমঝোতার কথা বললেও যুক্তরাষ্ট্রে জাপানি গাড়ি রফতানিতে নতুন করে শুল্ক আরোপ না করার বিষয়ে কিছু বলেননি ট্রাম্প। তবে আইনপ্রণেতাদের তিনি জানিয়েছেন, প্রেসিডেন্টের ঘোষণার মাধ্যমে এ বাণিজ্য বা শুল্ক চুক্তি কার্যকর করা হবে। এতে মার্কিন প্রেসিডেন্টের হাতে পারস্পরিক শুল্ক হ্রাসের অনুমতি দেওয়ার ক্ষমতা থাকবে।

এর আগে গত মে মাসে জাপান সফরকালে ট্রাম্প সাফ জানিয়ে দেন, দেশটির সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি চায় ওয়াশিংটন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে টোকিও ‘অন্যায্য’ সুবিধা নিচ্ছে। ফলে দুই দেশের মধ্য নতুন করে বাণিজ্য চুক্তি করা প্রয়োজন।

টয়োটা, হোন্ডা ও নিশানের মতো বৃহদায়তন গাড়ি কোম্পানিগুলোর উদ্দেশে ট্রাম্প বলেন, টোকিও বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুবিধা নিচ্ছে। এজন্যই তারা আমাদের এতো বেশি পছন্দ করে। তবে নতুন চুক্তি হওয়ার পর দুই দেশের বাণিজ্য ‘আরও অবাধ ও নিরপেক্ষ’ হবে।

সর্বশেষ গত জুনে ট্রাম্প বলেন, জাপান যদি আক্রান্ত হয় তাহলে তাহলে আমরা আমাদের জীবন ও সম্পদ বাজি রেখে তাদের জন্যে যুদ্ধ করবো। কিন্তু যদি আমরা আক্রান্ত হই তাহলে তারা আমাদের কোনও সহযোগিতাই করতে পারবে না। ট্রাম্পের ভাষায়, ‘জাপান তখন সনি টেলিভিশনে আমাদের আক্রান্ত হওয়ার দৃশ্য দেখবে।’ তবে শেষ পর্যন্ত সোমবার টোকিও-র সঙ্গে বাণিজ্য চুক্তি বা সমঝোতায় উপনীত হওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। সূত্র: রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
ভারতের মসলা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
প্রেসিডেনশিয়াল ডিবেটে মুখোমুখি হবেন বাইডেন-ট্রাম্প, যা জানা গেলো
সর্বশেষ খবর
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু