X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

সৌদি তেল স্থাপনা ছাড়ুন: বিদেশিদের হুঁশিয়ারি হুথি বিদ্রোহীদের

বিদেশ ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৯আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২২:২৩

সব বিদেশিকে সৌদি তেল স্থাপনা ছেড়ে যেতে সতর্ক করে দিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীরা। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো এখনও হুথি টার্গেটে রয়েছে। যেকোনও মুহূর্তে সেখানে আবারও হামলা হতে পারে। সৌদি তেল স্থাপনা ছাড়ুন: বিদেশিদের হুঁশিয়ারি হুথি বিদ্রোহীদের
সোমবার টুইটারে দেওয়া এক পোস্টে হুথি বিদ্রোহীদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেন, ইয়েমেনের ওপর সৌদি আরবের সামরিক আগ্রাসন বন্ধ করা এবং অবরোধ তুলে নেওয়া উচিত। অন্যথায় সৌদি আরবের যেকোনও যায়গায় যেকোনও সময় হামলা চালানো হবে।

এদিকে সৌদি আরবে ড্রোন হামলার পর গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে তেলের দাম। ইয়েমেনে হুথিবিরোধী লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট বলছে, এই হামলায় ইরানি অস্ত্র ব্যবহার করা হয়েছে। অন্যদিকে হুথি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করেছে। তবে সোমবার সৌদি জোট বলেছে, প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী সৌদি আরবের তেল স্থাপনায় হামলা ইয়েমেন থেকে চালানো হয়নি।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর দুটি বৃহৎ তেল স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়। ওই হামলার পর সৌদি আরবের তেল উৎপাদন অর্ধেকে নেমে আসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার জন্য ইরানকে দায়ী করেন। যুক্তরাষ্ট্রের তরফে স্যাটেলাইট ছবি প্রকাশ করে হামলার নেপথ্যে ইরান জড়িত রয়েছে দাবি করে। হামলার পর ইরান সমর্থিত ইয়েমেনের শিয়া সশস্ত্র গোষ্ঠী হুথিরা দায় স্বীকার করলেও যুক্তরাষ্ট্র এই হামলার পেছনে ইরান জড়িত বলে দাবি করে আসছে। যদিও ইরান এই অভিযোগ অস্বীকার করে আসছে।

ইয়েমেনে ইরান সমর্থিত হুথিদের বিরুদ্ধে ২০১৫ সাল থেকে লড়াই করে আসছে সৌদি আরবের নেতৃত্বাধীন একটি সামরিক জোট। সোমবার রিয়াদে এক সংবাদ সম্মেলনে ওই জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল মালিকি জানান, কোথা থেকে এই হামলা চালানো হয়েছে তা খুঁজে বের করতে তদন্ত চলছে। তিনি বলেন, ‘প্রাথমিক ফলাফলে দেখা গেছে, হামলায় ব্যবহৃত অস্ত্র ইরানি আর আমরা এখন হামলা চালানোর স্থান নির্ধারণে কাজ করছি। এই সন্ত্রাসী হামলা হুথি যোদ্ধাদের দাবি অনুযায়ী ইয়েমেন থেকে চালানো হয়নি।’ সূত্র: পার্স টুডে, রয়টার্স।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
সর্বশেষ খবর
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
বিদেশফেরত যাত্রীকে নিয়ে ফেরার পথে ট্রাকচাপায় ৫ জন নিহত
বিদেশফেরত যাত্রীকে নিয়ে ফেরার পথে ট্রাকচাপায় ৫ জন নিহত
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!