X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

সেখানে গিয়ে তাদের হত্যা করুন: পুলিশকে ফিলিপাইনের প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
১৯ অক্টোবর ২০১৯, ১৮:৪৩আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ১৮:৫০

ফিলিপাইনের একটি মাদক কবলিত এলাকায় নতুন পুলিশ প্রধান নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে। ওই নিয়োগের পর সেখানে অঞ্চলটিতে গিয়ে অপরাধীদের হত্যা করতে পুলিশের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার রাতে এক অনুষ্ঠানে দুয়ার্তে বলেন, ‘ব্যাকলোদ শহর এখন মারাত্মকভাবে মাদক আক্রান্ত। সেখানে আমি পুলিশ প্রধান হিসেবে জোভি এসপেনিদো-কে নিয়োগ দিয়েছি। তাকে আমি বলেছি, সেখানে যাও তুমি সবাইকেই (মাদক সংক্রান্ত অপরাধী) খুন করতে পার। কু... বাচ্চাদের মেরে ফেলতে শুরু কর। তারপর আমরা দুইজনই নাহয় জেলে যাবে।’ রদ্রিগো দুয়ার্তে। ছবি: এপি
রদ্রিগো দুয়ার্তে-র নিয়োগপ্রাপ্ত নতুন ওই কর্মকর্তার নাম লেফটেন্যান্ট কর্নেল জোভি এসপেনিদো। তিনি নিগ্রোস দ্বীপের পুলিশ প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন। ওই নিয়োগের পরই সেখানকার মাদক কবলিত ব্যাকলোদ এলাকার ব্যাপারে সরকারের অবস্থান পরিষ্কার করেন দুয়ার্তে।

ইতোপূর্বে মাদকবিরোধী অভিযানে ফিলিপাইনের দুই শহরের মেয়রকে হত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে নিগ্রোস দ্বীপের নবনিযুক্ত পুলিশ প্রধানের বিরুদ্ধে। এখন তিনি ব্যাকলোদ শহরে সরকারের মাদকবিরোধী যুদ্ধে নেতৃত্ব দেবেন। স্প্যানিশ আমলের শহরটিতে প্রায় ৫ লাখ ৬০ হাজার মানুষের বসবাস।

২০১৬ সালের জুলাই মাস থেকে ফিলিপাইনে মাদকবিরোধী অভিযানে পুলিশ চার হাজারের বেশি মানুষকে হত্যা করেছে। পুলিশের দাবি, গ্রেফতার করতে গেলে অপরাধীরা পাল্টা হামলা চালায়। তবে মানবাধিকার কর্মীদের অভিযোগ, নিহতদের অনেককে ধরে মেরে ফেলা হয়েছে। কর্তৃপক্ষ অবশ্য এমন অভিযোগ অস্বীকার করছে।

ফিলিপাইনের একজন আইনজীবী দুয়ার্তেসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে ‘মানবতাবিরোধী অপরাধ’ সংঘটনের অভিযোগ তুলেছেন। একইসঙ্গে সরকারের বিরুদ্ধে ‘অপরাধীদের হত্যার নীতি’ গ্রহণের অভিযোগ তুলেছেন তিনি। তবে সমালোচনার পরও মাদকবিরোধী অভিযানে হত্যাকাণ্ড অব্যাহত রাখার অবস্থান থেকে পিছু হননি দুয়ার্তে।

সন্দেহভাজন মাদক ব্যবসায়ীদের প্রকাশ্যে হত্যার নির্দেশ দেওয়ায় বিচারের মুখোমুখি হওয়ার সতর্কর্তা সত্ত্বেও দুয়ার্তে বারবারই আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোকে উপহাস করেছেন। ফিলিপাইনের প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন, মানবাধিকার নিয়ে তার কোনও উদ্বেগ নেই। মাদক ব্যবসায়ীরা গ্রেফতারে বাধা দিলে হত্যার নির্দেশ দিয়েছেন তিনি।

শুক্রবার এক বিবৃতিতে পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল বার্নার্ড বানাক বলেন, নিগ্রোস দ্বীপের পুলিশ প্রধানের নিয়োগ অবৈধ মাদক নির্মূলে সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন।

২০১৭ সালে মিন্দানাও দ্বীপের ওজামিজ শহরের পুলিশ প্রধান ছিলেন জোভি এসপেনিদো। ওই সময়ে কর্মকর্তারা এক ভোরে অভিযান চালিয়ে শহরের মেয়র রেইনালদো পারোজিনং, তার স্ত্রী এবং আরও ১৩ জনকে হত্যা করে। স্বজনদের দাবি, এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে পুলিশের দাবি, পারোজিনং ও তার নিরাপত্তা কর্মকর্তারা মাদকবিরোধী বৈধ অভিযান প্রতিহতের চেষ্টা করলে হতাহতের ঘটনা ঘটে।

২০১৬ সালে লেইতে দ্বীপের আলবুয়েরা শহরেও পুলিশ প্রধান ছিলেন এসপেনিদো। ওই সময়ে কারাগারের অভ্যন্তরে নিহত হন শহরের মেয়র রোনালদো এসপানিসা সিনিয়র। সূত্র: আল জাজিরা।

/জেজে/এমপি/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বশেষ খবর
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা