X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

তালেবানের সঙ্গে আলোচনায় ফিরতে যুক্তরাষ্ট্রের প্রতি রাশিয়ার আহ্বান

বিদেশ ডেস্ক
২৬ অক্টোবর ২০১৯, ১২:৫১আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ১২:৫৮
image

আফগানিস্তানের চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে পুনরায় শান্তি আলোচনা চালুর উদ্দেশ্যে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে রাশিয়া, চীন ও পাকিস্তান। নতুন করে শান্তি আলোচনা শুরু করতে যু্ক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ওই দেশ তিনটি। শুক্রবার (২৫ অক্টোবর) মস্কোয় ওই তিন দেশের প্রতিনিধির বৈঠকের পর যৌথভাবে এক বিবৃতিতে এই আহ্বান জানান তারা।

তালেবানের সঙ্গে আলোচনায় ফিরতে যুক্তরাষ্ট্রের প্রতি রাশিয়ার আহ্বান

টুইন টাওয়ারে হামলার পর মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো আফগানিস্তানে হামলা চালিয়ে তালেবান সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে। তখন থেকেই যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করে যাচ্ছে গোষ্ঠীটি। দীর্ঘ ১৮ বছরের যুদ্ধ অবসানের লক্ষ্যে গত বছরের জুন থেকে কাতারের রাজধানী দোহায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা শুরু করেন তালেবান কর্মকর্তারা। গত আগস্টে এরই পরিপ্রেক্ষিতে একটি শান্তিচুক্তিতে একমত হয় দুই পক্ষ। তবে এরমধ্যে কাবুলে তালেবান হামলায় এক মার্কিন সেনা নিহতের পর ওই চলমান আলোচনা ভেস্তে যায়। পরে এ বিষয় নিয়ে রাশিয়া ও চীনের সঙ্গে আলোচনা করে ওই সশস্ত্র গোষ্ঠী।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মস্কোয় আফগানিস্তান বিষয়ক যুক্তরাষ্ট্র, চীন ও পাকিস্তানের দূতদের সঙ্গে বৈঠক করেছেন রুশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইগোর মোর্গুলভ। বৈঠকে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে আফগানিস্তানের স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ওপর গুরত্বারোপ করেন তিনি।

বৈঠকের পর যৌথ বিবৃতিতে রাষ্ট্রদূতরা বলেন, ‘আফগানিস্তানে ১৮ বছরের যুদ্ধের শান্তিপূর্ণ অবসানের জন্য তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শিগগিরই আলোচনায় বসা জরুরি। এতে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি জালমে খলিলজাদও অংশগ্রহণ করেন।’ পরে মস্কোর ওই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের কর্মকর্তারা।

/এইচকে/
সম্পর্কিত
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
সর্বশেষ খবর
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী