X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

অভিশংসন তদন্তের মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ ট্রাম্পের

বিদেশ ডেস্ক
০৩ নভেম্বর ২০১৯, ১৪:১৭আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ১৪:২৮

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনোস্কিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রাসাদ হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে টাম্প নিজেই এ আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন। এমন সময়ে ট্রাম্প ইউক্রেনের নেতাকে আমন্ত্রণের কথা জানালেন যখন তার সঙ্গে এক ফোনালাপের জেরে ইতোমধ্যেই ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের তদন্ত শুরুর অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। এই তদন্ত কিভাবে পরিচালিত হবে তার বিস্তারিত বর্ণনা করা হয়েছে ডেমোক্র্যাটদের আনা প্রস্তাবে। প্রতিনিধি পরিষদে ২৩২-১৯৬ ভোটে প্রস্তাবটি অনুমোদন পায়। অবশ্য এই ভোটাভুটির নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ আগামী বছরের নির্বাচনে অন্যতম প্রেসিডেন্ট পদপ্রার্থী ডেমোক্র্যাট নেতা জো বাইডেন ও তাঁর ছেলের বিরুদ্ধে তদন্ত শুরু করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনোস্কিকে চাপ দিয়েছিলেন তিনি। এক হুইসলব্লোয়ারের মাধ্যমে এই তথ্য প্রকাশ হয়ে গেলে ট্রাম্পকে তার পদ থেকে সরাতে ইম্পিচমেন্টের দাবি তোলে ডেমোক্র্যাট শিবির। তবে কোনও ভুল করার কথা অস্বীকার করে আসছেন ট্রাম্প।

নিজের বিরুদ্ধে কংগ্রেসের অভিশংসন তদন্তকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন ট্রাম্প। টুইটারে দেওয়া এক পোস্টে পুরো তদন্তকে তিনি ‘লিচিং’ হিসেবে উল্লেখ করে দাবি করেন, যথাযথ প্রক্রিয়া বা ন্যায্যতা বা কোনও আইনি অধিকার ছাড়াই অভিশংসন তদন্ত চালানো হচ্ছে। অন্যদিকে তার এই মন্তব্য যুক্তরাষ্ট্রজুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। কেননা, ‘লিচিং’ শব্দটি দেশটির বর্ণবাদী ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দেশটিতে লিচিং বলতে কৃষ্ণাঙ্গদের গলায় রশি লাগিয়ে বেআইনিভাবে হত্যা করাকে বুঝায়। ফলে বিরোধীরা ট্রাম্পের এমন কলঙ্কজনক বর্ণবাদী শব্দ ব্যবহারের সমালোচনা করেছেন।

হোয়াইট হাউসের মুখপাত্র হোগান গিডলি মঙ্গলবার সাংবাদিকদের জানান, ট্রাম্প বর্ণবাদী ইঙ্গিত দেননি। তিনি বলেন, সংবাদমাধ্যমে যেভাবে তাকে তুলে ধরা হচ্ছে তা তুলে ধরতে প্রেসিডেন্ট অনেক শব্দ ব্যবহার করেছেন, সব ধরনের ভাষা ব্যবহার করেছেন। কিন্তু তিনি ভয়াবহ ঐতিহাসের সঙ্গে নিজেকে তুলনা করতে চাননি।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যকার একটি টেলিফোন আলাপ ফাঁস হয়। ওই ফোনালাপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে তদন্তের জন্য ইউক্রেনের প্রেসিডেন্টকে রীতিমতো চাপ দিয়ে যাচ্ছেন ট্রাম্প। ওই ফোনকলের অনুলিপিও গোপন করতে চেয়েছিল হোয়াইট হাউস। যদিও শেষ পর্যন্ত ওই প্রচেষ্টা ব্যর্থ হয়। ওই ফোনালাপের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার একজন সদস্য আনুষ্ঠানিক অভিযোগ করার পর ট্রাম্পের অভিশংসনের দাবি সামনে আসে। তবে এ ইস্যুতে নিজের বিরুদ্ধে তদন্তের উদ্যোগকে ন্যাক্কারজনক হিসেবে আখ্যায়িত করেছেন ট্রাম্প।

বুধবার ট্রাম্পের ইম্পিচমেন্ট তদন্ত শুরু করতে প্রতিনিধি পরিষদে আট পাতার প্রস্তাব তোলে ডেমোক্র্যাটরা। ওই প্রস্তাবে দুই ধাপে তদন্ত এগিয়ে নেওয়ার কথা বলা হয়। প্রস্তাব অনুযায়ী প্রথম ধাপে হাউস ইন্টেলিজেন্স কমিটি তাদের তদন্ত চালু রাখবে আর গণশুনানি আয়োজন করবে। দ্বিতীয় ধাপে ওই তদন্ত রিপোর্ট প্রকাশ করে হাউস জুডিশিয়ারি কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হবে। পরে তারা বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে।

বৃহস্পতিবারের ভোটাভুটিতে রিপাবলিকান সব আইনপ্রণেতা ট্রাম্পের পক্ষে ভোট দেয়। আর ডেমোক্র্যাটদের মধ্যে দুইজন ছাড়া বাকি সবাই প্রস্তাব অনুমোদনের পক্ষে ভোট দেয়।

 

/এমপি/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
উ. কোরিয়ার হুমকির মুখে কূটনৈতিক সতর্কতা বাড়ালো দ. কোরিয়া
সর্বশেষ খবর
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি